অংক কি, অংক কাকে বলে – অংক কত প্রকার ও কি কি?

আপনি কি অংক সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করতেছেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইট রয়েছেন। আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো অংক কি, অংক কাকে বলে এবং অংক কত প্রকার ও কি কি। আর্টিকেল টি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আমরা সাধারনত অংক বলতে বুঝি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯  এগুলো কিন্তু বইয়ের ভাষায় অংকের একটি সংখ্যা রয়েছে। প্রাচীন কালে মানুষ দাড়ি বা কিছু পশু পাখির প্রতিক ব্যবহার করে গণনা করত। কিন্তু কালের পরিবর্তন হওয়ার ফলে প্রতিক গুলো পরিবর্তন সাধিত হয়েছে। নিম্নে আপনাদের জানাবো অংক কাকে বলে ও অংকের সংখ্যা কি।

অংক কাকে বলে

আমরা সাধারণ ভাবে বলতে পারি যে সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক কে অংক বলে। আবার বইয়ের ভাষায় বলতে গেলে সংখ্যা গঠনের জন্য যেসকল প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে। উদাহরণ হিসাবে বলতে পারি যে ৫, ৭,৯ প্রত্যেক টি একটি করে প্রতীক বা অংক। 

অংক কাকে বলে?

উত্তরঃ আমরা সাধারণ ভাবে বলতে পারি যে সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক কে অংক বলে।

অংক গুলো কে দশমিক মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। যেমন- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। দশমিক সংখ্যার ভিতরে ১০ টি প্রতীক বা অংক থাকে। এগুলো আবার প্রকাশের জন্য একক বা জোড়া হিসাবে প্রকাশ হতে পারে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে, ২ ও ৫ যথাক্রমে এক একটি করে অংক আবার এগুলো জোড়া হিসাবে প্রকাশ করা যেতে পারে ২৫, ৪০, ২৬৭, ৫৫৮৯ প্রতেক টি করে একটি অংক বা ডিজিট বলা যেতে পারে।

অংক কত প্রকার ও কি কি?

উপরিক্ত আলোচনা থেকে আপনারা জানতে পারলেন অংক কি ও কাকে বলে। এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো অংক কত প্রকার ও কি কি তাহলে চলুন জেনে নেওয়া যাক।

আইসিটির ভাষায় অংক কে চার ভাগে বিভক্ত করা হয়েছে। যথা-

  • দশমিক অংক
  • বাইনারি অংক
  • অক্টাল অংক
  • হেক্সাডেসিমেল অংক

তাছাড়া অঙ্ককে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। যথা-

১। সার্থক অংক ।

২। সহকারি অংক।

সার্থক অংক- যে সকল অংক কোন সংখ্যার প্রথমে ও শেষে অথবা মাঝে বসে নতুন একটি সংখ্যা তৈরি করে সেই সকল অংক কে সার্থক অংক বলা হয়। যেমন- সার্থক অংক গুলো হল ১ থেকে 9 পর্যন্ত। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ সব গুলো সার্থক অংক।

সহকারি অংক- যে সকল অংক কোন সংখ্যার শেষে ও মাঝে বসে নতুন একটি সংখ্যা গঠন করে অথবা সামনে বসে নতুন একটি সংখ্যা গঠন করতে সাহায্য করে তাকে সরকারি অংক বলা হয়। যেমন- শূন্য (০)। শূন্য হল একমাত্র সহকারি অংক। যা অংকের শেষে বা পূর্বে ব্যবহৃত হয়।

এছাড়াও অংকে ব্যবহৃত হওয়ার জন্য চার ধরনের  প্রতীক রয়েছে। অংকে ব্যবহৃত প্রতীক গুলো হলো- যোগ, বিয়োগ, গুন ও ভাগ।

আরোও দেখুন>

আর্টিকেলটির মাধ্যমে আপনারা অংক কি, অংক কাকে বলে, অংক কত প্রকার ও কি কি সে সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। আমাদের এই আর্টিকেলটি পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। 

এছাড়া আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা যোগায়। শিক্ষামূলক নিত্য নতুন আর্টিকেল সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

অংক নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:

অংক কাকে বলে?

আমরা সাধারণ ভাবে বলতে পারি যে সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত প্রতীক কে অংক বলে।

অংক কত প্রকার ও কি কি

আইসিটির ভাষায় অংক কে চার ভাগে বিভক্ত করা হয়েছে। যথা-
১. দশমিক অংক
২. বাইনারি অংক
৩. অক্টাল অংক
৪. হেক্সাডেসিমেল অংক

Leave a Comment