ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

আপনি কি ওয়েল্ডিং কাকে বলে সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক ওয়েবসাইটটিতে রয়েছেন। আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাবো ওয়েল্ডিং কি,  ওয়েল্ডিং কত প্রকার। আর্টিকেলটি সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

ওয়েল্ডিং কাকে বলে?

যে পদ্ধতিতে দুই ধাতুকে গলিত বা অর্ধ গলিত অবস্থায় চাপ প্রয়োগ এর মাধ্যমে জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং বলে।

আমারা সহজ ভাবে বলতে পারি যে যখন কোন বস্তুকে তৈরি এবং ফাটল বিশিষ্ট কোন অংশ কে ঝালাই বা কোন বস্তু কে মেরামত করার জন্য যে প্রক্রিয়াটির মাধ্যমে ধাতুকে গলিত বা অর্ধ গলিত অবস্থায় চাপ প্রয়োগ ব্যবহার মাধ্যমে জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং বলে।

উদাহরণ হিসাবে বলা যেতে পারে পাইপ তৈরি তে ধাতু কে গলিত করার মাধ্যমে তা তৈরি করতে হয় আবার জাহাজ বা কোন গাড়ি মেরামত করার জন্য ধাতুকে অর্ধ গলিত অবস্থায় চাপ প্রয়োগ করার মাধ্যমে তা জোড়া দেওয়া হয়।

যিনি ওয়েল্ডিং নিয়ে কাজ করেন তাকে ওয়েল্ডার বলা হয়। ওয়েল্ডিং কে বলা হয় ধাতু কে জোড়া দেওয়ার কলা। কারণ ওয়েল্ডিং এর মাধ্যমে একটি ধাতুর সঙ্গে অপর একটি ধাতুর সংযুক্ত করা হয়। 

ওয়েল্ডিং কত প্রকার ও কি কি

ওয়েল্ডিং পদ্ধতিটি প্রথম ব্যবহার হয় ১৮৮০ সালে। ওয়েল্ডিং পদ্ধতিটি রাশিয়া উদ্ভাবন করেছেন। এই আধুনিক যুগে ওয়েল্ডিং চরম উৎকর্ষতা অর্জন করেছেন। ওয়েল্ডিং কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।যথাঃ

১। ফিউশন ওয়েল্ডিং।

২। নন ফিউশন ওয়েল্ডিং।

ফিউশন ওয়েল্ডিং কাকে বলে

যখন দুটি ধাতু খণ্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয় তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এই পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়। 

ফিউশন ওয়েল্ডিং আবার দু’ধরনের।

যথা-

  • আর্ক ওয়েল্ডিং।
  • গ্যাস ওয়েল্ডিং।

আর্ক ওয়েল্ডিং কাকে বলে

যে পদ্ধতিতে ইলেকট্রোড এবং কার্য বস্তুর মধ্যে আর্ক সৃষ্টি করে উৎপন্ন তাপের সাহায্যে ধাতুকে পুর্নগলিত বা অর্ধ গলিত অবস্থায় চাপ প্রয়োগ না করে জোড়া দেওয়া হয় তাকে আর্ক ওয়েল্ডিং বলে।

আর্ক ওয়েল্ডিং কে আবার নয় ভাগে বিভক্ত করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক 

আর্ক ওয়েল্ডিং এর প্রকারভেদ গুলো কি কি?

  • কার্বন আর্ক ওয়েল্ডিং।
  • মেটালিক আর্ক ওয়েল্ডিং।
  • অ্যাটমিক হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং।
  • টিগ আর্ক ওয়েল্ডিং।
  • মিগ আর্ক ওয়েল্ডিং।
  • সাবমার্জড আর্ক ওয়েল্ডিং।
  • ইলেক্ট্রো স্লাব ওয়েল্ডিং।
  • প্লাজমা মেটালিক আর্ক ওয়েল্ডিং।
  • মোনেল মেটালিক আর্ক ওয়েল্ডিং।

গ্যাস ওয়েল্ডিং কাকে বলে

দুটি গ্যাসের জ্বলন্ত মিশ্রণ হতে সরবরাহকৃত উত্তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় তাকে গ্যাস ওয়েল্ডিং বলে। 

গ্যাস ওয়েল্ডিং কে আবার চার ভাগে বিভক্ত করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক 

গ্যাস ওয়েল্ডিং এর প্রকারভেদ গুলো কি কি?

  • অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং(৩১০০°-৩৪৮২°সোঃ)
  • অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং(২০০০°-২৪০০°সোঃ)
  • এয়ার অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং(১৩০০°-১৮০০°সোঃ)
  • প্রেসার গ্যাস ওয়েল্ডিং(১২০০°-১৩০০°সোঃ)

নন ফিউশন ওয়েল্ডিং কাকে বলে

যখন দুটি ধাতু খণ্ডকে তাপমাত্রায় উত্তপ্ত করে অর্ধ গলিত অবস্থায় কোন প্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয় তাকে নন ফিউশন ওয়েল্ডিং বলে। 

নন ফিউশন ওয়েল্ডিং কে দুই ভাগে বিভক্ত করা যায়।

যথা-

১। ফোর্স ওয়েল্ডিং

২। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং

ফোর্স ওয়েল্ডিং কাকে বলে

যে পদ্ধতিতে জোড়া দেওয়ার ধাতু ফোর্স বা অন্য কোন উপযুক্ত চুল্লিতে রেখে এদের সংযুক্ত করা প্রাপ্ত তাপ নমনীয় অবস্থায় আনার পর হাতুড়ির সাহায্যে পিটিয়ে বা চাপ প্রয়োগ করে জোড়া লাগানো হয় তাকে ফোর্স ওয়েল্ডিং বলে।

ফোর্স ওয়েল্ডিং আবার তিন ধরনের হয়ে থাকে।

  • হ্যামার ওয়েল্ডিং
  • ডাই ওয়েল্ডিং
  • কোণ ওয়েল্ডিং

রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কাকে বলে

বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে ওই তাপ দ্বারা দুইটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের সাহায্যে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে।

রেজিস্ট্যান্ট ওয়াইল্ডিং কয় ধরনের হয়ে থাকে।

যথা-

  • স্পট ওয়েল্ডিং
  • সিম ওয়েল্ডিং 
  • প্রজেকশন ওয়েল্ডিং
  • ফ্ল্যাশ ওয়েল্ডিং
  • আপসেট ওয়েল্ডিং
  • পার্কাসন ওয়েল্ডিং

আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কে ওয়েল্ডিং কাকে বলে? কত প্রকার ও কি কি? সে সম্পর্কে বিস্তারিত আকারে বুঝানোর চেষ্টা করেছি। আমাদের আর্টিকেলটি পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারবেন।

আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা যোগায়। শিক্ষামূলক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট টি সেভ বা বুকমার্ক করুন।

Leave a Comment