ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো গণিতের ভগ্নাংশ সম্পর্কে। আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি।

গণিতের ভগ্নাংশ অংশটি প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত বিস্তারিত। সাধারনত ভাবে বলতে গেলে কোন বস্তুর খন্ডা অংশ কেই সেই বস্তুর ভগ্নাংশ হিসাবে আখ্যায়িত করা হয়। আবার লব ও হরের অনুপাত কে ভগ্নাংশ হিসাবে ধরা হয়।

অন্য ভাবে বলা যেতে পারে যখন দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা হয় তখন ওই রাশিটিকে ভগ্নাংশ হিসেবে ধরা হয়। নিম্নে আমরা ভগ্নাংশ সম্পর্কে আরও সংখ্যা আলোচনা করবো, এছাড়াও ভগ্নাংশ কত প্রকার ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনারা পোস্ট টি সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

ভগ্নাংশ কাকে বলে?

যদি আমরা ভগ্নাংশকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে এর অর্থ দাঁড়ায় ভগ্ন+অংশ=ভাঙ্গা অংশ। এখন আমরা আপনাদের জানাবো ভগ্নাংশের সংখ্যা সম্পর্কে কয়েকটি ভিন্ন ভিন্ন মতামত।

কোন বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।

আবার, কোন বস্তুকে সমান দুই ভাগে ভাগ করলে যে খন্ডাংশ পাওয়া যায় তাকে ওই বস্তুটির ভগ্নাংশ বলে।

অন্য ভাবে বললে, দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে নতুন যে রাশিফল যায় তাকে ভগ্নাংশ বলে।

ধরে নেওয়া যাক, a/b একটি অংশ। a/b যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে তা পূর্ণ সংখ্যা। a/b যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে তাকে ভগ্নাংশ বলে।

ভগ্নাংশ কত প্রকার ও কি কি?

দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে নতুন যে রাশিফল যায় তাকে ভগ্নাংশ বলে। সাধারনত ভগ্নাংশ কে দুই ভাগে ভাগ করা যায়।

১। দশমিক ভগ্নাংশ

২। সাধারণ ভগ্নাংশ

দশমিক ভগ্নাংশ কাকে বলে?

যে ভগ্নাংশ সংখ্যাকে দশমিক (.) চিহ্ন এর সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে।

যেমন- ৬/৭=০.৮৫৭, ২৫/২৭=০.৯২৫ ইত্যাদি।

সাধারণ ভগ্নাংশ কাকে বলে?

লব ও হরের অনুপাত কে ভগ্নাংশ বলা হয়।

যেমন- ৩/৪, ৭/৮ ইত্যাদি। 

সাধারণ ভগ্নাংশ কে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়।

যথা-

  • প্রকৃত ভগ্নাংশ
  • অপ্রকৃত ভগ্নাংশ
  • মিশ্র ভগ্নংশ

প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রাকৃত ভগ্নাংশ বলে। 

উদাহরনঃ ৩/৪, ৬/৭ ইত্যাদি।

যেখানে লব<হর ।

অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রাকৃত ভগ্নাংশ বলে। 

উদাহরনঃ ৫/৪, ৯/৭ ইত্যাদি।

যেখানে, লব>হর । 

মিশ্র ভগ্নংশ কাকে বলে?

কোন পূর্ব সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নংশ বলে। 

যেমন, ৪ ১/৩।

আর্টিকেলটির মাধ্যমে আপনাদের ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কত প্রকার ও কি কি সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করেছি। আমাদের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখা সুযোগ  করে দিন। 

আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতিন আর্টিকেল লেখতে অনুপ্রনা যোগায়।

এছাড়াও শিক্ষামূলক নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট টি সেভ বা বুকমার্ক করুন।

Leave a Comment