মাকরুহ কাকে বলে, এর কারণে কী ধরনের গুনাহ হয়?

একজন মুসলমান হলে তাকে অবশ্যই ইসলামের ভিত্তি কি কি ও নিয়ম-কানুন, বিধি-নিষেধ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে। তদ্রূপ গুনা ও খারাপ কাজ গুলো থেকে বিরত থাকতে হবে। আজ আমাদের এই আর্টিকেল টির মাধ্যমে আপনারা জানতে পারবেন মাকরুহ কাকে বলে, মাকরূহ কারনে কি ধরনের গুনাহ হতে পারে। আর্টিকেলটির মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। 

মাকরুহ শব্দটি আরবী এর আভিধানিক অর্থ হল- নিরুৎসাহিত, নিষিদ্ধ, অপছন্দনীয়, অপ্রিয় ইত্যাদি। মাকরূহ মানে হচ্ছে এমন আমল যা পালন করা তুলনায় না পালন করাই উত্তম পালন না করলে কোন ধরনের গুনাহ হবে না। পালন করলেও কোন ধরনের গুনা হবে না কিন্তু সেয়াব কমে যাবে। আর্টিকেল টি সম্পর্কে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

মাকরুহ কাকে বলে?

মাকরুহ এমন একটি কাজ যা জায়েজ কিন্তু না করাই উত্তম। মাকরুহ কাজ করলে কোন প্রকার শাস্তি পেতে হয় না বা গুনা হয় না কিন্তু মাকরুহ কে পরিত্যাগ করে চলতে বলেছে ইসলাম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সূর্য উদয় হওয়ার সময় নামাজ আদায় করা মাকরুহ এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আসরের নামাজ বাদে অন্য কোন নামাজ পড়া মাকরুহ।

মাকরুহ কাকে বলে?

উত্তরঃ মাকরূহ মানে হচ্ছে এমন আমল যা পালন করা তুলনায় না পালন করাই উত্তম, পালন না করলে কোন ধরনের গুনাহ হবে না।

অন্যভাবে মাকরূহ কে বোঝাতে গেলে যে সকল কাজ করলে সওয়াব কমে যায় তাকে মাকরুহ বলে।  হারাম কাজের নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু মাকরুহ কে বর্জন করে চলাই ভালো। শরীয়তের মতে সাধারণ ভাবে কোন কিছু করতে নিষেধ করেন কিন্তু আবশ্যিক ভাবে ছেড়ে দেওয়ার জন্য নয় তাকে মাকরুহ বলে।

কি কি করলে রোজা মাকরুহ হয়?

রমজান মাসে যে সকল কাজ করলে রোজা মাকরুহ হয় এখন আমরা আলোচনা করব। 

  • কেউ যদি সিয়াম অবস্থায় অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে তার রোযা মাকরুহ হবে। 
  • যে সকল ব্যক্তির স্ত্রীর রয়েছে সিয়াম অবস্থায় স্ত্রীকে চুমু ও জড়িয়ে ধরলে রোজা মাকরুহ হয়ে যাবে। 
  • রোজা অবস্থায় গড়গড়া সহিত কুলি করা মাকরুহ।  
  • আবার কেউ যদি রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে তাহলে তার রোজা মাকরুহ হবে।
  • এছাড়াও কেউ যদি খাবারের স্বাদ গন্ধ গ্রহণ করে তাহলে তার রোজা টি মাকরুহ হবে।
  • রোজা অবস্থায় কাউকে গালি গালাজ করা গীবত করা ও ঝগড়া ফাসাদ লিপ্ত হওয়া মাকরুহ। 
  • রোজা থাকা অবস্থায় হারাম জিনিস দিয়ে ইফতার করা মাকরুহ।
  • রোজা থেকে মিথ্যা কথা বলা মাকরুহ।
  • রোজা থাকা অবস্থায় যৌন উত্তেজনা সৃষ্টি হয় এমন কোন বিষয় দেখা মাকরুহ।
  • রোজা থাকা অবস্থায় নাটক দেখা, মুভি দেখা ও মিউজিক শোনা মাকরুহ। 
  • রোজা থাকা অবস্থায় দিনের অধিকাংশ সময়ের নাপাক থাকা মাকরুহ। এটি অত্যন্ত গুনাহের কাজ। 
  • এছাড়াও রোজা রেখে অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা মাকরূহ। 

তাই রোজা থাকা অবস্থায় ওই সকল কাজ করা থেকে বিরত থাকতে হবে।

যা যা করলে রোজা মাকরুহ হয় না-

  • কেউ যদি ওযু করার সময় নাক ও মুখে পানি দেয় তাহলে তার রোযা টি মাকরুহ হবেনা। এছাড়া অন্য সময় দিলে তা মাকরুহ হবে। তবে রোজা থাকা অবস্থায় খেয়াল রাখতে হবে পানি যাতে করে নরম স্থান পর্যন্ত চলে না যায়।
  • শরীর শীতল করার জন্য গোসল করা যাবে। 
  • রোজাদার ব্যক্তিরা সুরমা ও আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে।
  • রোজা অবস্থায় টুথপেস্ট ব্যতীত কাঁচা ডাল দিয়ে ব্রাশ করা মাকরুহ নয়। কাচা ডাল দিয়ে মেসওয়াক করলে রোজা মাকরুহ হয়না বরংচ রোজা অবস্থায় মেসওয়াক করা সুন্নত।

আপনারা আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে জানতে পেরেছেন যে কোন সকল কাজ করলে রোজা মাকরুহ হয় আর কোন কাজটি করলে রোজা মাকরুহ হয় না। আমাদের পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

মাকরুহ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:

মাকরুহ কাকে বলে?

মাকরূহ মানে হচ্ছে এমন আমল যা পালন করা তুলনায় না পালন করাই উত্তম, পালন না করলে কোন ধরনের গুনাহ হবে না।

Leave a Comment