হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের সংখ্যা, হিসাব বিজ্ঞান কাকে বলে?

আপনি যদি হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে হিসাব বিজ্ঞান কি,হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের সংখ্যা কি। এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কে বিস্তারিত ভাবে যানিয়ে দিবো। 

সাধারণত ভাবে হিসাব বিজ্ঞান হল যে শাস্ত্র পাঠ করে কোন প্রতিষ্ঠানের যাবতীয় আর্থীক কার্যাবলি সুষ্ঠ ভাবে নির্দিষ্ঠ সময়ের মাধ্যমে সঠিক সমাধান নির্ণয় করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে কারবারের প্রতিটি লেনদেনের ফলাফল স্পষ্ট ভাবে সমাধান করা যায় এবং প্রতিষ্ঠানের প্রাকৃতিক আর্থিক অবস্থা নির্ণয় করা যায়।

তাই বিখ্যাত হিসাবশাস্ত্রবিদ ও হিসাব রক্ষকগণ হিসাব বিজ্ঞান কে বিভিন্ন ভাবে সংখায়িত করেছেন। পোস্টটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে শেষ অবধী মনোযোগ সহকারে পড়ুন।

 হিসাব বিজ্ঞানের সংখ্যা 

যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন কোন ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান লেনদেন সমূহকে (যেমন-আয়,ব্যয়,ক্রায়,বিক্রয়) সঠিক সময়ের মধ্যে সমাধান নির্ণয় করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান কে বিভিন্ন হিসাব বিজ্ঞানী ও হিসাবশাস্ত্রবিদ বিভিন্ন ভাবে সংখায়িত করেছেন। 

নিম্নে কিছু  বিখ্যাত হিসাবশাস্ত্রবিদ ও হিসাব রক্ষকগণের সংখ্যা পোস্টটির মাধ্যমে তুলে ধরা হল- 

স্যার এফ,ডব্লিউ,পিক্রলির মতে, হিসাববিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সব ধরনের আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিষয়াদি নিয়ে আলোচনা করে।

স্যার জি,আর,বাটলিবয় মতে, কারবারি লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলাকৌশলকে হিসাববিজ্ঞান বলে।

,ডব্লিউ,জংশন মতে, টাকার পরিমাপযোগ্য কারবারি লেনদেনসমূহ কে সংগ্রহ, সংরক্ষণ, সংকলন, লিপিবদ্ধকরণ, প্রতিবেদন প্রস্তুত করন ও বিশ্লেষণ এবং ব্যাখ্যাকরণ সামগ্রিকভাবে বলা হয় হিসাববিজ্ঞান।

আমেরিকার সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী সংস্থার মতে, অর্থের দ্বারা নিরূপণযোগ্য লেনদেন ও ঘটনা সমূহ কে সুনিদিষ্ট ও সুসংবদ্ধ ভাবে প্রণালীতে লিপিবদ্ধ করন, শ্রেণীবদ্ধ করন ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করার মাধ্যমে ব্যবসায়ের সঠিক চিত্র উপস্থাপন করাকে হিসাববিজ্ঞান বলে।

ব্যাংকিং এর ভাষায় হিসাব বিজ্ঞান 

হিসাব বিজ্ঞান হল ব্যবসার সঙ্গে আর্থিক লেনদেন রেকর্ড করার প্রক্রিয়া। প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই লেনদেনের  সাংসংক্ষেপণ,বিশ্লেষণ ও রেকর্ডিং। 

হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ের লেনদেন সমূহের সুনির্দিষ্ট ,সুসংবদ্ধ ভাবে প্রণালী লিপিবদ্ধ করন,প্রতিবেদন ও প্রস্তুত করন,বিশ্লেষণ এবং ব্যাখ্যা করন, আর্থিক অবস্থান ও নগদ উত্তোলন এর সঠিক শ্রেণীবিন্যাস।

হিসাব বিজ্ঞানের জনক কে?

আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয় ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি। সর্বপ্রথম লুকা প্যাসিওলি  তার সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা গ্রন্থে মাধ্যমে হিসাববিজ্ঞান নিয়ে আলোচনা করেন।

১৯৯৪ সালে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা গ্রন্থটির মাধ্যমে হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা দাখিলা সম্পর্কে আলোকপাত করেন।  লুকা প্যাসিওলির  দুতরফা  দাখিলাকে হিসাব বিজ্ঞানের স্বর্ণযুগ হিসাবে ধরা হয়ে থাকে।

শিক্ষামূলক নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এছাড়া আমাদের পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারে। 

হিসাব বিজ্ঞানের সংখ্যা কি এবং কাকে বলে নিয়ে কিছু প্রশ্নের উত্তর

হিসাব বিজ্ঞান কি?

হিসাব বিজ্ঞান হল যে শাস্ত্র পাঠ করে কোন প্রতিষ্ঠানের যাবতীয় আর্থীক কার্যাবলি সুষ্ঠ ভাবে নির্দিষ্ঠ সময়ের মাধ্যমে সঠিক সমাধান নির্ণয় করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলা হয়ে থাকে।

হিসাব বিজ্ঞানের সংখ্যা

যে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে দৈনন্দিন কোন ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান লেনদেন সমূহকে (যেমন-আয়,ব্যয়,ক্রায়,বিক্রয়) সঠিক সময়ের মধ্যে সমাধান নির্ণয় করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে।

হিসাব বিজ্ঞান কাকে বলে?

হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দৈনন্দিন কোন ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সঠিক সমাধান নির্নয় করাকে ।

হিসাব বিজ্ঞানের জনক কে?

আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয় ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি

স্যার এফ,ডব্লিউ,পিক্রলির মতে হিসাব বিজ্ঞানের সংখ্যা

স্যার এফ,ডব্লিউ,পিক্রলির মতে, হিসাববিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সব ধরনের আর্থিক লেনদেন লিপিবদ্ধ করার বিষয়াদি নিয়ে আলোচনা করে।

স্যার জি,আর,বাটলিবয় মতে হিসাব বিজ্ঞানের সংখ্যা

স্যার জি,আর,বাটলিবয় মতে, কারবারি লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলাকৌশলকে হিসাববিজ্ঞান বলে।

স্যার জি,আর,বাটলিবয় মতে হিসাব বিজ্ঞানের সংখ্যা

স্যার জি,আর,বাটলিবয় মতে, কারবারি লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলাকৌশলকে হিসাববিজ্ঞান বলে।

Leave a Comment