১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩

বন্ধুরা আপনারা কি ১০ হাজার  টাকার মধ্যে ভাল মোবাইল খুজতেছেন? কিন্তু কোথাও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকেই এই পোস্টটি আপনাকে সেই সকল তথ্য দিতে সম্পুর্ন প্রস্তুত। 

১০ হাজার টাকার মধ্যে Xiaomi, Vivo, Oppo, Realme, Symphony, Tecno, Samsung, Itel  ইত্যাদি ব্রান্ডের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। ১০০০০ টাকার মধ্যে ভালো ব্রান্ডের মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। 

বর্তমান সময়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল ফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুব কম আছে। দৈনন্দিন জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে যার চাহিদা মত স্মার্টফোন ব্যবহার করে থাকে।

১০ হাজার টাকার মোবাইল ফোন 

আমাদের দেশে ১০ হাজার টাকা দামের মোবাইল গুলোর চাহিদা অন্যরকম। যারা ১০০০০ টাকা দামের মোবাইল ফোন খুজে থাকেন তাদের কথা মাথায় রেখে আজকে আমাদের এই পোস্টটি লেখা। নিচে ১০ হাজার টাকার মধ্যে কিছু মোবাইল এর ব্রান্ড, মডেল এবং স্ফেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের মোবাইল ফোনটি বেছে নিতে পারবেন খুব সহজে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর – Samsung Galaxy A03 Core

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর স্পেসিফিকেশনঃ

দামঃ ৯,৯৯৯ টাকা

ডিসপ্লে৬.৫ ইঞ্চি
মেইন ক্যামেরা৮ মেগাপিক্সেল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৫ মেগাপিক্সেল
র‍্যাম২ জিবি
স্টোরেজ৩২ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরইউনিসক এসসি৯৮৬৩এ
দাম৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর খুবই ভাল একটি ফোন। যারা কম বাজাটের মধ্যে ভাল একটি মোবাইল ফোন খুজতেছেন তাদের জন্য Samsung Galaxy A03 Core এই মোবাইলটি সেরা হবে বলে আমি মনে করি। 

Samsung কম বাজেটের সকল মোবাইল ফোন গুলোর মধ্যে Galaxy A03 Core এই মোবাইলটিতে অসাধারন কিছু ফিচার যুক্ত করেছে। ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চির ভাল মানের একটি এলসিডি ডিসপ্লে। এতে ইউনিসকের অক্টাকোর এর চিপসেট ব্যাবহার করা হয়েছে পারফর্মেন্স ভালো করার জন্য। 

গো- ইডিসন এর অপারেটিং সিস্টেম থাকায় ফোনটি ইউজ করতে পারবেন একদম , স্মুতলি। Samsung Galaxy A03 Core এর পিছনে ব্যাবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং সামনে ব্যাবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। স্যামসাং ব্রান্ড এর ফোন হওয়ায় এর ক্যামেরা মোটা মুটি ভালো বললেই চলে এবং ফোনটির ইউআই বেশ ভালো। 

Samsung Galaxy A03 Core এই ফোনটিতে ৫০০০ এমএ এইচ ব্যাটারি থাকায় ব্যাবহার করতে পারবেন দীর্ঘ সময় জুড়ে। Samsung এর এই ফোনটি তে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।  তবে ফোনটির ডিজাইন অনেক আকর্ষণীয় এবং ফোনটি হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যাবে। মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এই ফোনটিতে  র‍্যাম ব্যবহার করা হয়েছে 2 জিবি এবং রোম অর্থাৎ ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে ৩২ জিবি।

রেডমি এ১ – Redmi A1

টেকনো পপ ৬ প্রো এর স্পেসিফিকেশনঃ

দামঃ ৯,৯৯৯ টাকা

ডিসপ্লে৬.৫২ ইঞ্চি
মেইন ক্যামেরা৮ এবং ০.৮ মেগাপিক্সেলের ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৫ মেগাপিক্সেল
র‍্যাম২ জিবি
স্টোরেজ৩২ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক হেলিও এ২২
দাম৯,৯৯৯ টাকা

১০ হাজার টাকা বাজেট ফোনের মধ্যে দ্বিতীয় স্থানে রাখছি রেডমি এ ১ এই ফোনটিকে। এই ফোনটি ডিজাইন যেমন সুন্দর ফোনটি স্টাইলিশ ফোনের মাধ্যমে অন্যতম। ফোনটির ব্যাকপাটে চামড়ার মত পিকচার ব্যবহার করায় ফোনটি হাতে ধরে আরাম পাওয়া যাবে। পারফরমেন্স এর ক্ষেত্রেও পিছিয়ে থাকবে না Redmi a1 এই ফোনটি। মিডিয়াটেক হেলিও জি ২২ চিপসের ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। 

অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন থাকায় ফোনটি খুবই স্মুথলী ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে 6.52 এম সির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আই পি এস ডিসপ্লে হলেও ফোন টি দিনের আলোতে খুব ভালো পারফরম্যান্স দেখা যায় কালার রেজুলেশন ১০ হাজার টাকার ফোনের মধ্যে সেরা বললেই চলে। 

Redmi a1 ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা। যার মধ্যে একটি থাকছে ৮ মেগাপিক্সেলের (wide) ক্যামেরা এবং অপরটি ০.৮ মেগাপিক্সেলের (depth) সেন্সর। সামনে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের হলেও ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদম খারাপ নয়।

৫০০০ মিলি আম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করায় ফোনটি ব্যবহার করতে পারবেন সারাদিন থাকবে না চার্জ শেষ হয়ে যাওয়ার কোন ভয়। স্টোরেজ ভেরিয়ান্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2 জিবি রেম এবং ৩২ জিবি স্টোরেজ এর সাথে আপনি চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। 

টেকনো পপ ৬ প্রো – Tecno Pop 6 Pro

টেকনো পপ ৬ প্রো এর স্পেসিফিকেশনঃ

দামঃ ৯,৯৯৯ টাকা

ডিসপ্লে৬.৫৬ ইঞ্চি
মেইন ক্যামেরা৮ এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৫ মেগাপিক্সেল
র‍্যাম২ জিবি
স্টোরেজ৩২ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক হেলিও এ২২
দাম৯,৯৯৯ টাকা

টেকনো পপ ৬ প্রো এই ফোনটি লুকিং এবং ডিজাইনের দিক থেকে Redmi a1 ফোনটির সাথে পাল্লা দিতে পারবে নিমিষে। ১০ হাজার টাকা বাজেট ফোনের মধ্যে যেকোনো ব্রান্ড এর ফোনের থেকে Tecno Pop 6 Pro এই ফোনটির ডিজাইন থাকবে সম্পূর্ণ ভিন্ন। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকার ডিজাইনটি দেখলে কিছুটা ফ্লাগশিপ ফোনের ফিল পাওয়া যায়।

Tecno Pop 6 Pro ফোনটিতে ৬.৫৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পারফরমেন্স এর কথা মাথায় রেখে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ ২২ এই প্রসেসরটি। নরমাল ইউজে কোন লেগ বা হ্যাং ইস্যু থাকবে না এই ফোনটিতে তবে হেবি ইউজ করতে গেলে করতে পারেন। 

টেকনো পপ ৬ প্রো ফোনটির পিছনে ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যার মেইন সোডারটি রয়েছে ৮ মেগাপিক্সেল এবং সেকন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের। এই ফোনটিতে ও এন্ড্রয়েড ১২ গো এডিশন থাকায় স্মুতলে ব্যবহার করতে পারবেন। ইউজারদের কথা মাথায় রেখে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করেছেন টেকনো কোম্পানি।

৫০০০ মিডিয়াম্পিয়ার এর লং লাইফ ব্যাটারি ব্যবহার করা হয়েছে টেকনো পপ ৬ প্রো ফোন্টিতে। স্টোরেজ ভেরিয়ান্টে থাকছে ২ জিবি রেম এবং ৩২ জিবি রোম এর সাথে আপনি চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবে সেই সুবিধাটি দিয়ে থাকছে টেকনো কোম্পানি।

১০ হাজার টাকা বাজেট মোবাইল ফোন এর তালিকায় আপনি চাইলে Tecno Pop 6 Pro এই ফোনটি দেখতে পারেন। ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, ডিজাইন,  এবং পারফরম্যান্স এই বাজেটে অন্য কোন মোবাইল ফোনে পাবেন না।

রিয়েলমি সি১১ – Realme C11

রিয়েলমি সি১১ এর দামঃ ৮,৯৯০ টাকা

দামঃ ৮,৯৯০ টাকা

ডিসপ্লে৬.৫ইঞ্চি
মেইন ক্যামেরা১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৫ মেগাপিক্সেল
র‍্যাম২ জিবি
স্টোরেজ৩২ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক হেলিও জি৩৫
দাম৮,৯৯০ টাকা

রিয়েলমি ব্রান্ডের মোবাইল ফোন পাচ্ছেন মাত্র ১০ হাজার টাকার মধ্যে। কথা টা শুনে অবাক হচ্ছেন তাই না? অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে রিয়েল মেয়ের মতো ব্রান্ড মাত্র ৮৯৯০ টাকায় দিচ্ছে দারুন ফিচার যুক্ত একটি স্মার্টফোন। 

Realme c11 এর পিছনে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে দুই মেগাপিক্সেলের।  ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটার ড্রপ  ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি ৩৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। 

Real me c11 এই ফোনটির মেইন আকর্ষণ হচ্ছে ফোনটির ক্যামেরা।  স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করার ফিচারটি থাকছে এই ফোনটিতে, যা সচরাচর সব ফোনে থাকে না। সাথে থাকতে নাইট মোডে ছবি তোলার দারুন এর সুবিধা টি। ৫০০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। সুতরাং নিয়ে চার্জ ব্যাকআপ নিয়ে কোন ঝামেলা পোহাতে হবে না এই ফোনটিতে।

ইনফিনিক্স হট ১০ প্লে – Infinix Hot 10 Play

ডিসপ্লে৬.৮২ ইঞ্চি
মেইন ক্যামেরা১৩ এবং AF QVGA ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৮ মেগাপিক্সেল
র‍্যাম৩ জিবি
স্টোরেজ৩২ জিবি 
ব্যাটারি৬০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক হেলিও জি ২৫
দাম৯,৯৯০ টাকা

Infinix Hot 10 Play ইনফিনিক্সের কম বাজেটে আরেকটি বেশ ভালো ফোন। এই দামেই ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোন পেয়ে যাবেন। তাছাড়া আছে হেলিও জি২৫ চিপ যা দাম হিসেবে বেশ ভালো। তাছাড়া ৬.৮২ ইঞ্চির বেশ বড় স্ক্রিন আছে এই ফোনে। হালকা কাজ বেশ ভালোভাবেই করে ফেলতে পারবেন। 

সেইসাথে অ্যান্ড্রয়েড গো এডিশন থাকায় বেশ স্মুথভাবে চালানো যায় ফোনটি। স্ক্রিনের কোয়ালিটি বেশ ভালো হওয়ায় কন্টেন্ট দেখেও আরাম পাওয়া যাবে। পিছনে আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ফোনটির আরেকটি আকর্ষণীয় দিক এর ৬০০০ মিলিএম্প ব্যাটারি।

এই দামে এত বড় ব্যাটারি আর কেউ দিচ্ছে না। সারাদিন খুব ভালোভাবেই চালাতে পারবেন এই ফোনটি। তবে এই ফোনেও টাইপ সি পোর্ট দেয়া হয় নি, মাইক্রোইউএসবির মাধ্যমে চার্জ দিতে হবে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে। সব মিলিয়ে ১০ হাজার টাকা বাজেটে বেশ ভালো একটি প্যাকেজ এটি।

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন এর যে লিস্ট গুলো দিলাম, এখান থেকে কোন ফোনটি আপনার কাছে সবথেকে ভালো মনে হয়েছে তা আমাদেরকে  কমেন্ট করে জানাবেন।

আমাদের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি রিলেটেড এমন আরো নিত্যনতুন পোস্ট দেখতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। 

Leave a Comment