১২ এপ্রিল কি দিবস?

একটি বছরের বিশেষ কিছু দিন রয়েছে যে দিন গুলি সারা বিশ্বের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকায় থাকে। আর ঐ দিন গুলোকে ঘিরে থাকে ব্যাপক আয়োজন। দিন গুলি আমরা উৎযাপন করে থাকি বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়। 

১২ এপ্রিল কি দিবস?

১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবস। এই দিনটি সারা বিশ্বের মানুষ পালন করে থাকে। একটি দেশের পথশিশুর সঠিক কোনো পরিসংখ্যান থাকে না। হাজারো শিশু পথে পথে ঘুরে বেড়ায় তাদের দারিদ্রতার স্বীকার হয়ে। আর এর শেষ কোথায় তা সবার অজানা। 

প্রতি বছর, বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের সংস্থা গুলো এবং গন্যমান্য ব্যক্তিরা পথশিশুদের জন্য আন্তর্জাতিক দিবসটি উদযাপন করে থাকে। অকল্পনীয় কষ্টের মুখে রাস্তার সাথে সংযুক্ত শিশুদের মানবতা, মর্যাদা এবং অবজ্ঞার স্বীকৃতি দেওয়া হয়।

দিনটি বিশ্বব্যাপী সরকার এবং ব্যক্তিদের সমাবেশের জন্য একটি ফোকাস পয়েন্ট প্রদান করে আসছে। যাতে তারা যেই হোক না কেন এবং তারা যেখানেই থাকুক না কেন তাদের অধিকার সুরক্ষিত থাকবে। মুলত তা নিশ্চিত করার জন্য একসাথে কাজ করতে হবে। এই লক্ষ্য সামনে রেখেই দিবসটি পালন করা হয়ে থাকে।

আন্তর্জাতিক পথশিশু দিবস কি

পথশিশু এই শব্দটি সেই সব শিশুদের প্রকাশ করে, যাদের কাছে রাস্তাই থাকা, রাস্তাই খাওয়া ভুমিহিন, এইসব শিশু দেরকে বুঝায়। তাদের একটি স্বাভাবিক জীবন যাপনের জন্য সেই সুযোগটা পায়না। তাদের পথে পথে ঘুরে বেছে থাকতে হয়। 

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মায়ের কোল হলো শিশুদের সব চেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু পথশিশুদের জন্য সেটা সম্পূর্ণ আলাদা। তারা স্কুলে যেতে পারেনা না তাই তাদের পড়াশুনাও করা সম্ভব হয়না আর্থিক সমস্যার কারনে। 

তাদের ঘুরতে হয় রাস্তাঘাটে বিভিন্ন জিনিস বিক্রি করে বা অন্য কাজ করে তারা। এর কারণ তাদের বাবা-মা কাজ করতে অক্ষম বা তাদের উপার্জন অতি সামান্য, যা তাদের পরিবারের ভরণপোষণের জন্য যথেষ্ট নয়। তাই এই শিশু গুলোকেই তখন রাস্তায় রাস্তায় ঘুরে কিছু করতে হয় শুধু খেয়ে বেছে থাকার জন্য।

১২ এপ্রিল কি দিবস?

উত্তরঃ আন্তর্জাতিক পথশিশু দিবস

ধারণা করা হয় যে বাংলাদেশে ছয় লাখের বেশি পথশিশু বসবাস করছে এবং এদের ১০০ ভাগের ৭৫ ভাগই রাজধানী ঢাকা শহরে বসবাস করে। এই পথ শিশু গুলো রাস্তায় রাস্তায় গারির পিছনে ছুটে বেড়ায় শুধু তাদের ক্ষুধা নিবারোনের জন্য। এই শিশু গুলোর পরিবার এতটাই অসহায় যে তারা তাদের শিশুদের খেতে দেওয়ার সামর্থ্য রাখে না।

আরো দেখুন কোন দিন কি দিবস

তাই প্রতিবছর এই শিশু দের জন্য নতুন কোন চিন্তা ধারার সূচনার জন্যই পালন করা হয়ে থাকে এই দিবসটি। যার মাধ্যমে একটি দেশের পথ শিশুদের বর্তমান অবস্থান গুলোকে ভালো ভাবে উপলব্ধি করা সম্ভব হয়। আর তাই এই দিবসটি আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকায় রয়েছে। 

১২ এপ্রিল কি দিবস? নিয়ে কিছু প্রশ্ন উত্তর

১২ এপ্রিল কি দিবস?

আন্তর্জাতিক পথশিশু দিবস।

আন্তর্জাতিক পথশিশু দিবস কতো তারিখ?

১২ এপ্রিল।

আন্তর্জাতিক পথশিশু দিবস কবে?

আন্তর্জাতিক পথশিশু দিবস ১২ এপ্রিল।

১২ এপ্রিল কি দিবস পালন করা হয়?

১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবস পালন করা হয়।

Leave a Comment