২৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

আপনি কি ২৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন খুজতেছেন? কিন্তু কোথাও সঠিক তথ্য পাচ্ছেন না। তাহলে আমাদের আজকেই এই পোস্টটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ২০২৩ সালে ২৫ হাজার টাকার মধ্যে অনেক ভালো মোবাইল পেয়ে যাবেন মার্কেটে।

২৫ হাজার টাকার মধ্যে শাওমি, ভিভো, অপ্পো, আইটেল, টেকনো, স্যামসাং ও রিয়েলমি সহ আরো কিছু স্মার্টফোন কোম্পানি অনেক ভালো মানের অফিশিয়াল স্মার্টফোন বর্তমান বাজারে নিয়ে আসছে। 

তাহলে চলুন জেনে নেয়া যাক ২০২৩ সালে ২৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলো আমাদের জন্য কি কি স্পেসিফিকেশন দিয়ে থাকছে এবং এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি সবথেকে ভালো পারফরম্যান্স দিবে। আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ২৫ হাজার টাকার মধ্যে সেরা ফোনটি বেছে নিতে পারবেন খুব সহজে।

ওয়ানপ্লাস নোর্ড এন ২০০- OnePlus Nord N200 5G

ওয়ানপ্লাস নোর্ড এন ২০০- OnePlus Nord N200 5G এর স্পেসিফিকেশনঃ

দামঃ ২৪,৯৯০- ৪/৬৪GB

ডিসপ্লে৬.৪৯ ইঞ্চি
মেইন ক্যামেরা১৩+২+২ মেগাপিক্সেল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা১৬ মেগাপিক্সেল
র‍্যাম৪  জিবি
স্টোরেজ৬৪  জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরকোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ 
দাম২৪,৯৯০- ৪/৬৪GB

OnePlus Nord N200 5G  ফোনের দাম 2৪,৯৯০ টাকা। ফোনটিতে একটি ৬.৪৯-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেলের। সাথে ১০৮০x২৪০০ পিক্সেল প্রতি ইঞ্চি (ppi) এর পিক্সেল ঘনত্ব এবং.২০:৯ এর অনুপাত। OnePlus Nord N200 5G একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর দ্বারা চালিত মোবাইল ফোন। এই মোবাইলটিতে 4GB RAM এবং ৬৪ GB স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি ব্যবহার করা হয়েছে। 

OnePlus Nord N200 5G ফোনটি Android Version 11 দাঁড়া চলিত। হ্যালো ওয়ানপ্লাসের এই ফোনটিতে ৫০০০ mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ।  যার মেইন ক্যামেরাটি থাকবে ১৩ মেগাপিক্সেল এর।

সাথে থাকছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি Deft সেন্সর। রিয়ার ক্যামেরা সেটাপে অটোফোকাস থাকায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন আপনি এই ফোনটি দিয়ে। ফোন ক্যামেরা হিসেবে থাকছে একটি ১৬  মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা।  ফোন ক্যামেরাটির অবস্থান থাকছে ডিসপ্লের উপর এর  বাম সাইডে যেটি দেখতে খুবই সুন্দর এবং ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। 

প্রথম দেখায় আপনি হয়তো ভাববেন এই ফোনটিতে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই।  মূলত এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট এ। পরীক্ষিতভাবে ওয়ানপ্লাস এর এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব দ্রুত কাজ করে বলে জানা যায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইডে ব্যবহার করায় ফোনটির লুকিং  আরো অনেকটা বেড়ে গেছে। সুতরাং ২৫ হাজার টাকার মধ্যে ভাল ফোন গুলোর তালিকায় ওয়ানপ্লাস নর্ড এন২০০ ৫জি এই ফোনটি রাখতে পারেন। 

স্যামসাং গ্যালাক্সি এম ৩২ – Samsung Galaxy M32 5G

স্যামসাং গ্যালাক্সি এম ৩২ – Samsung Galaxy M32 5G এর স্পেসিফিকেশনঃ

দামঃ ২৫,০০০টাকা ৬/ ১২৮GB

ডিসপ্লে৬.৫ ইঞ্চি
মেইন ক্যামেরা৪৮+৮+৫+২ মেগাপিক্সেল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা১৩ মেগাপিক্সেল
র‍্যাম৬ জিবি
স্টোরেজ১২৮ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০ ৫জি
দাম২৫,০০০টাকা ৬/ ১২৮GB

আমরা সকলে জানি স্যামসাং একটি বহু প্রচলিত মোবাইল কোম্পানি। এ সময় samsung শুধু ফ্লাগসিপ ফোন মার্কেটে লঞ্চ করত। সময়ের পরিবর্তনে ফ্লাগসিপ  ফোনের পাশাপাশি  দৈনন্দিন জীবনের ব্যবহৃত কম বাজেটের ফোনগুলো মার্কেটে লঞ্চ করতেছে।

তার মধ্যে ২০ থেকে ৩০ হাজার টাকা দামের ফোন গুলোর চাহিদা  অনেক বেশি। ইউজারদের কথা ভেবে ২০থেকে ৩০ হাজার টাকা দামের ফোন গুলোতে বেশি প্রাধান্য দিচ্ছে এখন স্যামসাং কোম্পানি। বেশ আকর্ষণীয় ডিজাইন  দিয়ে মিড রেঞ্জের মোবাইল ফোন গুলো মার্কেটে নিয়ে আসছে। 

এই সকল ফোনগুলোর মধ্যে সর্বোচ্চ বিক্রিত ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ৩২ এই ফোনটি। মাত্র ২৫ হাজার টাকা দামের এই ফোনটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নতুন এই ফোনটি ৬ জিবি রেম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। Samsung galaxy m32 এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ বাজারে ২৫ হাজার টাকা। 

আরো দেখুন>>>

এই ফোনটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে অর্থাৎ এই ফোনটির পিছনে  থাকছে চারটি ক্যামেরা।  যার মেইন ক্যামেরাটি থাকছে ৪৮ মেগাপিক্সেলের, দ্বিতীয় ক্যামেরাটি থাকছে ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইড ক্যামেরা।

সাথে থাকছে ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রোলেন্স যার সাহায্যে খুব ছোট জিনিসও ছবি তুলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যাবে।  এবং চতুর্থ ক্যামেরায় যেটি থাকছে সেটি হচ্ছে দুই মেগাপিক্সেলের একটি Defth সেন্সর এটি মূলত ছবির বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সাহায্য করে। 

৫০০০ mAh ব্যাটারি থাকায় প্যারা বিহীন সারাদিন ব্যবহার করতে পারবেন এই ফোনটি। ৬.৫ ইঞ্চির রেটিনো IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডেলাইটে ডিসপ্লেটির পারফরম্যান্স মোটামুটি ভালই। নরমাল ব্যাবহারে কোন সমস্যার সম্মুখীন হতে হয় না। অ্যান্ড্রয়েড ভার্সন ১১ থাকায় এই ফোনটি স্মুথলি ব্যবহার করা যাবে।

গেমিং এর দিক বিবেচনা করে এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেসিটি ৭২০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার কারণে নরমাল গেম এর পাশাপাশি ফ্রী ফায়ার, পাবজি ও কল অফ ডিউটি গেমগুলো খেলতে পারবেন অনায়াসে। সূতরাং ২৫ হাজার টাকা বাজেটের এই মোবাইল ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। 

রিয়েলমি ৮- Realme 8 

রিয়েলমি ৮- Realme 8 এর স্পেসিফিকেশন

                           দামঃ ২৫,৯৯০টাকা ৮/ ১২৮GB

ডিসপ্লে৬.৪ ইঞ্চি
মেইন ক্যামেরা৬৪+৮+২+২ মেগাপিক্সেল ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা১৬ মেগাপিক্সেল
র‍্যাম৮ জিবি
স্টোরেজ১২৮ জিবি 
ব্যাটারি৫০০০ মিলিএম্প
প্রসেসরমিডিয়াটেক হেলিও জি ৯৫ 
দাম২৫,৯৯০টাকা- ৮/ ১২৮GB

আজকে আমি আপনাদেরকে রিয়েলমির মার্কেট কাঁপানো একটি মোবাইল এর সাথে পরিচয় করিয়ে দিবো। সেই মোবাইলটি হচ্ছে রিয়েলমি ৮। রিয়াল মি ব্রান্ড খুব অল্প সময়ে ইউজারদের মন জয় করতে সক্ষম হয়। রিয়ালমির এই ফোনটি ৮/ ১২৮GB ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাচ্ছে। যার দাম নির্ধারন করা হয়েছে ২৫,৯৯০ টাকা। 

Realme 8 এই ফোনটিতে ৬.৪ ইঞ্চির ফুল HD+1080 x 2400 পিক্সেলের সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সিকিউরিটি সেন্সর হিসেবে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেই সেন্সরটি খুবই ফাস্ট কাজ করতে সক্ষম।

Realme এইট মোবাইলটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি হচ্ছে ৬৪ মেগাপিক্সেলের। সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইড ক্যামেরা। ২+২ একটি ম্যাক্রো ক্যামেরা লেন্স এবং একটি থাকছে Defth সেন্সর। 

Realme 8 এর মেইন ক্যামেরাটি দিয়ে 4K (2160p) রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেই ক্যামেরাটির দ্বারা HD (1080p) তে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। সেলফি ক্যামেরাটির অবস্থান ডিসপ্লের উপর এ বাম সাইড এ পাঞ্চহোলে দেওয়া হয়েছে। যার কারণে ফোনটির  সৌন্দর্য আরো অনেকটাই বেড়ে গেছে।

এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি অন্যান্য ফোনের থেকে অনেকটাই আলাদা।  ফোনটিতে ৫০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জ ব্যাকআপ নিয়ে কোন ভোগান্তিতে পড়তে হবে না। তার মূল কারণ হচ্ছে এই ফোনটির সাথে পাবেন একটি ৩০ওয়াটের ফাস্ট চার্জার এই চার্জারটি দ্বারা মাত্র ২৬ মিনিটে ৫০% চার্জ করতে সক্ষম হবে। এবং ১০০ % চার্জ করতে সময় লাগবে মাত্র ৬৫ মিনিট।

Realme 8 মোবাইলটিতে প্রসেসর থাকবে অক্টাকোর, 2.05 পর্যন্ত জিপিইউ Mali G-76 MC4। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও  জি ৯৫।  অপারেটিং সিস্টেমে  রয়েছে এন্ড্রয়েড ১১।  যা পরবর্তীতে আরো আপডেট করা যাবে। 

সবদিক বিবেচনা করে ২৫ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল গুলোর তালিকায় Realme 8 মোবাইলটি রাখতে পারেন। 

বন্ধুরা ২৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? এই পোস্টে থাকা তিনটি মোবাইলের মধ্যে কোন মোবাইলটি আপনার কাছে সেরা মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। 

আমাদের আজকের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না।  পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।  আপনাদের একটি কমেন্টই  আমাদেরকে নিত্য নতুন পোস্ট লিখতে উৎসাহিত করে। 

Leave a Comment