৫ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ?

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত ফরজ নামাজ রয়েছে তা জানার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করে থাকেন। আজ আমরা আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কত ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে। এছাড়াও কোন ওয়াক্তে কত রাকাত ফরজ নামাজ রয়েছে তা আলোচনা করব।

নামাজ কে বলা হয় বেহেশতের চাবিকাঠি এবং প্রত্যেক মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামায কায়েম করা ফরজ। এছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত ও নফল নামাজ রয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি পড়েন তাহলে পরকালীন সমৃদ্ধি পাশাপাশি এহ কালীন সময়ে আল্লাহর জন্য সবসময় আদেশ ও নিষেধ এর প্রতি সচেতনতা থাকেন। ফলে ওই বান্দা কোন রকম পাপ কাজ করেন না এবং ভালো কাজের জন্য চেষ্টা করে থাকেন। 

ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে ইবাদাত অর্থাৎ সালাত হলো অন্যতম। তাই কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করেন তাহলে সে মুনাফিক ও কাফের হয়ে যাবে। নামাজ ছাড়া ইসলামের কথা চিন্তা করা অসম্ভব। তাই নামাজ সঠিক ভাবে এবং সঠিক নিয়মে আদায় করা উত্তম। ইতিপূর্বে আমাদের পোস্ট গুলোতে আমরা নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ?

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মোট ১৭ রাকাত ফরজ রয়েছে। এই ১৭ রাকাত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বিদ্যমান। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত, নফল ও বেতের নামাজ রয়েছে। নিম্নে সংক্ষেপে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ গুলো আলোচনা করা হলো।

৫ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ?

উত্তরঃ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মোট ১৭ রাকাত ফরজ রয়েছে।

 ফজর নামাজ 

  • ফজরের নামাজ মোট ৪ রাকাত।  এর ভিতরে ফরজ নামাজ দু’রাকাত। 
  •  ফরজঃ নামাজের সংখ্যা দু’রাকাত।
  •  সুন্নতঃ নামাজের সংখ্যা দু’রাকাত।

জোহরের নামাজ

  • জোহরের নামাজ সর্বমোট ১২ রাকাত।  এর ভিতরে ফরজ নামাজ চার রাকাত। 
  • ফরজঃ নামাজের সংখ্যা চার রাকাত।
  •  সুন্নতঃ নামাজের সংখ্যা প্রথমত চার রাকাত।
  • আবার সুন্নতঃ নামাজের সংখ্যা দু’রাকাত।
  • নফলঃ নামাজের সংখ্যা দু’রাকাত।

আসরের নামাজ

  • আসরের নামাজ ৮ রাকাত। এর ভিতরে ফরজ নামাজ চার রাকাত। 
  • সুন্নতঃ নামাজের সংখ্যা চার রাকাত।
  • ফরজঃ নামাজের সংখ্যা চার রাকাত।

মাগরিবের নামাজ

  • মাগরিবের নামাজ সর্বমোট ৭ রাকাত। এর ভিতর তিন রাকাত ফরজ নামাজ রয়েছে। 
  • ফরজঃ নামাজের সংখ্যা  তিন রাকাত।
  • সুন্নতঃ নামাজের সংখ্যা দু রাকাত।
  • নফলঃ নামাজের সংখ্যা দু রাকাত। 

এশার নামাজ

  • এশার নামাজ মোট ১৫ রাকাত। এর ভিতরে ফরজ নামাজ চার রাকাত। 
  • সুন্নতঃ নামাজের সংখ্যা চার রাকাত।
  • ফরজঃ নামাজের সংখ্যা চার রাকাত।
  • সুন্নতঃ নামাজের সংখ্যা দু রাকাত।
  • বেতেরঃ নামাজের সংখ্যা তিন রাকাত।
  • নফলঃ নামাজের সংখ্যা দু রাকাত। 

অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম?

ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজ কে প্রত্যেক ব্যক্তির উপর খরচ করা হয়েছে। কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না করে তাহলে কবিরা গুনা হয়ে যাবে। এছাড়াও পরকালে জান্নাত ও আল্লাহ তায়ালার ভয় এবং একজন মুসলমান হিসেবে আল্লাহতালা আদেশ ও নিষেধ মেনে চলতে হবে। 

আরোও দেখুন>>>

কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে পড়েন এবং নামাজ আদায় করার মত অবস্থায় না থাকেন, তখন আপনি কি করবেন? নামাজের ক্ষেত্রে মহান আল্লাহতালা কোন প্রকার ছাড় প্রদান করেননি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নামাজ আদায় করতেন। যদি কোন ব্যক্তি অসুস্থ থাকেন এবং দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারেন তাহলে শুয়ে শুয়ে নামাজ আদায় করে নিতে হবে।

অসুস্থ অর্থাৎ যে ব্যক্তি একদম এই বিছানা থেকে উঠে দাঁড়াতে পারেন না। শুধু তাদের ক্ষেত্রে শুয়ে নামাজ আদায় করে নিতে পারবেন। 

নামাজের ফরজ কয়টি?

নামাজের ভিতর ও বাহিরে মোট ১৩ ফরজ রয়েছে। এ ফরজ গুলো পালন না করলে কোন ব্যক্তির নামাজ আদায় হবে না। নিম্নে সংক্ষেপে নামাজের ভিতরে ও বাহিরে ১৩ ফরজ আলোচনা করা হলোঃ 

 নামাজের বাইরে ০৭ ফরজ

  • শরীর পবিত্র হওয়া।
  • কাপড় পবিত্র হওয়া।
  • নামাজের জায়গা পবিত্র হওয়া।
  • সতর ঢাকা।
  •  কেবলা মুখি হওয়া।
  •  ওয়াক্ত মত নামাজ পড়া।
  •  নির্দিষ্ট নামাজের নিয়ত করা।

নামাজের ভিতরে ০৬ ফরজ

  • তাকবীরে তাহরীমা।
  • ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া।
  • কেরাত পড়া।
  • রুকু করা।
  • দুই সিজদা করা।
  • শেষ বৈঠক।

আমাদের এই আর্টিকেল টির মাধ্যমে আপনারা জানতে পেরে উপকৃত হলেন যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কতটি ফরজ নামাজ রয়েছে। এছাড়াও অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম এবং নামাজের ভিতর ও বাহিরে কয়টি ফরজ রয়েছে। 

আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়াও আর্টিকেলটি সম্পর্কে কোন মতামত থাকলে তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিত্য নতুন ইসলামিক ও নামাজ বিষয়ক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো বা বুকমার্ক করে রাখতে পারেন। 

পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

৫ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ?

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মোট ১৭ রাকাত ফরজ রয়েছে।

নামাজের ফরজ কয়টি?

নামাজের ভিতর ও বাহিরে মোট ১৩ ফরজ রয়েছে।

Leave a Comment