বিয়ারিং কি বা কাকে বলে? বিয়ারিং কত প্রকার কি কি?

হ্যালো বন্ধুরা আপনারা যারা বিয়ারিং কি বা কাকে বলে সে সম্পর্কে জানার জন্য অনেক অনুসন্ধান করার পরেও সঠিক তথ্য সম্পর্কে জানতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি। আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো বিয়ারিং কি, বিয়ারিং কাকে বলে, বিয়ারিং কত প্রকার ও কি কি সে সম্পর্কে। আর্টিকেলটি সম্পর্কে সম্পূর্ণ জানতে শেষ অব্দি পড়ুন।

বিয়ারিং কাকে বলে?

বিয়ারিং হল একটি মেশিন এলিমেন্ট যা কোনো ঘুর্ণয়মান অংশের গতি নিয়ন্ত্রণ করে এবং ফিকশন দূর করে।

অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে, বিয়ারিং ঘূর্ণন বা অক্ষীয়ভাবে চলাচল করার মাধ্যমে শ্যাফটের প্রয়োগিক ভার বহন করার অপরিহার্য অংশকে বিয়ারিং বলে।

বিয়ারিং এমনকি যান্ত্রিক অংশ যা দৈনন্দিন জীবনে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়ে থাকে যেমন বড় বড় মেশিনারিজ গুলো নড়াচড়ার জন্য ব্যবহৃত হয়। আবার ছোট ছোট যানবাহন থেকে শুরু করে সকল প্রকার যানবাহনে বেয়ারিং এর ব্যবহার হয়ে থাকে। বড় বড় কল কারখানা গুলোতে মেশিন গুলো নড়াচড়ার জন্য বা চালানোর জন্য বিয়ারিং এর প্রয়োজন হয়ে থাকে। বিয়ারিং এর ফলে মেশিন গুলো কাজ করার সক্ষমতা ফিরে পায়।

বিয়ারিং কাকে বলে?

উত্তরঃ বিয়ারিং হল একটি মেশিন এলিমেন্ট যা কোনো ঘুর্ণয়মান অংশের গতি নিয়ন্ত্রণ করে এবং ফিকশন দূর করে।

বিয়ারিং ব্যবহারের মাধ্যমে চাকার মধ্যবর্তী তলের  ঘর্ষণকে কমানো হয় যার ফলে চাকা টি গতি সম্পূর্ণ ও টেক্সই হয়। কোন যন্ত্রের গতিশীল অংশ গুলোর মধ্যবর্তী স্থানে বেয়ারিং বসানো হয়ে থাকে। যার ফলে বিয়ারিং গুলো ঘূর্ণন এর কারণে যন্ত্রটি গতিশীল হওয়া পরস্পরের সঙ্গে ঘর্ষণের সৃষ্টি করতে পারে না। 

বিয়ারিং কত প্রকার ?

এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো বিয়ারিং এর প্রকারভেদ নিয়ে। মূলত বিয়ারিং দুই ধরনের হয়ে থাকে।

১। ঘর্ষণজনিত বিয়ারিং 

২। অঘর্ষণজনিত বিয়ারিং

১। ঘর্ষণজনিত বিয়ারিং কে আবার তিন ভাগে বিভক্ত করা যায়। 

  • যোর্নাল বেয়ারিং
  • ফুট স্টেপ বা পিভোট বিয়ারিং
  • কলার বিয়ারিং

২। অঘর্ষণজনিত বিয়ারিং কে আবার ছয় ভাগে বিভক্ত করা যায়।

  •  বুশ বিয়ারিং
  • নিডল বিয়ারিং
  • বল বিয়ারিং
  • কলার বিয়ারিং
  • রোলার বিয়ারিং
  • টেপার রোলার বিয়ারিং

বিয়ারিং এর কাজ কি কি

  • বিয়ারিং লোড বহন করতে সহায়তা করে।
  • বিয়ারিং মাধ্যমে শ্যাফট কে ঘুরানো ও শ্যাফট কে আটকে রাখতে সহয়তা করা। 
  • বিয়ারিং মাধ্যমে ফিকশনকে কমানো হয়ে থাকে।
  • বিয়ারিং এর মাধ্যমে যন্ত্রের গতি বৃদ্ধি করা হয়।

আরোও দেখুন>

আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা বিয়ারিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা জোগায়। নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ধন্যবাদ।

বিয়ারিং নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

বিয়ারিং কাকে বলে?

বিয়ারিং হল একটি মেশিন এলিমেন্ট যা কোনো ঘুর্ণয়মান অংশের গতি নিয়ন্ত্রণ করে এবং ফিকশন দূর করে।

বিয়ারিং কত প্রকার?

বিয়ারিং মূলত দুই ধরনের হয়ে থাকে।
১। ঘর্ষণজনিত বিয়ারিং 
২। অঘর্ষণজনিত বিয়ারিং

Leave a Comment