এমিস্টার টপ কীটনাশক এর কাজ

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং সেই কৃষি প্রধান দেশে যদি আপনি সঠিক ভাবে শস্য ফলাতে চান তাহলে অবশ্যই আপনাকে যত্ন সহকারে তা ফলাতে হবে। যদি যত্ন সহকারে ফলাতে পারেন তাহলে আশানুরূপ ফল পাবেন।

আজ আমরা এই সিনজেন্টা অর্থাৎ এমিস্টার টপ ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এমিস্টার টপ ওষুধ মূলত কি কাজে আসে এবং কৃষকরা কেন ওষুধ ব্যবহার করে এবং কিভাবে তা ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানব।

বাংলাদেশের শস্য উৎপাদনের ক্ষেত্রে কৃষকের পাশে সব সময় এমিস্টার টপ কোম্পানি পাশে রয়েছেন। মূলত এ কোম্পানির কীটনাশক ছত্রাক জনিত রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। সিনজেনটা কোম্পানির ওষুধ গুলোকে খুব ভরসার সহিত ব্যবহার করে থাকেন।

এমিস্টার টপ এর মূল কাজ কি?

এমিস্টার টপ হলো একটি ছত্রাকনাশক ওষুধ যা আলু, বেগুন, মরিচ, বার্লি, গম, ভুট্টা, সোয়াবিন এবং আরো অনেক কিছু ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত করা হয়ে থাকে। এমিস্টার টপ হচ্ছে সিনজেনটা কোম্পানির একটি পণ্য। এটি একটি অত্যন্ত কার্যকর কীটনাশক বা ছত্রাকের রোগজীবাণু গুলির বৃদ্ধি এবং একই ভাবে রোগের বিস্তার রোধ করে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

এমিস্টার টপ এর মূল কাজ কি?

উত্তরঃ এমিস্টার টপ হলো একটি ছত্রাকনাশক ওষুধ।

 ধানের খোলাপাড়া ও ব্লাস্ট রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমিস্টার টপ ওষুধ ব্যবহার করা হয়। এটি সিনজেনটা কোম্পানির সব সময় এক ধাপ এগিয়ে রয়েছে। এই ঔষধটি প্রতি হেক্টরে পাঁচশো মিলিমিটার ওষুধ ব্যবহার করলে ধানের খোলাপাড়া ও ব্লাস্ট রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

এছাড়াও আলুর চা সহ অন্যান্য ফসলের নাবি ধ্বংস এবং সংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এমিস্টার টপ কীটনাশক ব্যবহারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হয়। যার ফলে ফসল উৎপাদন বেশি করা সম্ভব হয়।

এমিস্টার টপ এর কাজ কি?

সিনজেনটা কোম্পানির একটি কার্যকরী কীটনাশক হলো এমিস্টার টপ। এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এমিস্টার টপ এর কাজ কি। তাহলে চলুন জেনে নেওয়া যাক। 

  • এমিস্টার টপ ধানের পাতার মরিচার মত দাগ ও ধানের পাতা হলুদ হয়ে গেলে তা প্রতিরোধ করে।
  • বেগুনের ডগা ঢলে পড়া ও বেগুন পচা রোগ প্রতিরোধ করতে এমিস্টার টপ ব্যবহার করা হয়।
  • মিষ্টি কুমড়া গাছ পাতা নেতিয়ে যাওয়া রোগ প্রতিরোধ করতে এমিস্টার টপ ব্যবহার করা হয়।
  • এমিস্টার টপ কীটনাশক কলা গাছের পাতা পুড়ে যাওয়া এবং মরে যাওয়া কে প্রতিরোধ করে। 
  • মরিচ গাছের মড়ক ধরা থেকে এমিস্টার টপ কীটনাশক ব্যবহারে প্রতিরোধ করা সম্ভব হয়।
  • এমিস্টার টপ ধানক্ষেতে ব্যবহার করলে ধান চকচকে ও ফলন বেশি পাওয়া যায়। এছাড়াও ধানের ব্লাস্ট রোগ পাতা পোড়া রোগ এবং দক্ষিণ কার্যকরীভাবে প্রতিরোধ করতে সক্ষম।
  • এমিস্টার টপ পানের ফুট রোগ প্রতিরোধ করে।
  • পিয়াজের আগা মরা রোগ প্রতিরোধ করতে এমিস্টার টপ ব্যবহার করা হয়।
  • এমিস্টার টপ আলু গাছের হঠাৎ ঢলে পড়া ও মরে যাওয়া রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। 
  • এছাড়াও মরিচ গাছের গোড়া পচা রোগ প্রতিরোধ করতে এমিস্টার টপ ভালো ফলাফল পাওয়া যায়।

 এমিস্টার টপ এর উপকারিতা

এমিস্টার টপ সিনজেনটা কোম্পানির একটি পণ্য। পদ্ধতিগত ছত্রাকনাশক এটি উদ্ভিদ দ্বারা শোষিত হয় এবং সমগ্র উদ্ভিদ জুড়ে বিতরণ ছড়ায়। গাছের পাতা কান্ড এবং শেখর সহ কাছে সমস্ত অংশ ছত্রাকনাশক এর হাত থেকে রক্ষা করে।

আরোও দেখুন>>>

বিশেষ করে ধান, বেগুন,গম এবং বার্লি মত ফসলের জন্য এমিস্টার টপ অত্যান্ত গুরুত্বপূর্ণ। যার ছত্রাক জনিত রোগের জন্য সংবেদনশীল এবং উদ্ভিদের উল্লেখযোগ্য ক্ষতি হাত থেকে কমাতে সহায়তা করে। এমিস্টার টপ এর অন্যতম একটি কাজ হলো এটি পাউডারী মিলডিউ মরিচা এবং পাতাসহ বিস্তৃত ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক ওষুধ।

এই কীটনাশকটির আরেকটি কার্যকরী কাজ হল এটি ব্যবহার করা একদম নিরাপদ। এবং এটি অত্যন্ত নির্বাচনী যার মানে এটি শুধু মাত্র ছত্রাকের রোগ জীবাণু লক্ষ্য করে এবং উপকারী পোকামাকড় বা অন্য কোন উপকারী জীবের ক্ষতি করে না।

এমিস্টার টপ এর দাম কত? 

অনেকের মনে প্রশ্ন জাগে যে এমিস্টার টপ ওষুধ টার দাম কত হতে পারে? এমিস্টার টপ ওষুধ কীটনাশক টির দাম অত্যন্ত কম রয়েছে। এমিস্টার টপ ২২৫ এসএস  এর দাম মাত্র ১০৫ টাকা। এটির মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সঠিক মূল্য জানতে নিকটস্থ কীটনাশকের দোকানে গিয়ে জেনে নিন।

আশা করি আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা জানতে পারলেন এমিস্টার টপ কীটনাশক ওষুধ কার্যকারিতা কি এবং দাম কত ও কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে বন্ধু ও সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। 

এছাড়াও আর্টিকেলটি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে তা আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিত্য নতুন স্বাস্থ্য টিপস সম্পর্কে আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন ধন্যবাদ। 

কৌশল নিয়ে কিছু প্রশ্ন উত্তর:

এমিস্টার টপ এর মূল কাজ কি?

এমিস্টার টপ হলো একটি ছত্রাকনাশক ওষুধ।

এমিস্টার টপ এর দাম কত? 

এমিস্টার টপ ২২৫ এসএস  এর দাম মাত্র ১০৫ টাকা।

Leave a Comment