ব্ল্যাকহেডস দূর করার উপায় কি?

আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করার জন্য ব্ল্যাকহেডসেই যথেষ্ট। নানা কারণে আপনার মুখে দেখা দিতে পারে ব্ল্যাকহেডস। যখন আমাদের ত্বকের লোমকূপ গুলো তেল, ময়লা জমে বন্ধ হয়ে যায় তখনই দেখা দেয় ব্ল্যাকহেডস। ব্ল্যাকহেডস মূলত মৃত কোষের সমষ্টি যা বাতাসের সংস্পর্শে কালো হয়ে যায়। ছোট ছোট ব্ল্যাকহেডস দেখা দেয় কপালে, চিবুকে, গালে ও নাকের দুই পাশে। এই ব্ল্যাকহেডস আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়।

ব্ল্যাকহেডস কি 

ত্বকের মধ্যে থাকা ছিদ্রগুলো সেবাম, মেকআপ, ময়লা এবং ব্যাকটেরিয়া দিয়ে কিছু দিন আটকে গেলে ব্ল্যাকহেডস তৈরি হয়। যা বাতাসের সংস্পর্শে এলে সেগুলো কালো হয়ে যায়। এই ব্ল্যাকহেডস দূর করা সহজ কাজ নয়। এগুলো আমাদের মুখের স্কিনের জন্য খুবই ক্ষতিকর এবং আপনার মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। 

ব্ল্যাকহেডস দূর করার উপায় 

আমাদের পরিবেশের বিভিন্ন সমস্যার কারণে আমাদের  মুখের নরম ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। পানি দূষণ, বায়ু দূষণ, ধোঁয়া, ধুলাবালির কারণে ত্বকে ময়লা জমে থাকে। এর ফলে ত্বকের পেশীগুলো সঠিক পরিমাণে অক্সিজেন পায় না। তখনই ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তাই মুখ ভালো করে পরিষ্কার না করলে বা মুখের ঠিকঠাক যত্ন না নিলে সমস্যা বাড়তেই থাকে।

তবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর সমস্যা আমাদের সবারই কমবেশি আছে। নাকের দুই পাশে নাকের উপর কালো কালো দানার মতো স্পষ্ট দেখা যায় এগুলোই ব্লাকহেডস। ব্ল্যাকহেডস দূর করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। আপনি ঘরে বসে থেকেই ঘরোয়া উপায়ে ব্লাকহেডস দূর করতে পারবেন।

ব্ল্যাকহেডস দূর করার কিছু উপায়

১.  দুধ ব্যবহার করেঃ আমরা সকলেই জানি যে দুধের প্রচুর পরিমাণে এনজাইম, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। তাই দুধ ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে, এছাড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে আমাদের বলিরেখাও মলিন করে। ব্ল্যাকহেডস দূর করতে ২ চা চামচ দুধ, লেবুর রস ও  সামান্য পরিমাণে লবণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে আপনার মুখের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে লাগিয়ে সামান্য ঘষে নিন। 

২. ডিম ব্যবহার করেঃ একটি পাত্রে ডিমের সাদা অংশটুকু এবং এক চা-চামচ মধু খুব ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। 

৩. পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেঃ আপনার নাকের দুই পাশে যেখানে ব্ল্যাকহেডস রয়েছে তার উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে গরম জলে ভেজানো তোয়ালে মুখের উপর দিয়ে রাখুন। পেট্রোলিয়াম জেলি মুখে লাগানোর কয়েক মিনিট পর শুকনা তোয়ালে দিয়ে মুখ ভালো করে মুছে পরিষ্কার করে নিন।  

৪. লবণ ও লেবু ব্যবহার করেঃ লবণ ত্বক পরিষ্কার করে ব্লাকহেডস দূর করতে সাহায্য করে। এক চা-চামচ লবণ এর সঙ্গে এক চামচ লেবু এবং এক চামচ পানি পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি মুখে লাগান এবং ধীরে ধীরে ১০মিনিট ম্যাসাজ করুন। মেসেজ করা হলে সুন্দর করে মুখ ধুয়ে ফেলুন। 

আর এভাবেই আপনি ঘরোয়া উপায়ে খুব সহজেই কম খরচে আপনার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ও ব্ল্যাকহেডস দূর করতে পারবেন। 

আরো দেখুন >>>

    Leave a Comment