বন্ধকী কি যাকাতের উপর প্রভাব ফেলে

আমাদের সমাজে বেশ প্রচলিত একটি প্রশ্ন রয়েছে যে টাকার প্রয়োজনে স্বর্ণ বা অন্য কোন বস্তু বন্ধক দিলে ওই বন্ধককৃত সম্পদ বা বস্তুর যাকাত দিতে হবে কিনা। এ সম্পর্কে আমাদের দেশের ছোট-বড় আলেমগণ বিভিন্ন বিতর্কমূলক প্রশ্নের উত্তর দিয়ে থাকলেও আজকে আমরা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানবো ওই বন্ধককৃত সম্পদ বা বস্তুর ওপর যাকাত কতটুকু প্রভাব ফেলে। 

ঋণ আদায়ের নিশ্চয়তা হিসেবে কোন বস্তু বন্ধক রাখার রীতি প্রাচীনকাল থেকেই প্রচলিত। এই রীতি অনুযায়ী ঋণদাতা নিশ্চিত থাকে যে ঋণ আদায় না হলে বন্ধককৃত বস্তু থেকে পড়ে যা আদায় করে নেওয়া যাবে। বন্ধক পদ্ধতি ইসলামে বৈধ তবে, এ ক্ষেত্রে শরীয়তের কিছু নীতিমালা মানতে হবে। 

বন্ধকী কি যাকাতের উপর প্রভাব ফেলে

বন্ধক পদ্ধতির বৈধতা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেন, আর তোমরা যদি প্রবাসে থাকো এবং কোন লেখক না পাও, তবে বন্ধকী বস্তু হস্তগত করে রাখা উচিত। যদি একে অন্যের প্রতি বিশ্বাস করতে পারো। 

মনে করি আমার এক বন্ধুর কাছ থেকে ব্যবসার জন্য আমি তিন লক্ষ টাকা ধার নিয়েছি। পরিশোধের নিশ্চয়তার তার কাছে আমি ১৫ ভরি স্বর্ণ বা কিছু জমি বন্ধক রেখেছি। দুই বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই টাকা পরিশোধ করতে পারিনা। তাই স্বর্ণ বা জমি এখনো বন্ধক রয়ে গেছে। এখন জানার বিষয় হলো ওই স্বর্ণ বা ওই সম্পদের বিগত দুই বছরের যাকাত দিতে হবে কিনা। 

বন্ধকী বস্তুর উপর যাকাত কি ফরজ?

বন্ধকী বস্তুর উপর যাকাত ফরজ। তাই বিগত দুই বছরের যাকাত আপনাকে দিতে হবে। তবে এখনই দেওয়া আবশ্যক নয়, যখন তা ফিরিয়ে আনবেন তখন বিগত বছরগুলোর যাকাত আদায় করলেই চলবে। আর চাইলে বন্ধক থাকা অবস্থায় ওই স্বর্ণ বা সম্পদের বছরে বছরে আদায় জাকাত আদায় করতে পারবেন। 

আরো দেখুন>>>

সামাজিক সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনী এবং দরিদ্র মাঝে পার্থক্য রয়েছে যাকাত তার ঘটিয়ে ফেলতে সাহায্য করে। আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে, সম্পদ সমাজের গুটিকয়েক লোকের হাতে থাকে। সমাজের অভাবী এবং দরিদ্র মানুষ আরো অভাবী হতে থাকে। 

মানুষের অর্থনৈতিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা বিশেষত গরীব, নিঃস্ব, অসহায় লোকদের জীবিকার নিশ্চয়তা বিধান নিঃসন্দেহে একটি কঠিন সমস্যা। এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে বিভিন্ন দেশে বিভিন্ন অর্থ ব্যবস্থায় কিছু কল্যাণধর্মী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বন্ধকী কি যাকাতের উপর প্রভাব ফেলে

হ্যা

বন্ধকী বস্তুর উপর যাকাত কি ফরজ?

হ্যা বন্ধকী বস্তুর উপর যাকাত ফরজ

Leave a Comment