দারাজ থেকে পণ্য কেনার নিয়ম

বাংলাদেশের সবচেয়ে বড় ই – কমার্স প্রতিষ্ঠান হলো দারাজ। দারাজের সুনাম ব্যবসার প্রতিষ্ঠার পাশাপাশি সারা দেশের ক্রেতাদের মনে উৎফুল্লতার সৃষ্টি করছে। বাংলাদেশের অনেক গুলো অনলাইন শপিং ওয়েবসাইট এর মধ্যে দারাজ/Daraz অন্যতম একটি Online Shopping সাইট।

যেহেতু আমরা অনেকেই দারাজ থেকে অর্ডার করে পণ্য কিনতে চাই সেহেতু আমাদের সকলকেই দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে জানতে হবে। আপনি যদি দারাজ থেকে পণ্য কেনার নিয়ম জানতে চান তাহলে আজকের এ আর্টিকেল টি আপনার জন্য ই! দারাজ সম্পর্কে সকল তথ্য জানতে এবং দারাজ থেকে শপিং করার উপায় ও নিয়ম গুলো জানতে আপনাকে এই লেখাটি মনোযোগ সহকারে পড়তে হবে।

দারাজ এপসের মাধ্যমে পণ্য কেনার নিয়মঃ

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম খুবই সহজ। আপনি যদি দারাজ থেকে কোনো জিনিস কিনতে চান সেক্ষেত্রে আপনাকে দারাজ এপসের সাহায্য নিতে হবে।

  • শুরুতেই আপনাকে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে Daraz App ডাউনলোড করতে হবে। এপ ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে দারাজ এপের ভেতরে প্রবেশ করতে হবে।
  • যদি আপনি প্রথম বারের মত দারাজ এপ ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে অ্যাপে ঢুকে প্রথমেই এপ ইউজার হওয়ার জন্য লগ ইন করতে হবে।
  • লগ ইন করার জন্য অবশ্যই পূর্বে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা তেমন কঠিন কোনো কাজ নয়। আপনি তিনটি উপায় যেমনঃ

নাম্বার

ইমেইল

ফেসবুক

  • থেকে যেকোনো একটি উপায় অবলম্বন করে একটি দারাজ একাউন্ট ওপেন করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটা একাউন্ট ক্রিয়েট করতে সর্বমোট হয়তো ২ থেকে ৩ মিনিট সময় প্রয়োজন হবে।
  • দারাজে একটি বায়ার আইডি ক্রিয়েট করার পর, এখন, আপনি যে পণ্যটি কিনতে চান সেটির নাম এপসে থাকা উপরে সার্চ বারের মধ্যে লিখে সার্চ করে দেখে নিতে পারেন।
  • সার্চ করার পর পণ্যের যে বিভিন্ন ছবি গুলো আসবে সেখান থেকে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী একটি পণ্য বাছাই করে নিতে হবে। পছন্দ করা হয়ে গেলে বাছাইকৃত পণ্যটির উপর ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে আপনার বাছাইকৃত পণ্যটির সম্পূর্ণ ছবি চলে আসবে ৷

দারাজ এপসের মাধ্যমে পণ্য কেনার নিয়মঃ

  • এখন আপনার ডাউনলোড কৃত এপস টির ভাষা যদি বাংলা করা থাকে তাহলে পণ্যের নিচে থাকা ‘এখনই কিনুন’ অপশনে ক্লিক করতে হবে।
  • আর যদি ভাষা ইংরেজি করা থাকে তাহলে ‘buy now’ অপশনে ক্লিক করতে হবে।
  • আপনি যদি একের অধিক পণ্য কিনতে চান তাহলে একটি করে পণ্য add to cart অপশনে ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে সবগুলো পণ্য একসাথে কিনতে পারার সুবিধা পাওয়া যাবে।
  • এড ট্যু কার্ট অপশনে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে check out বা চেকআউট নামে অন্য আরেকটি পেজ আসবে।
  • সেখানে আপনি আপনার ঠিকানা যোগ করার একটি অপশন দেখতে পাবেন।
  • সেই অপশনে আপনাকে আপনার সঠিক ঠিকানা যোগ করতে হবে (যেখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট টি রিসিভ করতে প্রস্তুত)।
  • ঠিকানা যোগ করা হয়ে গেলে ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস যোগ করতে হবে।
  • ফোন নাম্বার এবং এড্রেস যোগ করা হয়ে গেলে আপনার পণ্যের ডেলিভারি চার্জ কত দিতে হবে সেটি দেখানো হবে।
  • পেজের একদম নিচের অংশে পণ্যের দাম এবং ডেলিভারি চার্জ দুটোই দেওয়া থাকবে।
  • এরপর অর্ডার প্লেস করুন অথবা place order এ ক্লিক করতে হবে।

অর্ডার প্লেস করা হয়ে গেলে আপনি অর্ডার নাম্বার দেখতে পাবেন এবং কত তারিখে পণ্য হাতে পাবেন সেটিও দেখতে পারবেন। এভাবেই দারাজ এপসের মাধ্যমে খুব সহজে দারাজ থেকে পণ্য কেনা যায়।

দারাজ থেকে অর্ডারকৃত পণ্য হাতে পাবেন কিভাবেঃ

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সমূহ অনুসরণ করে আর্ডার কনফার্ম সম্পন্ন হওয়ার পর অপেক্ষা করতে হবে কখন পণ্য টি হাতে আসবে৷ সেক্ষেত্রে অর্ডার দেওয়ার একদিন অথবা দুইদিন পর অথবা অর্ডার প্লেসে দেওয়া তারিখ অনুযায়ী কুরিয়ার থেকে ডেলিভারি ম্যান কর্তৃক আপনার প্রদানকৃত মোবাইল নাম্বারে একটি কল আসতে পারে। ডেলিভারি ম্যান আপনাকে কল করে সেই জায়গায় যেতে বলবে যেখানকার ঠিকানা আপনি অর্ডার প্লেস করার সময় দিয়েছেন।

এরপর আপনি সেখানে যেয়ে আপনার কাঙ্খিত পণ্যটি সংগ্রহ করতে পারবেন এবং এর বিল পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে বিল টি ক্যাশ অন ডেলিভারি হবে। এছাড়াও পণ্য অর্ডার করার সময় বিকাশ/নগদ বা অন্যান্য অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও পণ্যটির মূল্য পরিশোধ করা সম্ভব। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পণ্য হাতে পাওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার করার প্রক্রিয়া টি এডভান্স পেমেন্ট নামে পরিচিত।

দারাজ থেকে পণ্য কেনার অফার অথবা ডিসকাউন্টঃ

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম যেমন সহজ, তেমনই এর পাশাপাশি সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে দারাজ প্রায়ই বিশেষ বিশেষ উৎসবকে কেন্দ্র করে ইউজার দের বিভিন্ন অফার দিয়ে থাকে। সেখানে ক্যাশব্যাক অফারটি বেশ জনপ্রিয় এবং এ অফার টিই সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে।

এছাড়াও দারাজ প্রতিষ্ঠান বিভিন্ন ব্রান্ড এর ভাউচার ও দারাজ ভাউচারের মাধ্যমে পন্য ক্রয় এবং মিস্ট্রি বক্স সহ আরো বিভিন্ন নিত্য নতুন অফার দিয়ে থাকে তাদের ইউজারদের। আবার প্রতি নতুন ইউজারদের জন্য বিভিন্ন ডিসকাউন্টও রয়েছে।

দারাজ সব সময় তাদের নতুন ইউজারদের জন্য ডিস্কাউন্ট হিসেবে ২০% থেকে ৫০% অবধি পণ্য ছাড় দিয়ে থাকে। যেখানে পণ্য ক্রয়ের সর্বোচ্চ লিমিট হয় ১০০ টাকা। এর মানে এই যে আপনি যদি প্রথমবারের মত দারাজে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন।

সেটা যেকোনো পন্য ক্রয়ের ক্ষেত্রে। এসব ছাড়াও প্রতি শীত কালীন বা উইন্টার অফার অথবা গরম কালের summer discount পেয়ে অনলাইন থেকে পন্য কেনাকাটার জন্য বর্তমানে দারাজ প্রতিষ্ঠানই সেরা।

দারাজ থেকে পন্য অর্ডার করতে গেলে যে সকল বিষয় সতর্কের সাথে মাথায় রাখতে হবেঃ 

দারাজ থেকে পণ্য কেনার নিয়ম ছাড়াও আরো বিভিন্ন কাজ অথবা সচেতনতা রয়েছে৷ দারাজ প্রতিষ্ঠানটি একটা শপিং মলের মত কাজ করে। যেখানে বিভিন্ন জিনিসের আলাদা আলাদা দোকান রয়েছে। তাই ভালো দোকানের পাশাপাশি মন্দ দোকান থাকা অস্বাভাবিকের কিছুই না। তাই যেকোনো পণ্য অর্ডার করার ক্ষেত্রে সকল ব্যাপার গুলো সতর্কতার সাথে দেখা উচিৎ।

যেমনঃ দারাজের যে শপ থেকে পন্য অর্ডার করছেন তার রেটিং কত, যে পন্য অর্ডার করতে চাচ্ছেন সেটার কাস্টমার রিভিউ কেমন, একটা পন্যের রিভিউ যদি ১০০ তে ৭০ টা হয় তাহলে সে পণ্য টি ক্রয় করার যোগ্য, শুধু মাত্র ৪ থেকে ৫ রেটিং সম্পন্ন প্রোডাক্ট গুলো নিয়ে ঠকবেন না, কেনার আগে অবশ্যই বিক্রেতার সাথে চ্যাট করে নিবেন।

সর্বশেষঃ

এছাড়াও দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনি অনলাইনের কোনো একটা ওয়েবসাইটে যেয়ে daraz online shopping bd লিখে সার্চ করলে দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে জানতে গুগল অথবা অন্য কোনো ব্রাউজারের সার্চ বারে যেয়ে daraz online shopping bd, দারাজ অনলাইন শপিং বাংলাদেশ, দারাজ কাস্টমার কেয়ার নাম্বার, দারাজ হেল্প লাইন নাম্বার, দারাজ শপিং অফার, daraz online shopping app download ইত্যাদি লিখে সার্চ করলে আপনি খুব সহজেই দারাজ থেকে পণ্য কেনার নিয়ম সম্পর্কে বিভিন্ন তথ্য সহ অন্যান্য তথ্যও জানতে পারবেন।

Leave a Comment