দাউদের ক্রিম এর নাম

সংখ্যাগরিষ্ঠ মানুষের ত্বকে সংক্রমণে আক্রান্ত। এটি মূলত ত্বকের সংক্রমণ বিশেষ করে গরমকালে বেশি দেখা দেয় এবং শীতকালে দাউদের সংক্রমণ কম দেখা যায়। গরমের সময় শরীর ঘামানোর ফলে সংবেদনশীল স্থান যেমন পুরুষের উরুর ফাঁকে, বগলের নিচে, গলার নিচে, কোমরে, মাতৃস্থানীয়া, স্বাস্থ্যকর মানুষের চামড়ার ভাজ বেশি দেখা যায়। 

আজ আমরা পোস্টটির মাধ্যমে আপনাদের সঙ্গে দাউদের ক্রিম এর নাম দাম কত, দাউদের জন্য ভালো ওষুধের নাম কি এবং দাউদের ট্যাবলেট এর নাম কি সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। 

দাউদের ক্রিম এর নাম

আপনি যখন বুঝতে পারবেন যে আপনার দাউদ হয়েছে তখন আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। কখন ক্রিম গুলো ব্যবহার করা উচিত তখনই ব্যবহার করতে হবে। এছাড়াও আপনারা চাইলে নিম্নে দেওয়া ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। 

দাউদের ক্রিম এর নাম?

উত্তরঃ দাউদের কিছু ক্রিমের নামঃ ইকোনাজল, মাইকোনাজল, ফুলুকোনাজল, টারবিনাফি ইত্যাদি।

ইকোনাজল ক্রিম 

দাম ও নিয়মঃ দিনে দু’বার করে ব্যবহার করতে হবে এবং ১০ থেকে ১৫ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। ক্রিম দাম মাত্র ৩২ টাকা। 

মাইকোনাজল ক্রিম 

দাম ও নিয়মঃ  দিনে দু’বার করে ব্যবহার করতে হবে এবং ৭ থেকে ১৫ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। ক্রিম দাম মাত্র ৫৫ টাকা। 

ফুলুকোনাজল ক্রিম 

দাম ও নিয়মঃ  দিনে দু’বার করে ব্যবহার করতে হবে এবং ১৫ থেকে ২০ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। 

টারবিনাফি ক্রিম

দাম ও নিয়মঃ  দিনে এক বার করে ব্যবহার করতে হবে। এই ক্রিমটি ১০ থেকে ২০ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

ফাবিসন ক্রিম

দাম ও নিয়মঃ  দিনে দু’বার করে ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটি ৭ থেকে ১০ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। ক্রিম দাম মাত্র ৫৫ টাকা। 

আফুন ক্রিম

দাম ও নিয়মঃ  দিনে এক’বার করে ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটি ১০ থেকে ১৫ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। ক্রিম দাম মাত্র ৩৫  টাকা। 

আরোও দেখুন>>>

ইতিপূর্বে আপনাদের জানিয়েছে যে যেকোনো ওষুধ কিংবা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা অবশ্যই উচিত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোন চিকিৎসা গ্রহণ করলে তা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাইলে আপনারা দাউদের ট্যাবলেট ব্যবহার করতে পারেন। নিম্নে দাউদের ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব।

দাউদের ট্যাবলেট এর নাম

দাউদের ক্রিমের পাশা-পাশি ট্যাবলেটও রয়েছে। আপনারা যারা দাউদের ক্রিম ব্যবহার করতে চান না তারা ট্যাবলেট খাওয়ার মাধ্যমে দাউদ নির্মূল করতে পারেন। তবে অনেকের মনে প্রশ্ন জাগে যে দাউদের নাম কি ও দাউদের ট্যাবলেটের দাম কত? আমরা নিম্নে দাউদের মলমের নাম ও দাম সম্পর্কে আলোচনা করেছি।

ডাইফলু/ফলুগাল ৫০ এমজি ক্যাপসুল

দাম ও নিয়মঃ  দিনে এক’টি করে খেতে হবে একদিন পরপর এবং এই ক্যাপসুলটি ১০ থেকে ১৫ দিন খেলে দাউদ নির্মূল করতে পারেন। ক্যাপসুলটির দাম প্রতি পিছ মাত্র ৮ টাকা। 

ইন্ট্রাকন ১০০ এমজি ক্যাপসুল

দাম ও নিয়মঃ  দিনে এক’টি করে খেতে হবে এবং এই ক্যাপসুলটি ৭ থেকে ১০ দিন খেলে দাউদ নির্মূল করতে পারেন। ক্যাপসুলটির দাম প্রতি পিছ মাত্র ১৭ টাকা। 

রাইনিল ১০ এমজি ক্যাপসুল

দাম ও নিয়মঃ  দিনে এক’টি করে খেতে হবে এবং এই ক্যাপসুলটি ১০ থেকে ১৫ দিন খেলে দাউদ নির্মূল করতে পারেন। ক্যাপসুলটির দাম প্রতি পিছ মাত্র ৩ টাকা।

ক্যাপসুল গুলো ক্রয় করার পূর্বে অবশ্যই ভালো কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার মাধ্যমে তা ক্রয় করতে হবে। ডাক্তারের পরামর্শ ব্যতীত কেউ এই ক্যাপসুলগুলো খাবেন না। এতে করে অনেক ধরনের সমস্যা হতে পারে। 

দাউদ প্রতিরোধে করণীয় কি? 

  • দাউদের ক্ষত স্থান আদ্র রাখার চেষ্টা করতে হবে।
  • দাউদের সংক্রমনের চারপাশের জায়গা যতটা সম্ভব খোলা রাখতে হবে এবং ডেসিং ও নিয়মিত পরিষ্কার করতে হবে।
  • সংক্রমণের ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব আক্রমণাত্মক জায়গাটিতে তেল এবং সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • এটিকে উষ্ণ অঞ্চল এবং একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক সাবান দিয়ে সু-শৃংখল ভাবে পরিষ্কার করতে হবে এবং বাতাসে শুকিয়ে নিতে হবে। এছাড়াও প্রয়োজনীয় ওষুধগুলো সেবন করতে হবে।
  • দাউদ সংক্রমণ স্থানটি গরম পানি দিয়ে ধুতে হবে এবং ওষুধ ব্যবহার করতে হবে।
  • দাউদ হল একটি সংক্রামক রোগ তাই আক্রান্ত ব্যক্তির আসবার পত্র এবং পোশাক আলাদা স্থানে রাখতে হবে। 
  • এছাড়াও ছোট শিশুদের বেশি দাউদ হয়ে থাকে। তাই তাদের ক্ষেত্রে বেশি যত্নবান হতে হবে।
  • পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা চিরুনি, ব্রাশ, তোয়ালা রাখতে হবে। 
  • তাছাড়াও যেকোনো পোষা প্রাণী স্পর্শ করার পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। 

আর্টিকেলটি পাঠ করার ফলে দাউদের ক্রিম সম্পর্কে অনেকটাই ধারণা নিতে সক্ষম হতে পেয়েছেন। আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে বন্ধু-বান্ধব সহ সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। 

এছাড়াও সম্পর্কে কোন ধরনের মন্তব্য থাকলে তা আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট গুলো আমাদের নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। তাছাড়াও স্বাস্থ্য টিপস আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। 

দাউদ নিয়ে কিছু প্রশ্ন উত্তর:

দাউদের ক্রিম এর নাম?

দাউদের কিছু ক্রিমের নামঃ ইকোনাজল, মাইকোনাজল, ফুলুকোনাজল, টারবিনাফি ইত্যাদি।

দাউদের ট্যাবলেট এর নাম

দাউদের কিছু ট্যাবলেট এর নামঃ ইন্ট্রাকন ১০০ এমজি ক্যাপসুল, রাইনিল ১০ এমজি ক্যাপসুল, ডাইফলু/ফলুগাল ৫০ এমজি ক্যাপসুল ইত্যাদি।

Leave a Comment