দর্শন শব্দের অর্থ কি? ও দর্শন কাকে বলে? 

আপনি যদি দর্শন শব্দের অর্থ কি এবং দর্শন কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। 

দর্শন শব্দটি মূলত সংস্কৃতি শব্দ। যার পারিভাষিক অর্থ হচ্ছে বস্তুর প্রকৃত সত্যা বা তত্ত্ব দর্শন। সংস্কৃতি দৃশ থেকে দর্শন শব্দটির উৎপত্তি যার অর্থ হচ্ছে দেখা। এখানে দেখা শব্দটির অর্থ তত্ত্ব দর্শন বা জীবজগতের উপলব্ধিকে বুঝানো হয়েছে। 

দর্শন শব্দের অর্থ কি?

দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শন হলো চিন্তার বিজ্ঞান। 

বাংলা দর্শন শব্দটি ইংরেজি ফিলোসফি (philosophy) শব্দ থেকে আগত। আবার ফিলোসফি (philosophy) শব্দটি প্রাচীন গ্রিক ভাষা থেকে এসেছে। গ্রিক ভাষায় (philosophía) শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। গ্রিক শব্দ দুটি হল (Philos) ফিলোস অর্থ বন্ধু, ভালোবাসার পাত্র) এবং(Sophia) সোফিয়া অর্থ প্রজ্ঞা)। 

তাই সহজ ভাবে বলা যায় দর্শনের সাথে মূল সম্পর্ক হচ্ছে প্রজ্ঞার, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, প্রজ্ঞার প্রতি ভালোবাসার। জ্ঞান এবং প্রজ্ঞা এক জিনিস নয়। গ্রিক দার্শনিক পিথাগোরাস আনুমানিক ৫৭২ থেকে ৪৯৯ খ্রিস্টপূর্ব একজন বিখ্যাত দার্শনিক হিসেবে স্বীকৃতি ও খ্যাতি অর্জন করে।

দর্শন শব্দের অর্থ কি

উত্তরঃ দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শন হলো চিন্তার বিজ্ঞান। 

যদিও গ্রিক দার্শনিক পিথাগোরাসের হাত ধরেই দর্শন শব্দটির বিকাশ অর্জিত হয়। দর্শন শব্দটির মূল উদ্দেশ্য হলো জ্ঞানানুরাগ বা প্রজ্ঞানুরাগ। অর্থাৎ আলোচ্য বিষয়ের কথা বিবেচনা করেই বঙ্গ ভারতীয় philosophy এর বাংলা প্রতিশব্দ রূপে দর্শন শব্দটি ব্যবহার করে আসছেন। 

দর্শন কাকে বলে?

একটি সমাজের জীবন সম্পর্কিত মৌলিক সমস্যাবলীর অনুসন্ধান করাই হচ্ছে দর্শন। জগৎ, জীবন, সমাজ তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতি মৌল বিধানের মূল আলোচনার বিষয় হচ্ছে দর্শন। আমরা যখন আমাদের বর্তমান সমস্যা গুলোর সমাধান করার লক্ষ্যে পূর্বের সমস্যাগুলো নিয়ে বর্তমান সমস্যা গুলোর মধ্যে সাদৃশ্য তথ্য অনুসন্ধান করি সেই বিষয়টি মূলত দর্শন। 

যুক্তিগত অর্থ দর্শন হচ্ছে, এটি এমন একটি বিদ্যা যা অনুদার মতবাদ, ভাবাবেগ ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে জ্ঞান বা সত্যের অনুসন্ধানে উদার দৃষ্টিভঙ্গি, অনুধ্যান বিশ্লেষণ ও সংশোধনের মাধ্যমে সত্তা জগৎ ও জীবনের সাথে জড়িত চিরন্তন সমস্যাবলীর সুষ্ঠু যুক্তিসম্মত ও আলোচনা করার একটা প্রচেষ্টা মাত্র। 

আরোও দেখুন

বিখ্যাত গ্রিক দার্শনিক পিথাগোরাসের মতে, নিজেকে বিলীন করে দিয়ে জীবনের প্রকৃত মানে বের করাই হলো দর্শন। গ্রিক দার্শনিক প্লেটোর মতে, চিরন্তন এবং বস্তুর মূল প্রকৃতির জ্ঞান অর্জন করাই দর্শনের লক্ষ্য। দার্শনিক এরিস্টটল বলেন, সত্তা স্বরূপত যা এবং এর স্বরূপের অঙ্গীভূত যেসব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করে যে বিজ্ঞান তাই দর্শন। 

দর্শন বিষয়টি হলো জ্ঞানের অন্যতম প্রাচীনতম একটি শাখা। Philosophy (ফিলোসফি) শব্দটির প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক চিন্তাবিদ ও গণিতজ্ঞ পিথাগোরাস। তিনি নিজেকে প্রাজ্ঞ ভাবতেন না, বরং প্রজ্ঞার অনুরাগী ভাবতেন। তিনিই ফিলোসফি শব্দটি ব্যবহার করেন love of wisdom তথা প্রজ্ঞার প্রতি অনুরাগ অর্থে।

প্রিয় পাঠকগণ, আশাকরি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে দর্শন শব্দের অর্থ কি এবং দর্শন কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করেছেন। 

দর্শন শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

দর্শন শব্দের অর্থ কি?

দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শন হলো চিন্তার বিজ্ঞান। 

দর্শন কাকে বলে?

একটি সমাজের জীবন সম্পর্কিত মৌলিক সমস্যাবলীর অনুসন্ধান করাই হচ্ছে দর্শন।

Leave a Comment