ইলম শব্দের অর্থ কি? ইলম কাকে বলে? কত প্রকার ও কি কি? 

ইলম একটি আরবি শব্দ। ইলম এর বাংলা অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা সঠিক ভাবে অনুধাবন করা। ইলম সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।  

ইলম শব্দের অর্থ কি

ইলম একটি আরবি শব্দ। ইলমকে ইংরেজিতে বলা হয় the knowledge, learning, skills। আর ইলম এর বাংলা অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। অন্যদিকে ইলেমের আভিধানিক অর্থ হল প্রকৃত জ্ঞান অর্জিত হওয়া, কোনো জিনিস জানা ও দৃঢ়ভাবে বিশ্বাস করা, অনুভব করা, বুঝতে পারা ইত্যাদি। 

ইলম শব্দের অর্থ কি?

উত্তরঃ ইলম এর বাংলা অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি।

ইলম বা শিক্ষা গ্রহণ প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ করা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর হাদিস অনুযায়ী জ্ঞান অর্জন করা বা বিদ্যালাভ করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। শিক্ষা হচ্ছে এমন একটি শক্তি যা মানুষকে সত্য-মিথ্যার পার্থক্য করতে শেখায় এবং বাস্তব বাস্তবতা সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে। 

ইলম কাকে বলে

সহজ ভাষায় ইলম শব্দের অর্থ হলো জ্ঞান অর্জন করা। কিন্তু ইসলামী পরিভাষায় শুধুমাত্র ইসলামী জ্ঞান অর্জন করাকে ইলম বলা হয়। তবে অনেক ইসলামিক চিন্তাবিদ এর যুক্তিটি সঙ্গে একমত নন। 

দার্শনিকদের ভাষায়, ইলম হল জ্ঞানভান্ডারে কোন বিষয়ের বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা অর্জন, তথ্য সঞ্চিত হওয়াকে বুঝায়। মনীষী মতে, ইলম হল এমন একটি বিষয় যা মানুষের হৃদয়কে অজ্ঞতার অন্ধকার হতে দূরীভূত করে জ্ঞানের আলোয় উদ্দীপ্ত করে তোলে।  

ইলম কত প্রকার ও কি কি

সাধারণত ইলম কোন বস্তুর প্রকৃত অবস্থা অনুধাবন করাকে বুঝায়। ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম। ইলমকে সাধারণত দুইভাগে ভাগ করা হয়েছে। যথা, দীনি ইলম (ধর্মীয় জ্ঞান) এবং  দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)। 

আরোও দেখুন

 ১. দীনি ইলম (ধর্মীয় জ্ঞান)ঃ যে ইলেম বা শিক্ষার (কুরআন, হাদীস) মাধ্যমে আমরা আমাদের ধর্ম সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারি, ধর্মীয় জ্ঞান অনুধাবন করতে পারি তাকে দীনি ইলম (ধর্মীয় জ্ঞান) বলে। যেমন, হাফেজ, মাওলানা, ইমাম ইত্যাদি। 

২. দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)ঃ যে ইলেম বা শিক্ষার (বাংলা, ইংরেজি, গণিত) মাধ্যমে আমরা পার্থিব দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো, এই জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা এবং ইনকাম করতে পারব তাকে দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান) বলে। যেমন, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি। 

প্রিয় পাঠকগণ, আশাকরি আপনারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ইলম শব্দের অর্থ কি এবং ইলম কাকে বলে, কত প্রকার ও কি কি এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছেন। আমাদের এই আর্টিকেল সম্পর্কে আপনার কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

ইলম শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

ইলম শব্দের অর্থ কি?

ইলম এর বাংলা অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি।

ইলম কাকে বলে?

ইসলামী পরিভাষায় শুধুমাত্র ইসলামী জ্ঞান অর্জন করাকে ইলম বলা হয়।

ইলম কত প্রকার ও কি কি?

ইলমকে সাধারণত দুইভাগে ভাগ করা হয়েছে। যথা, দীনি ইলম (ধর্মীয় জ্ঞান) এবং  দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)। 

Leave a Comment