ঈমান শব্দের অর্থ কি ও ঈমান কাকে বলে?

আমরা যারা ঈমান শব্দটির সঙ্গে পরিচিত কিন্তু ঈমান শব্দের অর্থ কি এবং ঈমান বলে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ঈমান একটি আরবি শব্দ। যার বাংলা আভিধানিক অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি। ঈমান শব্দটি আরবী আমানা, ইয়ু’মিনু, ঈমানান, মু’ মিনুন শব্দাবলী গঠিত হয়েছে। 

একজন পরিপূর্ণ মুসলিম বা মানুষ হওয়ার প্রথম শর্ত হলো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা। আরেকজন খাঁটি মুসলমান বান্দা হওয়ার প্রধান শর্ত হলো ইসলামের কালিমা পাঠ করে, বাক্যটিকে মনেপ্রাণে বিশ্বাস করা  লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। 

ঈমানের প্রথম দাবী হচ্ছে লা শব্দটি পাঠ করে ইসলাম গ্রহণ করা। মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার ঈমানের পরীক্ষা হয়। ঈমানের মূল বহিঃপ্রকাশ হচ্ছে ইসলাম। 

ঈমান কাকে বলে?

সাধারন ভাষায় ঈমান হল সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাস। ইসলামি শরীয়ত মতে, মহান আল্লাহ তালার সকল আদেশ নিষেধ মনেপ্রানে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও মেনে চলা বা কাজে প্রকাশ করার নাম ঈমান। 

ঈমান শব্দের অর্থ কি

উত্তরঃ ঈমান একটি আরবি শব্দ। যার বাংলা আভিধানিক অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি। 

আবার ঈমান সম্পর্কে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ ও মহান আল্লাহতালার একান্ত অনুরাগী বিভিন্ন হাদিস বলেছে। ইমাম আবু হানিফা (রহ.) বলেছেন, আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতিই হলো ঈমান। ইমাম গাজ্জালি (রহ.) বলেছেন, রাসুল (সা.) -এর আনীত সকল বিধি-বিধানসহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। 

ঈমান কত প্রকার?

ঈমানকে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন, আততাসদিক বিলকাল্ব, ওয়াল ইকরার বিললিসান ও ওয়াল আমল বিল যাওয়ারেহ। 

আরোও দেখুন

১. আততাসদিক বিলকাল্বঃ মুসলিম বান্দারা অন্তরে বিশ্বাস করা বা অন্তর দ্বারা সত্যায়ন করা। 

২. ওয়াল ইকরার বিললিসানঃ যে সকল মুসলিম বান্দারা শুধু মুখে বা লোক দেখানো ঈমানে স্বিকৃতি দেয়। 

৩. ওয়াল আমল বিল যাওয়ারেহঃ আল্লাহর সকল বিধিবিধান যা তিনি তাঁর রাসূল মুহাম্মাদ (সাঃ) এর প্রতি ওহী করেছেন তা কমবেশ না করে মান্য করা বা আমল করা ইত্যাদি।

প্রিয় পাঠকগণ আশাকরি আপনারা ইমান শব্দের অর্থ কি ও ইমান কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরে বেশ উপকৃত হয়েছেন। আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভাল লেগে থাকলে, আপনার আশেপাশের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে। অন্যকে তথ্যগুলো সংগ্রহ করার সুযোগ করে দিবেন। 

ঈমান শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

ঈমান শব্দের অর্থ কি?

ঈমান একটি আরবি শব্দ। যার বাংলা আভিধানিক অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা ইত্যাদি। 

ঈমান কাকে বলে?

সাধারন ভাষায় ঈমান হল সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাস।

ঈমান কত প্রকার?

ঈমানকে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন, আততাসদিক বিলকাল্ব, ওয়াল ইকরার বিললিসান ও ওয়াল আমল বিল যাওয়ারেহ। 

Leave a Comment