ইসলাম শব্দের অর্থ কি?

ইসলাম শব্দের অর্থ  আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ইসলাম শব্দের অর্থ সম্পর্কে আরো পরিপূর্ণ ধারণা পেতে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

আরবি ভাষার বিখ্যাত লেখক ইবনে মনজুর রচিত হাদিসের বই ‘লিসান আল আরাব’-এ বলা হয়েছে ইসলাম শব্দটি ‘ইসতিসলাম’ শব্দ থেকে নেয়া হয়েছে। যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া বা আত্মসমর্পণ করা। 

ইসলাম শব্দের অর্থ

ইসলাম শব্দটি উচ্চারিত হলেই আমরা সকলেই বুঝতে পারি এটা মুসলিম জাতিকে বুঝানো হচ্ছে। কারণ মুসলিম জাতি গোষ্ঠী ও ইসলাম শব্দটির মধ্যে একটি মিল রয়েছে। আরবি শব্দ সিলমুন থেকে ইসলাম শব্দটি উৎপত্তি হয়েছে যার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য স্বীকার করা। 

অন্যদিকে সালাম শব্দটির সাথে ইসলাম শব্দের আরেকটি উৎস রয়েছে। যেমন, সালাম শব্দের অর্থ হল শান্তি, কল্যাণ, এবং পরিপূর্ণতা। অর্থাৎ ইসলাম ও সালাম শব্দ-দু’টির অর্থ একত্র করলে বোঝা যায় স্রষ্টার নিকট সম্পূর্ণ রূপে আত্মসমর্পণের মাধ্যমে সমাজে শান্তি ও কল্যাণ অর্জন করা।

ইসলাম শব্দের অর্থ কি?

উত্তরঃ আরবি শব্দ সিলমুন থেকে ইসলাম শব্দটি উৎপত্তি হয়েছে যার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য স্বীকার করা।

বাংলায় ইসলাম ধর্মের অর্থ দাড়ায় শান্তির ধর্ম, পরিপূর্ণতার ধর্ম, আত্মসমর্পণের ধর্ম, কল্যাণের ধর্ম বা আনুগত্যের ধর্ম। অতএব একজন পরিপূর্ণ মুসলিম হতে হলে অবশ্যই এক সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করে, সৃষ্টিকর্তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, বিনাদ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা এবং তার দেওয়া বিধান অনুসারে জীবন যাপন করাকেই ইসলাম বলে।

ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে দুনিয়াতে ও আখিরাতে সম্পূর্ণ শান্তিময় জীবনের পথে পরিচালিত করে থাকে। তাই ইসলাম ধর্মকে শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে।  

ইসলাম কাকে বলে 

সহজ ভাষায় ইসলাম বলতে বুঝায় এক সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে তার দেওয়া সকল আদেশ-নিষেধ মেনে চলাকে বোঝায়। মহান আল্লাহ তালার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, মহান আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলা এবং হযরত মুহাম্মদ (সা:) এর দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকে ইসলাম বলে। 

সৃষ্টির সূচনা থেকেই ইসলাম ধর্ম চলে আসছে। ইসলাম ধর্ম হলো মহান আল্লাহ তালার মমোনীত একটি ধর্ম, দীন বা জীবনব্যবস্থা। ইসলাম ধর্মের বিশ্বাসীরা মহান আল্লাহ তাআলার দেওয়া সকল আদেশ ও নিষেধ নির্দিধায় মেনে চলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। মুসলিমরা এজন্যই মহান আল্লাহ তালার সকল আদেশ নিষেধ মেনে চলে, যাতে পরবর্তী জীবনে বা আখেরাতে তারা আল্লাহর তৈরি বিশাল বাসস্থান যাকে জান্নাত বলা হয়। সেই জান্নাতে খাটি মুসলিম ঈমানদার বান্দারা যেতে পারে। 

Leave a Comment