ফোড়ার ওষুধের নাম। ফোড়ার ওষুধের নাম বাংলাদেশ

ফোড়া হচ্ছে অত্যন্ত বিরক্তিকর একটি রোগ। যদিও করা মানুষের শরীরের জন্য খুবই সাধারণ একটি রোগ। তবে ফোড়া যদি বড় আকৃতি তে পরিণত হয় তাহলে সেটিতে মারাত্মক ধরনের ব্যথা অনুভব হয়। অনেকেই অনলাইনে পড়ার ওষুধের নাম জানার জন্য সার্চ করে থাকেন।  তাদের জন্য মূলত আজকে আমাদের এই পোস্টটি লেখা। আমাদের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফোড়ার ওষুধের নাম, ফোড়ার ওষুধের নাম বাংলাদেশ। তাহলে চলুন দেরি না করে জেনে নেই ফোড়ার  ওষুধের নাম গুলো কি কি? আর কোন ওষুধ খেলে খুব তাড়াতাড়ি ফোড়া ভালো হয়। 

ফোড়া হলে যেসব সাবধানতা অবলম্বন করতে হবেঃ

  • শরীরের কোথাও ফোড়া হলে ভুল করেও সেই ফোরাটি ধারালো কোন কিছু দিয়ে অথবা জোর করে গালানোর চেষ্টা করবেন না।
  • হাতের নখ বা শক্ত অন্য কিছু দিয়ে ফোড়া চুলকাবেন না।
  • সব সময় নিজেকে এবং নিজের বাসস্থানকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে পারেন।

ফোড়ার ওষুধের নাম। ফোড়ার ওষুধের নাম বাংলাদেশ

  • হালকা গরম পানিতে সুতি কাপড় ভিজিয়ে ফোড়া উঠা স্থানটিতে ভাপ দিতে পারেন। এতে করে ব্যথা কমবে তার সাথে অনেকটা আরাম অনুভব করবেন।
  • ফোড়া থেকে রক্ত বা পুঁজ বের হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যথাযথ ঔষধ সেবন করতে হবে।

ফোড়া হলে যে সময় চিকিৎসকের পরামর্শ নিবেনঃ 

  • পরপর দুই থেকে তিনবার ফোড়া হলে সেটি সাধারণ। তবে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো থাকলে অবশ্যই আপনাকে ডাক্তারের নিকট যেতে হবে।
  • শরীরে একই স্থানে বার বার ফোড়া উঠলে আপনাকে ডাক্তারের নিকট যেতে হবে।
  • ফোড়ায় অতিরিক্ত পরিমাণে ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • ফোড়ায় ব্যথার সাথে সাথে যদি জ্বর ও মাথা ব্যাথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। 
  • ফোড়া থেকে অতিরিক্ত পরিমাণে রক্তপাত হলে চিকিৎসকের নিকট যেতে হবে এবং ভালভাবে ড্রেসিং করে নিতে হবে।
  • ১৪ দিন পর্যন্ত আপনার শরীরের ফোড়াটি যদি ভালো হওয়ার লক্ষন দেখা না যায়। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

ফোঁড়ার ওষুধের নামঃ 

শরীরের কোন স্থানে ফোঁড়া হলে দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। ওর আর কারণে শরীরে অনেক ব্যথা অনুভব হতে পারে, কিছু সাবধানতা অবলম্বন করলে এই বিরক্তিকর রোগটি থেকে খুব সহজেই নিস্তার পাওয়া সম্ভব। ফোঁড়া হলে অবশ্যই আপনাকে এন্টিবায়োটিক ও ব্যথা নাশক ঔষধ সেবন করতে হবে।  নিচে কিছু ফোঁড়ার ওষুধের নাম উল্লেখ করা হলোঃ 

  • Cef-3 DS
  • Doxin 100
  • SEFRIL 250
  • Levox 500
  • Cephran 500
  • Flux 500
  • Fluclox 250

এখানে উল্লেখ করা সবগুলো ওষুধ এন্টিবায়োটিক।  ফোড়া হলে অবশ্যই এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে হয়।

আরোও দেখুন>

সতর্কীকরণঃ যেকোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ঔষধ সেবন করতে হবে। 

ফোড়ার ব্যাথা কমানোর ঔষধ

বন্ধুরা, আশা করি ফোড়ার ওষুধের নাম, ফোড়ার ওষুধের নাম বাংলাদেশ। আমাদের এই পোস্টটির দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন। আমাদের আজকের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোর মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন।

এছাড়াও পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারে। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নিত্য নতুন পোস্ট লেখতে অনুপ্রেরণা জুগিয়ে থাকে। আপনারা যদি নিত্য নতুন স্বাস্থ্য টিপস সম্পর্কিত পোস্ট দেখতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটটি সেভ অথবা বুকমার্ক করে রাখতে পারেন।  

ফোড়া নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

ফোড়া হলে যে সময় চিকিৎসকের পরামর্শ নিবেনঃ 

পরপর দুই থেকে তিনবার ফোড়া হলে সেটি সাধারণ। তবে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো থাকলে অবশ্যই আপনাকে ডাক্তারের নিকট যেতে হবে।

ফোঁড়ার ওষুধের নামঃ 

Cef-3 DS
Doxin 100
SEFRIL 250
Levox 500
Cephran 500
Flux 500
Fluclox 250

Leave a Comment