হাদীস শব্দের অর্থ কি?

হাদিস একটি আরবি শব্দ। যে শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আপনারা যদি হাদিস শব্দের অর্থ কি, হাদিস কাকে বলে এবং কত প্রকার এই সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। 

হাদীস শব্দের অর্থ

হাদিস একটি আরবি শব্দ। আরবি আসার শব্দ থেকে হাদিস শব্দটির উৎপত্তি হয়েছে। আরবী অভিধান ও কোরআনের ব্যবহার অনুযায়ী হাদীস শব্দের অর্থ কথা,বাণী,বার্তা,সংবাদ,বিষয়,খবর ও ব্যাপার ইত্যাদি।

হাদীস শব্দের অর্থ কি?

উত্তরঃ আরবী অভিধান ও কোরআনের ব্যবহার অনুযায়ী হাদীস শব্দের অর্থ কথা, বাণী, বার্তা, সংবাদ, বিষয়, খবর ও ব্যাপার ইত্যাদি।

হাদীস শব্দটি শুধুমাত্র একটি আভিধানিক শব্দ নয়। হাদীস শব্দটি মূলত ইসলামের এক বিশেষ পরিভাষা হিসাবে ব্যবহার করা হয়। সে অনুযায়ী রাসূল(সাঃ)-এর কথা,কাজের বিবরণ কিংবা কথা,কাজের সমর্থণ এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য পরিভাষাই হল হাদীস।

হাদীস কি ?

মূলত হাদীসকে ইসলামী সভ্যতার মেরুদন্ড বলা হয়। মুসলিমদের মধ্যে ধর্মীয় আইন এবং নৈতিক দিক নির্দেশনার উৎস হিসেবে হাদীসকে বিশেষ গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হয়। মহানবী সাঃ ও তার অনুপ্রাণিত খেলাফতে রাশেদীনের পরিচালক গনের নীতিগুলো মূলত হাদীসে তুলে ধরা হয়েছে।

ইসলামী পরিভাষায় হাদিস হল রাসূল  (সা:) এর বাণী কর্ম , মৌন অনুমোদন এবং তার চারিত্রিক ও শারীরিক গুণাবলীর নাম। পবিত্র কোরআনে হাদিস শব্দটি ২৬ বার এসেছে এবং বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। 

আরোও দেখুন>

বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে, হাদিস হল সাহাবায়ে কিরাম, তাবেয়ীনদের বানী কর্ম ও মৌন অনুমোদন। হাফিজ সাখাভি (রাঃ) বলেন, যা রাসূল সা. এর দিকে সম্বন্ধযুক্ত; চাই তার উক্তি হোক বা কর্ম বা অনুমোদন অথবা গুণ, এমনকি ঘুমন্ত অবস্থায় ও জাগ্রত অবস্থায় তার গতি ও স্থিতিকে হাদিস বলা হয়। আবার আল্লামা যফর আহমাদ উসমানি (রাঃ) বলেন, হাদিস হল, রাসুল সা. এর নামে কথিত কখা, কাজ অনুমোদন ও গুণ বৈশিষ্ট। 

হাদীস কত প্রকার ও কি কি 

বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে হাদিস সাধারণত ০৩ প্রকার। যথা, কাওলী হাদীস, ফিলী হাদীস ও তাকরীরী হাদীস।

০১.কাওলী হাদীসঃ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাহ সালামের মুখের পবিত্র বাণী বা কথাগুলোকে কাওলী হাদীস বলে। 

০২. ফিলী হাদীসঃ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাহ সালাম যে কাজ গুলো স্বয়ং নিজে করেছেন এবং সাহাবীগণ তা বর্ণনা করেছেন তাই ফিলী হাদীস।

০৩. তাকরীরী হাদীসঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম সাহাবীদের যে সব কথাও কাজের প্রতি সমর্থন প্রদান করেছেন তাকে তাকরীরী হাদীস বলে।

ইসলামিক কোন বিষয় নিয়ে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মধ্যে অনেক সময় বিভিন্ন মতবাদের পার্থক্য সৃষ্টি হয় আর তখন আমরা হাদিস শব্দটি বেশি ব্যবহার করে থাকি এবং বিভিন্নহাদিসের মাধ্যমে বর্ণনা করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখি। 

হাদীস নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:


হাদীস শব্দের অর্থ কি?

আরবী অভিধান ও কোরআনের ব্যবহার অনুযায়ী হাদীস শব্দের অর্থ কথা, বাণী, বার্তা, সংবাদ, বিষয়, খবর ও ব্যাপার ইত্যাদি।

হাদীস কি ?

ইসলামী পরিভাষায় হাদিস হল রাসূল  (সা:) এর বাণী কর্ম , মৌন অনুমোদন এবং তার চারিত্রিক ও শারীরিক গুণাবলীর নাম।

Leave a Comment