হিজামার কি কি উপকারিতা?

হিজামা, কাপিং বা শিঙ্গা লাগানো একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এর চিকিৎসার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হওয়া প্রাচীনকাল থেকেই প্রমাণিত। এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে শরীরের দূষিত রক্ত সহজেই বের হয়ে যায়। চলুন তাহলে জেনে নেই হিজামা কি এবং এর উপকারিতা গুলো সম্পর্কে। 

হিজামা কি 

হিজামা একটি ইসলামিক প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে শরীর থেকে বিষাক্ত রক্ত চোষা বা বিষাক্ত রক্ত বের করার প্রক্রিয়া। হিজামা আরবি শব্দ যার আক্ষরিক অর্থ “চুষা”। এই পদ্ধিতিতে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের একটি কার্যকর উপায় এবং বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আপনি শরীরের অনেক পুরাতন রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। এই পদ্ধতি আপনি ৭ দিন পরপর ব্যবহার করতে পারবেন।  

হিজামার উপকারিতা 

ইজামা একটি প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। শরীরে কাপ বা সিঙ্গার মাধ্যমে দূষিত রক্ত শোষণ করে বের করে আনা চিকিৎসা পদ্ধতির নাম হিজামা। এই পদ্ধতিতে প্রাচীনকাল থেকেই শারীরিক বিভিন্ন রোগের চিকিৎসা হয়ে আসছে।

ইজামা চিকিৎসা পদ্ধতির কোনো পার্শপ্রতিক্রিয়া না থাকার কারণে এই চিকিৎসা পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমান সময়ে ইজামা চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ইজামা চিকিৎসা পদ্ধতির বেশকিছু উপকারিতা রয়েছে। যেমন, 

১। নিয়মিত হিজামা থেরাপি গ্রহণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি গবেষণার মাধ্যমে প্রমাণ হয়েছে যে হিজামা থেরাপি গ্রহণের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্বের তুলনায় ১৫০% পর্যন্ত বৃদ্ধি পায়। 

২। দীর্ঘকালীন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ শরীরের দীর্ঘকালীন ব্যথা বা যেকোন সমস্যার সমাধানে চিকিৎসা পদ্ধতির ভূমিকা অপরিসীম। 

৩। কার্ডিওভাসকুলার রোগের জন্য হিজামা চিকিৎসা পদ্ধতি খুব ভালো কাজ করে। হিজামা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাধারণত উচ্চ রক্তচাপ, স্ট্রোক, খিঁচুনি ইত্যাদির রোগের খুব ভালো চিকিৎসা হয়। 

৪। হিজামা চিকিৎসা পদ্ধতিতে মাথা ব্যথা ও মাথার চুল অকালে পড়া রোধ করে। 

আরো পড়ুন>>>

হিজামার মাধ্যমে যেসব রোগের চিকিৎসা করা হয় 

  • দীর্ঘস্থায়ী মাইগ্রেনের মাথাব্যথা
  • রক্ত দূষণ
  • উচ্চ রক্তচাপ
  • অনিদ্রা
  • গেট আর্থ্রাইটিস
  • পিঠে ব্যথা
  • হাঁটু ব্যথা
  • দীর্ঘস্থায়ী মাথাব্যথা
  • ঘাড় ব্যথা
  • পিঠে ব্যথা
  • পায়ে ব্যথা
  • পেশী স্ট্রেন
  • দীর্ঘস্থায়ী পেট ব্যথা
  • হাড় স্থানচ্যুতি ব্যথা
  • থাইরয়েড গ্রন্থির সমস্যা
  • সাইনোসাইটিস
  • হাঁপানি
  • কার্ডিয়াক ডিজিজ
  • সংবহনতন্ত্রের সংক্রমণ
  • টনসিল
  • দাঁত/মুখ/জিহ্বা সংক্রমণ
  • গ্যাস্ট্রিক ব্যথা
  • দীর্ঘস্থায়ী ত্বকের রোগ
  • চামড়ার নিচে বর্জ্য নিষ্কাশন
  • ফোঁড়া এবং অন্যান্য অনেক রোগ।
  • ডায়াবেটিস
  • হার্নিয়েশন ইত্যাদি। 

Leave a Comment