হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? হিলফুল ফুজুল সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

আপনি কি জানেন হিলফুল ফুজুল শব্দের অর্থ কি এবং হিলফুল ফুযুল সংগঠন কত সালে প্রতিষ্ঠিত হয়? যদি আপনার উত্তর না হয়ে থাকে, তাহলে আমাদের এই আর্টিকেলটি শুধু আপনার জন্য। 

ইসলামের প্রথম শান্তির সংগঠন হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ হল শান্তি সংঘ। আইয়্যামে জাহেলিয়া যুগে অন্ধকারছন্ন মক্কা নগরীকে সুশৃংখল ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করার উপযোগী করার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করা হয়। 

হিলফুল ফুজুল শব্দের অর্থ কি

হিলফুল ফুজুল একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ হল শান্তি সংঘ। হিলফুল ফুজুল বা হলফ-উল-ফুযুল এর শাব্দিক অর্থ হলো কল্যাণের শপথ।

হিলফুল ফুজুল শব্দের অর্থ কি?

উত্তরঃ হিলফুল ফুজুল একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ হল শান্তি সংঘ।

হিলফুল ফুযুল অর্থ হলো শান্তি সংঘ নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করা অত্যাচারীদেরকে সাহায্য করা অত্যাচারীদেরকে বাধা দেওয়া শান্তি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপন বিদেশী বণিকদের ধন সম্পদের নিরাপত্তা বিধান যুদ্ধাহত সেবা প্রদান এবং যুদ্ধের অভিশাপ থেকে মানবতাকে রক্ষা করাই ছিল এই সংগঠনের প্রধান উদ্দেশ্য আর একারনেই হিলফুল ফুযুল সংগঠন ইসলামের প্রথম শান্তি সংগঠনের যাবে প্রতিষ্ঠিত হয়েছে। 

হিলফুল ফুজুল সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

হিলফুল ফুযুল সংঘটি ৫৮৭ খ্রিস্টাব্দে ইসলাম পূর্বযুগে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ বছর বয়সে মাত্র ১৫ জন  যুবক বা সদস্যকে নিয়ে প্রতিষ্ঠা করেন। কিছু উৎসাহী যুবক ও পিতৃব্য জুবাইরকে নিয়ে তিনি এ শান্তিসংঘ গঠন করেন। এ সংঘের চারজন বিশিষ্ট সদস্য ফজল, ফাজেল, ফজায়েল ও মোফাজ্জেলের নামানুসারে এর নামকরণ করা হয়েছিল ‘হিলফুল ফুজুল’। এই সংঘটি পবিত্র জিলহজ মাসে হযরত মুহাম্মদ সাঃ ইসলামের হাত ধরে পবিত্র মক্কা শহরে প্রতিষ্ঠা করা হয়। 

আরোও দেখুন>

মহানবী (সা.) এমন একটি সময় আরব ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, যখন আরব সমাজে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজ করছিল। তৎকালীন সমাজ ব্যবস্থাপনায় কোনো নিয়মনীতি ও আইনের শাসন ছিল না। সামান্য বিষয়ে নিয়ে সর্বদাই বিভিন্ন গোত্রের মাঝে গোত্রীয় কলহ, রক্তক্ষয়ী যুদ্ধ, সামাজিক শ্রেণিভেদ, নারী নির্যাতন, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া প্রভৃতি সমাজকে মারাত্মকভাবে কলুষিত করেছিল। ঐতিহাসিকরা আরবের এই সময়কে আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন।

জাহেলিয়া যুগের এই রক্তপাত, অন্যায় ও অনাচার বালক মুহাম্মদ (সা.)-এর মনে গভীর রেখাপাত করে। তিনি সমাজের সব অন্যায়, অবিচার ও নির্যাতন বন্ধের উপায় খুঁজে বের করার জন্য সর্বদা চিন্তায় মগ্ন থাকতেন। অবশেষে তাঁর মনে একটি অভিনব চিন্তার উদয় হলো। তিনি তাঁর সমবয়সী কতিপয় যুবককে নিয়ে ‘হিলফুল ফুজুল’ নামে একটি সংঘ গড়ে তুললেন। এ সংগঠন সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল।

হিলফুল ফুজুল নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:


হিলফুল ফুজুল শব্দের অর্থ কি?

হিলফুল ফুজুল একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ হল শান্তি সংঘ।

হিলফুল ফুজুল সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 

হিলফুল ফুযুল সংঘটি ৫৮৭ খ্রিস্টাব্দে ইসলাম পূর্বযুগে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০ বছর বয়সে মাত্র ১৫ জন  যুবক বা সদস্যকে নিয়ে প্রতিষ্ঠা করেন।

Leave a Comment