যাকাত ও উশরের মধ্যে পার্থক্য কি

আমাদের মনে ইসলাম সম্পর্কে অনেক সময় নানা ধরণের প্রশ্নের উত্তর জানার আগ্রহ থাকে, অনেকের মনে প্রশ্ন আছে যাকাত ও উশরের মধ্যে পার্থক্য কি। তাহলে চলুন আজকে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জেনে নেয়া যাক  যাকাত ও উশর কি এবং পার্থক্য গুলো সম্পর্কে। 

যাকাত কি 

যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। যাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ করে, দারিদ্র বিমোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় হচ্ছে যাকাত। 

যাকাতের নিসাব পরিমাণ হচ্ছে সাড়ে সাত তোলা সোনা অর্থাৎ ৮৫ গ্রাম সোনা অথবা সাড়ে ৫২ তোলা রুপার দামের পরিমান অর্থ আল্লাহর রাস্তায় দরিদ্র গরিব মানুষের মাঝে বছরের একটি নির্দিষ্ট সময়ে আদায় করা। 

উশর কি

কৃষিজাত পণ্য, ফল ও ফসলের যাকাতকে ইসলামী পরিভাষায় ওরশ বলে।  উশর প্রদান করা যাকাতের মত ফরজ। ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে, যদি বিনা পরিশ্রমে প্রাকৃতিক উপায় কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল উৎপাদিত হয় তবে ওই উৎপাদিত কৃষিজাত পণ্য ফল ও ফসলের দশভাগের একভাগ উশর হিসেবে দিতে হবে। 

আর যদি পরিশ্রম করে কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল ফলানো হয় তবে উৎপাদিত ঐ ফসলের বিশ ভাগের এক ভাগ দিতে হবে। উশর আদায় না করে নিজে ঐ ফসল ভোগ করা সম্পূর্ণ হারাম এবং এতে নিজের গুনাহ হবে। তাই বাধ্যতামূলকভাবে ইসলামী পরিভাষায় উৎপাদিত ফসলের উশর দিতে হবে। 

উশর ও যাকাত এর মধ্যে পার্থক্য ও সাদৃশ্য

১. বিনিময়ঃ কৃষিজাত পণ্য, ফল ও ফসলের যাকাতকে ইসলামী পরিভাষায় ওরশ বলে। আমাদের উৎপাদিত ফসলের ২০ ভাগের ০১ ভাগ উশর হিসাবে আল্লাহর রাস্তায় দান করতে হবে।

অন্যদিকে যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী মুসলিম সম্পদশালীরা তাদের মোট সম্পদের ওপর শতকরা চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করবে। 

২. সম্পদ বৃদ্ধিঃ উশর ও যাকাত দিলে আল্লাহর রহমতে আপনার সম্পদ বৃদ্ধি পায়। 

৩. ইবাদতঃ উশর আদায় করা প্রত্যেক প্রত্যেক ধনী মুসলমান বান্দার ওপর ফরজ । অন্যদিকে যাকাত প্রদানের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার আদেশ মানার কারণে ফরজ ইবাদত পালন করে।  

৪. সম্পর্কঃ উশর হচ্ছে আপনার উৎপাদিত কৃষিজাত পণ্যের কিছু অংশ গরিব-দুঃখী মানুষের মাঝে দান করাকে বুঝায়। পক্ষান্তরে যাকাতের সাথে মহান আল্লাহপাক ও তাঁর প্রিয় বান্দার সম্পর্ক। এখানে গণতান্ত্রিক সরকারের সাথে কোন সম্পর্ক নেই। 

৫. প্রতিদানঃ উশর ও যাকাত আমাদের উপর ফরজ করা হয়েছে। উশর ও যাকাত আদায়ে অনেক সাওয়াব পাওয়া যায়।   

৬. পরিমানঃ আমাদের উদপাদিত কৃষিজাত ফসলের ২০ ভাগের ১ ভাগ দান করা। অন্যদিকে আপনার মোট সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়।

আরো দেখুন>>>

Leave a Comment