যাকাত ও ট্যাক্স কি একই

আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা নিয়মিত সরকারের ট্যাক্স আদায় করে থাকে এবং তারা মনে করে যেহেতু আমরা প্রতিবছর নির্দিষ্ট সময়ে সরকারি ট্যাক্স আদায় করি। সে ক্ষেত্রে আমাদেরকে যাকাত দিতে হবে না বা দেওয়ার প্রয়োজন নেই। আসলে আমাদের মধ্যে প্রচলিত এ ধারণাটি সম্পূর্ণ ভুল এবং ইসলামিক শরীয়তে এর কোন ভিত্তি নেই।

কারন যাকাতের সাথে ট্যাক্সের কোন সম্পর্ক নেই। আর ট্যাক্স হচ্ছে ব্যাক্তির উপর্জনের উপরে বেধে দেয়া সকারের একটি নিয়োম। যা রাষ্টিয় কোসাগারে জমা হয় বা আয় কর অফিসে জমা দিতে হয়। আর যাকার হলো ইসলামের বিধান যা ব্যাক্তির নির্দিষ্ট পরিমাণ সম্পদ তথা – সাড়ে সাত তোলা স্বর্নের সমপরিমান সম্পদের মালিক হলে দিতে হয়। তাই ট্যাক্সের সাথে যাকাতের কোন সম্পর্ক নেই।

চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেই যাকাত ও ট্যাক্স এর মধ্যে পার্থক্য কি?

যাকাত কি

যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। যাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ করে, দারিদ্র বিমোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় হচ্ছে যাকাত।

ট্যাক্স কি

ট্যাক্স বা আয়কর মানে হচ্ছে আয় থেকে কর। সাধারন ভাষায় কোনো ব্যক্তি উপর সরকার কর্তৃক আরোপিত কর, যা আয় বা লভ্যাংশের পরিমাণ ভেদে পরিবর্তিত হয়। এটি রাষ্ট্রের সর্বসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ। 

ট্যাক্স ও যাকাত এর মধ্যে পার্থক্য

১. বিনিময়ঃ ট্যাক্স বা কর হচ্ছে সরকারের সেবায় বিনিময়। যেমন, সরকার রাস্তাঘাট, ফ্লাইওভার, পানির লাইন, আবর্জনা পরিষ্কার, পরিবেশ দূষণ রোধ, আইন-আদালত, সম্পদের নিরাপত্তা ও দেশের নিরাপত্তা ইত্যাদি নানা নাগরিক সুবিধা দিয়ে থাকে যার কারণে জনগণ সরকারকে ট্যাক্স দেয়।  

অন্যদিকে যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী মুসলিম সম্পদশালীরা তাদের মোট সম্পদের ওপর শতকরা চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করবে। 

২. সম্পদ বৃদ্ধিঃ ট্যাক্স দিলে সম্পত্তি কমে। অন্যদিকে যাকাত দিলে আল্লাহর রহমতে আপনার সম্পদ বৃদ্ধি পায়। 

৩. ইবাদতঃ ট্যাক্স সরকারের দাবী। ট্যাক্স পূরণ করা কোন ইবাদত নয়, তবে এটা সরকারের কাছে জনগণের দায়। অন্যদিকে যাকাত প্রদানের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার আদেশ মানার কারণে ফরজ ইবাদত পালন করে। 

৪. সম্পর্কঃ ট্যাক্সের সাথে সম্পর্ক হচ্ছে সরকার ও জনগণের মধ্যে। অর্থাৎ মহান আল্লাহতালার সাথে কোন সম্পর্ক নেই। পক্ষান্তরে যাকাতের সাথে মহান আল্লাহপাক ও তাঁর প্রিয় বান্দার সম্পর্ক। এখানে গণতান্ত্রিক সরকারের সাথে কোন সম্পর্ক নেই। 

৫. প্রতিদানঃ ট্যাক্সের টাকা যতই দেওয়া হোক তাতে কোনো সাওয়াব নেই। অন্যদিকে যাকাত আমাদের উপর ফরজ করা হয়েছে। যাকাত আদায়ে অনেক সাওয়াব পাওয়া যায়। 

৬. পরিমানঃ আপনার মোট আয় ও সম্পত্তির উপর নির্ভর করে ট্যাক্স নির্ধারণ করা হয়। অন্যদিকে আপনার মোট সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। 

আরো দেখুন>>>

যাকাত ও ট্যাক্স কি একই সম্পর্কিত কিছু প্রশ্নত্তর

যাকাত ও ট্যাক্স কি একই

না । যাকার আলাদা আর ট্যাক্স আলাদা

যাকাত ও আয়করের মধ্যে পার্থক্য

ইসলামী চিন্তাবিদরা বলেন, আয়কর এবং যাকাত- দুটোই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। তবে পার্থক্য হচ্ছে, যাকাতের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হতে হবে এবং আয়করের ক্ষেত্রে ইসলামী শরিয়ার বাধ্যবাধকতার কোন বিষয় নেই। আয়কর দিতে হয় মোট আয়ের উপর এবং যাকাত দিতে হয় মোট আয় থেকে ব্যয় বাদ দিয়ে উদ্বৃত্ত সম্পদের উপর।

যাকাত ও উশরের মধ্যে পার্থক্য কি

নিজেস্ব সম্পত্তির উপর যাকাত ধার্য করা হয়, যদি তা এক বছরের জন্য কারও দখলে থাকে তবে প্রতিটি ফসলের উপর ‘উশর প্রদেয়। মালিক নাবালক বা পাগল হলেও জমির উৎপাদিত পণ্যের উপর ‘উশর’ প্রদেয়।

Leave a Comment