জ্যামিতি কাকে বলে? জ্যামিতি শব্দের অর্থ কি?

আমরা সকলেই জ্যামিতি শব্দটির সাথে খুবই পরিচিত। ছেলেবেলা থেকেই পড়ালেখা করার সময় গণিত বিষয়ে জ্যামিতির প্রয়োজনীয়তা ছিল অনেক। আমরা অনেকেই জ্যামিতি শব্দের অর্থ কি এবং জ্যামিতি কাকে বলে এই সম্পর্কে জানিনা। তাই আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জ্যামিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

মুলত জ্যামিতি হল গণিত শাস্ত্রের একটি প্রাচীনতম শাখা। আমরা জানি সাধারন ভাবে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। প্রাচীন ভুমিবিদরা  জমি পরিমাপের জন্য জ্যামিতির উদ্ভব করেছিল। বর্তমানে জ্যামিতি দ্বারা বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে জ্যামিতিক জ্ঞান অপরিহার্য। 

জ্যামিতি শব্দের অর্থ কি?

জ্যামিতি শব্দটি মুলত গ্রিক শব্দ জিওমেট্রি (geometry) শব্দ থেকে এসেছে। জিওমেট্রি (geometry) শব্দটি  বাংলা আভিধানিক অর্থ হল জ্যামিতি বা ভূমির পরিমাপ। ইংরেজি Geo, অর্থ Earth (ভূমি) ও metry অর্থ পরিমাপ। অতএব জ্যামিতি শব্দের অর্থ হল ভূমির পরিমাপ। গণিতশাস্ত্রের ভাষায় যে বিষয় বা শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাবতীয় ক্ষেত্রের পরিমাপ ও বৈশিষ্ট্য ধর্ম সম্পর্কে আলোচনা করা হয় তাই হল জ্যামিতি।

জ্যামিতি শব্দের অর্থ কি

উত্তরঃ জ্যামিতি শব্দটি মুলত গ্রিক শব্দ জিওমেট্রি (geometry) শব্দ থেকে এসেছে। জিওমেট্রি (geometry) শব্দটি  বাংলা আভিধানিক অর্থ হল জ্যামিতি বা ভূমির পরিমাপ।

জ্যামিতি কাকে বলে?

গনিত বিষয়ের অন্যতম প্রাচীনতম শাখা জ্যামিতির জনক বলা হল  ইউক্লিডকে। ইউক্লিড হচ্ছেন বিখ্যাত একজন গ্রিক গনিত পন্ডিত। পরবর্তীতে তিনি  গ্রিক পন্ডিত থেলস এবং পিথাগোরাসের জ্যামিতির পূর্ণতা দিয়েছেন। তাদের মতে জ্যামিতি হল গণিতের যে শাখায় আকার, আকৃতি, সংক্রান্ত বিভিন্ন চিত্র বা নকশা সমূহের মধ্যে পারস্পারিক সম্পর্ক বা তাদের আপেক্ষিক অবস্থান এবং স্থান বা জগতের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করে। 

সহজ ভাষায় জ্যামিতি হল গনিতের যে অংশে ভূমির পরিমাপ প্রণালী, ভূমির অবস্থান, আয়তন এবং ক্ষেত্রফল সম্পর্কে সঠিকভাবে পরীক্ষা করা হয়। আমরা জানি মিশরের মাটি থেকেই জ্যামিতির শুরু ও বিকাশ ঘটে। 

জ্যামিতির প্রকারভেদ 

জ্যামিতির মাধ্যমে আমরা শুধু জমির পরিমাপ করতে পারি এমনটা নয়। জ্যামিতির মাধ্যমে জমির পরিমাপ করার পাশাপাশি বিভিন্ন প্রকার চিহ্ন ও তাদের ধর্ম বা বৈশিষ্ট্যের বিচার বিশ্লেষণক করতে পারি। এ জন্য জ্যামিতিকে স্থানভিত্তিক বিজ্ঞানও বলা হয়। জ্যামিতি মুলত ০২ প্রকার। যথা, ব্যবহারিক জ্যামিতি ও তাত্ত্বিক জ্যামিতি।

আরোও দেখুন

১. ব্যবহারিক জ্যামিতিঃ  যে শস্ত্রের মাধ্যমে ব্যবহারিক ভাবে বিন্দু, বস্তু, স্থান, রেখা, কোণ, ক্ষেত্র, তল প্রভৃতি অঙ্কন করার পদ্ধতি শেখা যায় তাকে ব্যবহারিক জ্যামিতি বলে। 

২. তাত্ত্বিক জ্যামিতিঃ যে শস্ত্রের মাধ্যমে জ্যামিতিক উপাত্তগুলােকে প্রমান, যুক্তি তর্ক ও তত্ত্বের সাহায্যে নতুন কোন সিদ্ধান্তে আসা যায় তাকে তাত্ত্বিক জ্যামিতি বলে।

জ্যামিতি শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

জ্যামিতি শব্দের অর্থ কি?

জ্যামিতি শব্দটি মুলত গ্রিক শব্দ জিওমেট্রি (geometry) শব্দ থেকে এসেছে। জিওমেট্রি (geometry) শব্দটি  বাংলা আভিধানিক অর্থ হল জ্যামিতি বা ভূমির পরিমাপ।

জ্যামিতি কাকে বলে?

সহজ ভাষায় জ্যামিতি হল গনিতের যে অংশে ভূমির পরিমাপ প্রণালী, ভূমির অবস্থান, আয়তন এবং ক্ষেত্রফল সম্পর্কে সঠিকভাবে পরীক্ষা করা হয়।

Leave a Comment