জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য কি

জাতি ও জাতীয়তা এর মধ্যে তুলনামূলক পার্থক্য খুবই কম। জাতি হচ্ছে এমন একটি এলাকায় কয়েকটি পরিবার সমষ্টিগত ভাবে বসবাস করে। আর জাতীয়তা হচ্ছে ওই সমষ্টিগত পরিবারগুলোর আধ্যাত্মিক চেতনা ও মানসিক ধারণা। যখন একটি জাতি বা গোষ্ঠী স্বাধীনতার মতে রাজনৈতিক মর্যাদা অর্জনে আকাঙ্ক্ষা করে ও বাস্তবে তা অর্জন করে তখন জাতীয়তা একটি জাতিতে পরিণত হয়। 

জাতি কি 

Headline...!!!

জাতি হচ্ছে এমন একটি এলাকায় কয়েকটি পরিবার সমষ্টিগত ভাবে বসবাস করে। সাধারণত সমষ্টিগত মানুষের অঞ্চল, অর্থনৈতিক জীবন, স্বতন্ত্র সংস্কৃতি, ইতিহাস, সংস্কৃতি বা ভাষা দ্বারাএকটি বৃহৎ সংস্থা, যারা একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে বসবাস করে।

জাতীয়তা কি 

জাতীয়তা হচ্ছে কোনো একটি নিদিষ্ট এলাকায় সমষ্টিগত বসবাসকারী পরিবারগুলোর আধ্যাত্মিক চেতনা ও মানসিক ধারণা। জাতীয়তা একটি নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীটির অন্তর্গত অবস্থা যা জন্মগতভাবে হোক বা স্বাভাবিকীকরণের মাধ্যমে। তুলনামুলক ভাবে জাতীয়তার মুল কাজ হল ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে একটি আইনি সম্পর্ক গঠন করা। জাতীয়তা ব্যক্তির উপর রাষ্ট্রীয় এখতিয়ার প্রদান করে এবং ব্যক্তিকে রাষ্ট্রের সুরক্ষা প্রদান করে।

নিচে জাতি ও জাতীয়তা এর মধ্যে তুলনামূলক পার্থক্য গুলো তুলে ধরা হল। 

১. সংজ্ঞাগত পার্থক্যঃ জাতি হচ্ছে এমন একটি এলাকায় কয়েকটি পরিবার সমষ্টিগত ভাবে বসবাস করে। আর জাতীয়তা হচ্ছে ওই সমষ্টিগত পরিবারগুলোর আধ্যাত্মিক চেতনা ও মানসিক ধারণা।

. ধারণা ভিত্তিক পার্থক্যঃ জাতি একটি সক্রিয় ও বাস্তব ধারণা। অন্যদিকে জাতীয়তা একটি আবেগপূর্ণ ও কল্পনা ভিত্তিক অনুভূতি।

৩. আদর্শগত পার্থক্যঃ জাতি হচ্ছে একটি সুসংগঠিত আদর্শ, আর জাতীয়তা হল কিছু আধ্যাত্মিক বা অনুভূতির সমন্বয় মাত্র। যে বোধ বা অনুভূতি জাতি গঠনে সহায়তা করে সে বোধটি কালক্রমে জাতির আদর্শ হিসেবে বিবেচিত হয়। 

৪. চেতনাগত পার্থক্যঃ জাতি হচ্ছে বিশেষ কতকগুলো চেতনার সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়া যা জাতির অস্তিত্বকে স্থায়িত্ব প্রদানে সহায়তা করে। কিন্তু জাতীয়তা হলো এসব চেতনার প্রাথমিক অবস্থা। 

আপনারা নিশ্চয়ই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জাতি ও জাতীয়তা কি এবং এদের মধ্যে তুলনামূলক পার্থক্য গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে অনেক গুরত্বপূর্ণ তথ্য সহগ্রহ করতে পেরেছেন।

আরো দেখুন>>>

আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভাল লেগে থাকলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে, অন্যকে তথ্যগুলো সুযোগ্য পড়ার সুযোগ করে দিন। 

Leave a Comment