জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছেন?

কিছুসংখ্যক বাহিক উপাদান দ্বারা যখন কোন জনগোষ্ঠী নিজেদেরকে অন্য কোন গোষ্ঠী থেকে আলাদা মনে করে তখন তারা একটি জাতীয়তা গঠন সৃষ্টি করে। জাতীয়তাবাদের উপাদান গুলি হল অভিন্ন ভাষা, সাহিত্য, ধর্ম, ইতিহাস-ঐতিহ্য ভৌগলিক অঞ্চল প্রভৃতি। তবে জাতীয়তা গঠনের ক্ষেত্রে এই উপাদানগুলোর জাতীয়তাবোধের ক্ষেত্রে অপরিহার্য নয়। কেননা ফরাসি চিন্তাবিদ রেনান বলেন, ‘জাতীয়তা একটি মানসিক সত্তা, এটি একপ্রকার সজীব মানসিকতা।

জাতীয়তা কি

Headline...!!!

সাধারণ অর্থে জাতীয়তা হল এক ধরনের মানসিক ধারণা। যে ধারণার মানসিকতায় কোন জাতি বা গোষ্ঠী অন্য কোন জাতি বা গোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা মনে করে। 

তবে  ফরাসি চিন্তাবিদ রেনান এর মতে, জাতীয়তা হলো একটি সজীব মানসিকতা। অন্যদিকে অধ্যাপক লাক্সি বলেন, জাতীয়তা হচ্ছে একটি মানসিকতার ব্যাপার যা তাদেরকে অবশিষ্ট মানবজাতি থেকে আলাদা করে। তিনি আরো বলেন, জাতীয়তার ভাব সাধারণত আধ্যাত্মিক ব্যাপার মাত্র। জাতীয়তা মূলত নতুন মানসিকতা ও ঐক্যবদ্ধতার সৃষ্টি করে। 

জাতীয়তার বিকাশ 

মানব সভ্যতার ইতিহাস মূলত ক্রমবিবর্তন সমূহের ইতিহাস। এই ক্রমবিবর্তনের পথ ধরে অনেক জাতি বারাষ্ট্র উত্থান ও পতন দিয়ে তৈরি হয়েছে আধুনিক রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রগুলোতে বলা হয় জাতীয় রাষ্ট্র।

জাতীয়তার কারনে এক জাতি বা গোষ্ঠীর অপর জাতি বা গোষ্ঠীকে সহযোগিতা করে না। এরা একই সরকারের অধীন থাকার ইচ্ছা না করে নিজেদের একাংশ দ্বারা গঠিত সরকার গঠন করতে চায়। যা পরবর্তী সময়ে একটি রাষ্ট্র বা জাতিকে এক বা একাধিক রাষ্ট্রে পরিণত করে। জাতীয়তার ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন নাও থাকতে পারে। 

আরো দেখুন>>>

আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জাতীয়তা একটি মানসিক সত্তা, এটি একপ্রকার সজীব মানসিকতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভাল লেগে থাকলে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে। অন্যকে তথ্যগুলো সংগ্রহ করার সুযোগ করে দিবেন, ধন্যবাদ। 

Leave a Comment