জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন ইংরেজি কিভাবে আবেদন করতে হয় তা অনেকের কাছে অজানা রয়েছে। যারা আগে জন্ম নিবন্ধন করেছিলেন তাদের জন্ম সনদ টি ছিল বাংলা এবং হাতে লেখা। তাই অনেকের অনলাইন না থাকায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও এখনকার দিনে সকল চাকরিতে বাংলার পাশাপাশি ইংরেজি জন্ম সনদ বাধ্যতামূলক করেছেন।

তাই আমরা আজ জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন বিস্তারিত ভাবে সকল নিয়ম কানুন আলোচনা করবো। এই আর্টিকেল টি পড়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করতে হয়। ইংরেজি আবেদন করতে কত টাকা ফি দিতে হয় সে সম্পর্কে এই আর্টিকেল মাধ্যমে তুলে ধরব।

সকল তথ্য জানতে আর্টিকেল টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ঝামেলা ছাড়াই কিভাবে জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করতে হয়।

জন্ম নিবন্ধন ইংরেজিতে যাচাই করার নিয়ম

সবার প্রথমে জন্ম নিবন্ধন টি যাচাই করে নিতে হবে যে জন্ম নিবন্ধন টি ইংরেজি তে আছে কিনা। কারণ পূর্বে জন্ম নিবন্ধন হাতে লেখা ছিল এর কারনে অনেক এর জন্ম নিবন্ধন টি অনলাইন ডাটা তে সংরক্ষন করা সম্ভব হয়নি।

যদি আপনার জন্ম নিবন্ধন টি ইংরেজি তে না থেকে থাকে তাহলে আপনাকে তা ইংরেজি তে করার জন্ম আবেদন করতে হবে। তাহলে সবার আগে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলা জন্ম নিবন্ধন কে ইংরেজি করবেন।

কিভাবে বাংলা জন্ম নিবন্ধন কে ইংরেজি করবো

জন্ম নিবন্ধন টি বাংলা থেকে ইংরেজি করার পূর্বে যাচাই করে নিন আপনার জন্ম নিবন্ধন টি ১৭ ডিজিট এর তা রয়েছে কিনা। যদি না থাকে তাহলে তা সংশোধনী করে নিতে হবে। যেহেতু এখন বিভিন্ন চাকরীর জন্য ইংরেজি জন্ম সনদ প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে বিদেশ এ চাকরীর ক্ষেত্রে জন্ম নিবন্ধন টি ইংরেজি তে বেশি প্রয়োজন হয়ে থাকে।

ধাপে ধাপে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার জন্ম সনদ টি বাংলা থেকে ইংরেজি করবেন।

০১ঃ জন্ম নিবন্ধন ওয়েব সাইট 

আপনার জন্ম নিবন্ধন টি বাংলা থেকে ইংরেজি করতে হলে সবার আগে আপনাকে জন্ম নিবন্ধনের ওয়েব সাইট ভিজিট করতে হবে। জন্ম নিবন্ধনের ওয়েব সাইট টি হল https://bdris.gov.bd/br/correction। সাইট টিতে ঢুকে নির্দেশনা গুলো আগে আপনাদের পড়ে নিতে হবে।

০২ঃ রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন বের করুণ

  • নির্দেশনা গুলো পড়ার পর দেখবেন ওই পৃষ্ঠায় দুটি ফাকা জায়গা রয়েছে সেখানে প্রথম ফাকা জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার এবং দ্বিতীয় ফাকা জায়গায় জন্ম তারিখ এর ১৭ ডিজিট নাম্বার টি প্রদান করুণ। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করুণ।
  • অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার জন্ম সনদ দেখতে পারবেন। এরপর সিলেক্ট টেক্সট বাটন ক্লিক করতে হবে। এবং শেষে কনফর্ম বাটনে ক্লিক কর্তে হবে।

০৩ঃ রেজিস্ট্রেশন অফিসের ঠিকানা নির্বাচন করুণ

  • এখানে আপনার রেজিস্ট্রেশন অফিস নির্বাচন করতে হবে। এর জন্য আপনাকে আপনার দেশ,বিভাগ,জেলা,সিটি কর্পোরেশন/পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন নির্বাচন করুণ।
  • এরপর জন্ম নিবন্ধন অফিসের ঠিকানা প্রদান করতে হবে।
  • সকল তথ্য সঠিক প্রদান করা হলে পরবর্তী বাটনে ক্লিক করুণ।
কিভাবে বাংলা জন্ম নিবন্ধন কে ইংরেজি করবো

০৪ঃ ইংরেজি তথ্য যোগ করুণ

  • এখন সকল তথ্য ইংরেজি তে যোগ করার জন্য সাবধান ভাবে তা পূরণ করতে হবে। সে জন্য ইংরেজি সিলেক্ট করুণ।
  • ইংরেজিতে আপনার সঠিক তথ্য গুলো প্রদান করুণ।
  • প্রদান করা হলে পরবর্তী বাটনে ক্লিক করুণ।

০৫ঃ ইংরেজিতে জন্ম স্থানের ঠিকানা লেখুন

  • সকল তথ্য প্রদান করার পর আপনার জন্ম স্থানের ঠিকানা চাবে সেখানে আপনার ঠিকানা টি ইংরেজিতে প্রদান করুণ।
  • ঠিকানা ইংরেজিতে ভুল এরাতে তা ভালো ভাবে যাচাই করে নিন।
  • এরপর জন্মস্থানের ঠিকানা টি প্রদান করুণ।

০৬ঃ আবেদন কারীর তথ্য প্রদান করুণ

  • এই ধাপে ইংরেজিতে জন্ম স্থানের ঠিকানা যে পৃষ্ঠায় প্রদান করেছেন সেই পৃষ্ঠার নিচে গিয়ে আবেদন কারীর তথ্য চাওয়া হবে সেখানে তথ্য প্রদান করুণ।
  • যদি আপনি নিজে পূরণ করে থাকেন তাহলে সিলেক্ট করুণ মাইসেলফ।
  • যদি নিজে পূরণ না করে থাকেন তাহলে সিলেক্ট করতে হবে আপনি আবেদন কারির যা হন অথবা ইউনিয়ন কর্মচারি হলে তাকে ইউনিয়ন নামটি ব্যবিহার করতে হবে।
  • এরপর জন্ম নিবন্ধন কারীর তথ্য প্রদান করতে হবে।
  • বাবা-মা হলে তার জাতীয় পরিচয়পত্র আইডি কার্ড প্রদান করতে হবে।
  • পরিশেষে আপনার মোবাইল নাম্বারটি প্রদন করতে হবে। মোবাইল নাম্বারে অ্যাপ্লিকেশানের একটি বার্তা আসবে।
  • এবং ইমেল নাম্বার চাবে ওইটি গুরুত্বপূর্ণ নয় দিলেও হবে তা না দিলেও হবে।

০৭ঃ পেমেন্ট পদ্ধতি

  • সব গুলো ধাপ পূরণ করার পড়ে পেমেন্ট পদ্ধতি নামে একটি অপশন চলে আসবে। সেখানে দুটি বিকল্প ফি অপশন দেখা যাবে সেখান থেকে ফি সংগ্রহ বিকল্প ফি অপশনটি নির্বাচন করতে হবে।
  • সকল তথ্য সঠিক হলে জমা বাটনে ক্লিক করে আবেদন ফি জমা প্রদান করুণ।
  • আবেদন ফি প্রদান করার পর একটি নিচে অপশন পাবেন যে আবেদন অ্যাপ্লিকেশান প্রিন্ট তা প্রিন্ট করে নিতে হবে।

০৮ঃ আবেদন কপি জমা দিন

  • আবেদন অ্যাপ্লিকেশান প্রিন্ট হয়ে গেলে তা ইউনিয়ন/উপজেলা/পৌরসভা/সিটি কর্পোরাশন জমা প্রদান করতে হবে।
  • নথি জমা প্রদান করার সময় আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে।
  • এখন কর্তৃকপক্ষ তা যাচাই করার জন্য ১৫-২০ দিন সময় নিবে তার পড়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন ইংরেজিতে করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন সংশোধন বা বাংলা থেকে তা ইংরেজি করার জন্য জন্ম নিবন্ধন ফি নির্ধারন করা হয়েছেচ ১০০ টাকা। এছাড়াও আরও কিছু বাড়তি খরচ হতে পারে সে কারনে আপনার আরও কিছু টাকা প্রয়োজন হবে।

আরো দেখুন>>>

সব মিলিয়ে ২০০-২৫০ টাকা হলে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন বা বাংলা থেকে তা ইংরেজি করতে পারবেন। আমাদের আর্টিকেল টি ভালো লাগলে তা শেয়ার করে অন্যদের দেখার সুজুগ করে দিতে পারেন।

Leave a Comment