জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হলে আপনাদের কে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করার মাধ্যমে যাচাই করতে হবে। জন্ম নিবন্ধন এখন কমবেশি সব কাজেই প্রয়োজন হয়ে থাকে কিন্তু অবহেলা বা হারিয়ে ফেলার কারনে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে হয়।

এখন জন্ম নিবন্ধন ওয়েব সাইট ঢুকে যে কেউ তার জন্ম সনদপত্র টি দেখতে পারবে এবং ডাউনলোড করে নিতেও পারবে। এই আর্টিকেল দ্বারা আলোচনা করবো জন্ম তারিখ দিয়ে আপনারা কিভাবে জন্ম নিবন্ধন টি যাচাই করবেন। তাই বিস্তারিত ভাবে জানতে আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই নিয়ম

আপনারা চাইলে শুধু জন্ম তারিখ দিয়ে আপনাদের জন্ম নিবন্ধনটি দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় জন্ম সনদপত্র টি ভালভাবে সংরক্ষণ না রাখার কারনে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। প্রয়োজনের সময় না পাওয়াতে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে হয়। কিন্তু এখন আপনারা চাইলে জন্ম তারিখ প্রদান করার মাধ্যমে জন্ম সনদ পত্রটি দেখতে পারবেন।

আপনারা জন্ম নিবন্ধনটি যাচাই ও সংশোধন করতে পারবেন। জন্ম নিবন্ধনের ওয়েবসাইট ঢুকে আপনার জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করার মাধ্যমে জন্ম নিবন্ধন সকল তথ্য দেখতে পারবেন।

  • আপনার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে ভিজিট করতে হবে জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েব সাইটে http://www.everify.bdris.gov.bd
  • এরপর হোম পেজ থেকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করতে হবে।
  • জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পেজ চলে আসবে।
  • প্রথমে birth registration number এ আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার টি প্রদান করতে হবে।
  • এরপর date of birth (yyyy-mm-dd) এ গিয়ে yyyy তে বছর দিতে হবে,mm তে মাস প্রদান করতে হবে এবং dd তে দিন দিতে হবে।
  • শেষে একটি ক্যাপচা আসবে ওখানে কিছু সংখ্যা থাকবে তা the answer is লেখা ঘরে প্রদান করতে হবে।
  • রেজাল্ট পেতে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

আপনারা চাইলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার টি প্রদান করতে হবে। যদি জন্ম নিবন্ধন টি ১৭ সংখ্যার না হয়ে থাকে তাহলে তা ডিজিটাল করে নিতে হবে। উপরে আপনাদের দেখিয়েছি কিভাবে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম সনদপত্র যাচাই করা যায়।

আরো দেখুন>>>

জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে সংশ্লিষ্ট ওয়েব সাইট যেতে হবে- http://www.everify.bdris.gov.bd। এরপর সকল তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে। তথ্য প্রদান করা হয়ে গেলে সার্চ বাটন টিতে ক্লিক করতে হবে। সবশেষে আপনার সামনে জন্ম নিবন্ধনের সকল তথ্য চলে আসবে।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

অনেকের মাঝে প্রশ্ন জাগে যে নাম দিয়ে কি জন্য নিবন্ধন যাচাই করা যায় কিনা। আপনাদের জানাবো নাম দিয়ে সত্যি কি জন্ম সনদপত্র যাচাই করা যায় কিনা।

অনলাইনের মধ্যে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা কখন সম্ভব নয়। অনলাইনে জন্ম সনদ যাচাই করতে হলে জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে। তবে আপনারা নাম দিয়ে আপনাদের ইউনিয়ন/উপজেলা/পৌরসভা/সিটি কর্পোরাশন গিয়ে তা পেতে পারবেন। সে ক্ষেত্রে আপনাদের কে নাম ও গ্রাম ঠিকানা দিয়ে তা বের করতে হবে।

আমাদের আর্টিকেল টি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা হলে শেয়ার করার মাধ্যমে অন্যদের কে দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়া নিত্য নতুন আর্টিকেল সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট টি ভিজিট করতে পারেন।

Leave a Comment