কানের ব্যাথার ঔষধের নাম

কানের ব্যথা হয়না এমন মানুষ খুবেই কম রয়েছে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কোন না কোন সময় কানের ব্যথা দেখা দিয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কানের ব্যাথা বেশি দেখা যায় এবং বর্তমানে কানের ব্যথা একটি কমন সমস্যা হয়ে দারিয়েছে।

তাই আজ আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করবো কানের ব্যথার হলে করনীয় ও প্রতিকার কি ভাবে করতে হয় এবং কি কি ওষুধ ব্যবহার করে কানের ব্যথা দূর করতে হয়। কানের ব্যথা হলে কিভাবে ঘরোয়া উপায়ে কানের ব্যথা দূর করা যায়।

কানের ব্যাথা যদিও কমন একটি সমস্যা তবে কিছু কিছু ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করে থাকে। কানে কম শোনা থেকে শুরু করে ইনফেকশন পর্যন্ত হয়। এর ফলে কখনো-কখনো অপারেশন পর্যন্ত করতে হয়। তাই কানের ব্যথাকে কখনো অবহেলা করতে নেই। সময় মতো সঠিক চিকিৎসা নিলে কানের ব্যথা থেকে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব হয়। 

কানের ব্যাথার কারন?

কানের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। এছাড়াও কখনও অন্য কোন সমস্যার কারণেও কান ব্যথা করতে পারে। তাই বিভিন্ন কারণে ব্যথার স্থায়িত্ব একেক রকম হয়ে থাকে। তাই এখন আপনাদের সঙ্গে কানের ব্যাথার খুব পরিচিত কিছু লক্ষণ গুলো নিয়ে নিচে আলোচনা করব।

কানের ব্যাথার কারন?

উত্তরঃ অতিরিক্ত কানের ভিতর ময়লা সৃষ্টির ফলে কান ব্যাথা হতে পারে।

কানের সংক্রমণঃ ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রমণ কারনে ব্যথা এবং প্রদাহ হতে পারে ফলে সে কারণে কান ব্যথা হয়।

দাঁত উঠানোঃ ছোট বাচ্চাদের নতুন দাঁত ওঠা এবং দাঁতের মাড়িতে ইনফেকশন এর জন্য ফোড়া হওয়ার ফলে কানের ব্যথা হতে পারে।

কানের ময়লাঃ অতিরিক্ত কানের ভিতর ময়লা সৃষ্টির ফলে কান ব্যাথা হতে পারে।

ফোলাঃ গোসল করার সময় কানের ভিতোর পানি ঢুকে বা সাঁতারের সময় কানের ভেতর পানি প্রবেশ করার ফলে কান ব্যাথা ও ফোলার সৃষ্টি হতে পারে।

খাবার গিলার সময় কানের ব্যথা অনুভূত হওয়াঃ অনেক সময় গলা ব্যাথা, টনসিলের ইনফেকশন এবং টনসিলে বিভিন্ন জটিলতার কারণে কানের ব্যথা হতে পারে।

বাহিরের বস্তঃ খেলনা বা পোকামাকরের মতো বস্তু কানের ভেতর জমা হয়ে ব্যথার সৃষ্টি করতে পারে।

ট্রমাঃ কানে শারীরিক আঘাতের কারণে ব্যথার সৃষ্টি হতে পারে।

জ্বর আসাঃ অনেক সময় জ্বর হওয়ার ফলে কানের ব্যাথার সৃষ্টি হতে পারে।

কানের ব্যথার ওষুধের নাম

এখন আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো কানের ব্যথার ওষুধের নাম। যে সকল ওষুধ সেবন করার ফলে কানের ব্যথা থেকে উপশম তাড়াতাড়ি পাওয়া সম্ভব হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কানের ব্যথা ঔষধের নাম ও ব্যবহার করার নিয়ম গুলো।

কারো যদি কানের ভিতোর তীব্র ব্যাথা হয়ে থাকে তাহলে diclofenac sodium যুক্ত ওষুধ সেবন করার ফলে ভালো ফলাফল পেতে পারেন। যেমনঃ 

  • Clofenac 50/100mg
  • A-fenac-sr 50/100mg
  • Voltalin-sr 50/100mg

খাওয়ার নিয়মঃ 

প্রতিদিন দুবেলা করে ভরা পেটে খেতে হবে। সকাল ও রাত খাবারের পরে সেবন করতে হবে সাত দিন। 

অথবা সিপ্রোফ্লক্সিন যুক্ত ওষুধ সেবন করতে পারেন। যেমনঃ 

  • Ciprocin 250/500mg
  • Cipro-a 250/500mg

খাওয়ার নিয়মঃ 

আগের মতোই প্রতিদিন দুবেলা করে ভরা পেটে খেতে হবে। সকাল ও রাত খাবারের পরে সেবন করতে হবে সাত দিন।

এছাড়াও ব্যথার ওষুধ সেবন করলে পেটের ভিতরে গ্যাসের সৃষ্টি হয় সেজন্য আপনাদেরকে ওমিপ্রাজল যুক্ত ট্যাবলেট সেবন করতে হবে। যেমনঃ 

  • সেক্লো ২০/৪০এমজি
  • পিপিআই  ২০/৪০এমজি
  • প্যানটোনিক্স
  • নিউ ট্রাক  
  • রেনিটিডিন 
  • অল ট্রাক 
  • রাবিপ্রাজল 
  • ফিনিক্স ২০এমজি
  • ইন্টারসিটি

খাওয়ার নিয়মঃ 

ওষুধগুলো সকাল ও রাতে খাবারের ২০ মিনিট পূর্বে সেবন করতে হবে। কানের ব্যাথার ঔষধের সঙ্গে ওষুধ গুলো সেবন করতে হবে।

কানের ব্যাথার ড্রপের নাম

ইতিপূর্বে আমরা কানের ব্যাথার ওষুধের নাম জেনেছি। এখন আমরা জানবো কানের ব্যাথার ড্রপের নাম যেগুলো ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। যাদের কানের ভিতোর জীবাণু দ্বারা সংক্রমিত হয় সৃষ্টি হয়েছে তারা নিম্ন লিখিত ওষুধ গুলো ব্যবহার করার ফলে ভাল ফলাফল পাবেন।

  • ক্লারিজল।
  • ক্যানিজ।
  • ক্যান্ডিসটিন। 

তাছাড়াও যাদের কানের ভেতর খৈল রয়েছে। তারা এই ড্রপটি ব্যবহার করতে পারেন।

  • ওয়াক্সসল। 

কানের ব্যথার ঘরোয়া চিকিৎসা

কানের ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে। এছাড়াও ইতিপূর্বে আমরা জেনেছি যে ওষুধ ও ড্রপ মাধ্যমে কিভাবে ব্যাথা থেকে উপশম পাওয়া যায়। আপনারা যদি ঘরোয়া উপায় মেনে চলেন তাহলে খুব দ্রুত পাতা থেকে উপসক পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায় গুলো কি কি রয়েছে।

গরম ও ঠান্ডা সেকঃ 

কানের ব্যথা তীব্র হলে গরম চেকের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া যায়। আর যদি পুঁজ বের হয় তাহলে গরম সেক দিলে ব্যথা কমে যায়। গরম শেক এর কারণে কানের ভেতরে জমে থাকা পুজ গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে।

আরোও দেখুন>>>

অথবা, ফ্রিজ থেকে কয়েক টুকরো বরফ বের করে তা একটি কাপড়ে পেঁচিয়ে নিয়ে কানের ব্যথা যুক্ত স্থানে কিছুক্ষন ধরে রাখুন। এবং এর ফাঁকে কিছুটা পানি গরম করে রুমালে দিয়ে তা গরম করুন এতে করে ভালো ফলাফল পাওয়া যায়।

রসুনের তেলঃ 

রসুনের তেল কানের ব্যথার জন্য ভালো ফলাফল পাওয়া যায়। এক কোয়া রসুন দিয়ে অল্প তেলে সামান্য অলি অয়েল তেল এর মাধ্যমে দিয়ে তা গরম করুন। রসুন দেওয়া তেল গরম হয়ে গেলে তা ভালোভাবে ছেঁকে নিন এবং যে কানে ব্যথা ওইখানে দুই থেকে তিন ফোটা তেল দিন। এভাবে কয়েক বার দিলে অনেকটা আরামবোধ করতে পারবেন।

উঁচু বালিশে শোয়াঃ 

রাতে ঘুমানোর সময় যেখানে ব্যথা সেদিকে না শুয়ে  অন্য দিকে কাত হয়ে শুতে হবে। এতেও যদি ব্যাথা না কমে তাহলে অতিরিক্ত বালিশ দিয়ে মাথা উঁচু করে ছুঁয়ে দেখতে হবে। এত করে অনেকটা আরামবোধ পেতে পারেন।

নিমের রসঃ

নিম পাতায় রয়েছে ব্যাথা কমানোর এক বিশেষ গুণ। তাই নিমপাতা ভালো করে ধুয়ে তা থেঁতলে নিয়ে রস বের করে নিতে হবে। এবং যেখানে ব্যথা রয়েছে সেখানে দু ফোঁটা রস দিতে হবে। এতে করে টানের ব্যাথা অনেকটা কমে আসবে।

আমাদের আর্টিকেলটি পাঠ করার মাধ্যমে আপনারা জানতে পেরে উপকৃত হলেন যে কি কি উপায়ে কানের ব্যথা থেকে উপশম পাওয়া সম্ভব। তাই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে তা সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়াও স্বাস্থ্য টিপস সম্পর্কে আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন ধন্যবাদ।

কৌশল নিয়ে কিছু প্রশ্ন উত্তর:

কানের ব্যাথার কারন?

অতিরিক্ত কানের ভিতর ময়লা সৃষ্টির ফলে কান ব্যাথা হতে পারে।

কানের ব্যথার ওষুধের নাম

কানের ব্যথার ওষুধের নামঃ Clofenac 50/100mg, A-fenac-sr 50/100mg, Voltalin-sr 50/100mg

Leave a Comment