কাশির সিরাপ। বড়দের কাশির সিরাপের নাম 

কাশি বর্তমান সময়ের মানুষদের খুবই সাধারণ একটি সমস্যা। ছোট থেকে বড় সবাই কমবেশি এই সমস্যায় আক্রান্ত হয়। অনেকেই অনলাইনে কাশির সিরাপ, বড়দের কাশির সিরাপের নাম, কি খেলে কাশি ভালো হয়, কাশি ভালো হওয়ার ওষুধ এর নাম লিখে সার্চ করে থাকেন। আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেই কাশির সিরাপ এর নাম গুলো কি কি?

কাশির সিরাপের নাম 

পিউরিসাল সিরাপ: পিউরিসাল হচ্ছে বড় ও ছোটদের জন্য খুবই উপকারী একটি কাশের সিরাপ। তবে এই সিরাপটি প্রাপ্তবয়স্কদের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এই কাশির সিরাপ টিতে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে মাঝে মধ্যে বমি বমি ভাব অথবা গ্যাস্টিকের সমস্যা দেখা দিতে পারে।

কাশির সিরাপ। বড়দের কাশির সিরাপের নাম 

এটা কোন ধরনের এটা কোন বড় ধরনের সাইডিফেক্ট নয়। তবে মাঝেমধ্যে কিছু মানুষের শরীরে এলার্জির সমস্যা দেখা দিতে পারে। কাশির জন্য পিউরিসাল সিরাপ খাওয়ার পূর্বমুহূর্তে সঠিক নিয়ম আপনাদের জেনে নিতে হবে। গর্ভবতী মায়েরা বা নবজাতক শিশুর জন্মদানকারীরা এই কাশির সিরাপ সেবন করা থেকে বিরত থাকবেন।

দামঃ পিউরিসাল সিরাপটির ৫০ মিলির দাম ৩০ টাকা এবং ১০০ মিলির দাম ৪৫ টাকা।

কাশির সিরাপ ভালো কোনটা 

অ্যাডোভাস সিরাপঃ এডোভাস সিরাপটি মুলত স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর খুব ভালো মানের একটি সিরাপ। এই সিরাপটা সম্পূর্ণ হারবাল পদ্ধতিতে তৈরি করা হয় বলে দাবি করেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানি টি। স্কয়ার কোম্পানি বিশ্বস্ত কোম্পানি এটা সবাই আগে থেকেই জানি।

বুকের ভিতরে জমে থাকা কফ অপসারণে এই সিরাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকরী। এছাড়াও যাঁদের শুষ্ক কাশি রয়েছে তারা চাইলেই সিরাপটি কিনে সেবন করতে পারেন। স্কয়ারের এই কাশির সিরাপ সম্পূর্ণ ভেষজ উদ্ভিদের মিশ্রণ দ্বারা তৈরি করা হয়। রোগীরা দীর্ঘদিন ধরে এই সিরাপটি সর্দি, কাশি, ঠান্ডায় ব্যবহার করে আসছে। যেসব মানুষদের অনেক পুরনো দিনের কাশি রয়েছে তারা চাইলেই সিরাপ ব্যবহার করতে পারেন।

আরোও দেখুন>

এটা শিশু ও বড়দের জন্য সমানভাবে কাজ করে থাকে। বর্তমান বাজারের অন্যান্য কাশির সিরাপের মত সেবন করলে আপনার শরীরের মধ্যে ঝিমুনি ভাব আসবে না। এছাড়া মুখের শুষ্কতা ও কোষ্ঠকাঠিন্য দেখা দিবেনা। যেটা আপনি অন্যান্য কোম্পানির সিরাপ সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখতে পারেন। এই কাশির সিরাপ সেবন করার পূর্বে অবশ্যই নিয়ম কানুন গুলো চিকিৎসকের নিকট হতে সঠিকভাবে জেনে নিবেন। 

দামঃ এডোভার সিরাপটির ১০০ মিলের দাম হচ্ছে ৭০ টাকা এবং ২০০ মিলির দাম হচ্ছে ১১০ টাকা।

কাশির সিরাপের নাম বড়দের 

এডোলিফ সিরাপঃ এডোলিফ সিরাপ টি হচ্ছে বড়দের জন্য তৈরি করা একটি হারবাল সিরাপ। এই হারবাল সিরাপ বুকের ভেতর জমে থাকা কফ অপসারণ করে থাকে। যেমনটা আমরা স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির মধ্যে দেখে থাকি। পাশাপাশি শুষ্ক কাশি নিরাময় করে থাকে, ফুসফুসের দুর্বলতা ও গলার রোগ কার্যকরভাবে নিরাময় করে। দীর্ঘ দিনের পুরনো কাশির জন্য আপনি এই সিরাপ সেবন করতে পারেন।

 দামঃ এডোলেভ সিরাপটির ১০০ মিলের দাম মাত্র ৬৫ টাকা এবং ২০০ মিলের দাম মাত্র ১০৫ টাকা।

তুসকা প্লাস সিরাপ 

তুসকা প্লাস সিরাপ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি কাশির সিরাপ। যে সকল মানুষের শুকনো কাশি গলা ব্যথা রয়েছে তারা এই সিরাপটি সেবন করে দেখতে পারেন। এছাড়া বুকে সর্দি জমাট বেঁধে রয়েছে তারা এটি সেবন করতে পারেন। এই সিরাপটির বিকল্প আরেকটি ভালো সিরাপ রয়েছে যেটি বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির। সেটির নাম টুসপেল সিরাপ।

দামঃ তুসকা প্লাস সিরাপ 100 মিলের দাম মাত্র ৮0 টাকা।

টুসপেল সিরাপএর দামঃ ১০০ মিলি সিরাপের দাম মাত্র ৮৫ টাকা।

বন্ধুরা, কাশির সিরাপ, বড়দের কাশির সিরাপ আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? কোন কাশির সিরাপটি আপনার কাছে সবথেকে বেশি ভাল মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এই পোস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment