কাটা ঘা শুকানোর ওষুধের নাম

শরীরে নানা কারণেই যেকোনো একটি অংশ কেটে যেতে পারে অথবা ক্ষত হতে পারে। ছোট খাটো ক্ষত হলে তা কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যায়। কিন্তু কাটা বা ক্ষত একটু গভীর হলে তা চিকিৎসা সঠিক ভাবে করা না হলে মারাত্মক ইনফেকশন হতে পারে।

তাই শরীরের কোন একটি জায়গা কেটে গেলে বা ক্ষতের সৃষ্টি হলে তার নিরাময় করার জন্য কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ওষুধ সেবন ও ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা এই আর্টিকেল টির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে, কাটা ঘা শুকানোর জন্য কি ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। এবং সবচেয়ে কার্যকরী ওষুধ কোনটি ও ঘরোয়া উপায়ে কিভাবে ভালো ফলাফল পাওয়া যায়। আর্টিকেলটি সম্পূর্ণ জানতে শেষ অব্দি পড়ুন। 

কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ওষুধের নাম

পড়ে গিয়ে অথবা ছোট খাটো অ্যাক্সিডেন্ট করে হাত-পা বা শরীরের বিভিন্ন জায়গা কেটে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়। ছোট খাটো ক্ষত বা কাটা স্থান ভালো করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করা হয়। কিন্ত অনেক সময় দেখা যায় যে কাটায় স্থানটি বা ক্ষত স্থানটি গভীর হলে তা সাধারন ট্যাবলেট এর মাধ্যমে নির্ণয় পাওয়া যায় না।

কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ওষুধের নাম

উত্তরঃ নিরাময়ের কার্যকরী ওষুধের নাম: Flucloxacillin sodium BP, Fluclox 500mg, Phoylopen DS, Pentids 400mg ইত্যাদি।

শরীরের কাটা ঘা নিরাময় করার জন্য ভাল কার্যকরী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হয়। তাই অনেকে শরীরের গভীর ক্ষত সৃষ্টি হলে তা নিরাময় করার জন্য ভালো কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ওষুধ এর নাম সম্পর্কে জানতে চায়। 

আজ আমরা এই আর্টিকেল টির মাধ্যমে আপনাদের সঙ্গে ক্ষত শুকানোর সবচেয়ে কার্যকরী এন্টিবায়োটিক ওষুধের নাম তুলে ধরব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কাটা ঘা নিরাময়ের কার্যকরী ওষুধের নাম।

  • Flucloxacillin sodium BP
  • Fluclox 500mg
  • Phoylopen DS
  • Cipro-A 500ms
  • Pentids 400mg

উপরোক্ত ওষুধ গুলো আপনারা যেকোন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। এবং শরীরে যেকোনো কাটা ছেঁড়া ও গভীর হত দূর করার জন্য উল্লেখিত এন্টিবায়োটিক ওষুধ গুলো খুবই কার্যকারী।

পায়ের ঘা শুকানোর ঔষধ এর নাম

পায়ের ঘা শুকানোর জন্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে। যা সেবন করলে খুব তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায়। নিম্নে পায়ের ঘা শুকানোর ওষুধের নাম উল্লেখ করা হলো।

  • ভায়োডিন 
  • নেবানল প্লাস
  • ফ্লাক্স

উল্লেখিত অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করলে পায়ের ঘা এর জন্য ভালো ফলাফল পাওয়া যায় এবং দ্রুত ঘা শুকাতে সাহায্য করে।

ঘা শুকানোর ক্রিম

কাটা ঘা শুকানোর ওষুধ ও এন্টিবায়োটিক এর পাশাপাশি ক্রিম রয়েছে। যা ব্যবহার করলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। পাশাপাশি মাছি ও অন্যান্য পোকামাকর থেকে রক্ষা করে। ঘা শুকানোর ক্রিম এর নাম হলো।

  • এফান ক্রিম 
  • ব্যাকট্রোসিন ক্রিম

ব্যবহারের নিয়মঃ

ক্রিম গুলো প্রতিদিন দুই থেকে তিনবার ঘা স্থানে ব্যবহার করতে হবে। এভাবে দশ দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। 

অথবা, কাটা ঘা শুকানোর জন্য আমরা আরো অনেক মলম রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো।

  • ব্যাকট্রোসিন
  • ট্রাগো
  • পভিসেপ

ব্যবহারের নিয়মঃ

মলম গুলো দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে ৮ থেকে ১০ দিনে ঘা শুকিয়ে যায় এবং ভালো ফলাফল পাওয়া যায়।

কাটা ঘা শুকানোর ঘরোয়া উপায় কি? 

অনেকে রয়েছে কাটা ঘা শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চায় তাদের জন্য এখন আমরা কাটা ঘা শুকানোর ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব।

আরোও দেখুন>>>

গাঁদা ফুল গাছের পাতাঃ বিভিন্ন ধরনের ছোটখাট ক্ষত হলে কোন প্রকার ওষুধ সেবন না করে গাদা ফুল গাছের পাতার রস সেখানে লাগিয়ে দিলে ভালো ফলাফল পাওয়া যায়। এই গাঁদা ফুলের গাছের রস শরীরের কাঁটা স্থানে লাগালে তা এনিটিসেপটিক হিসেবে কাজ করে থাকে।

টমেটোঃ ক্ষত বা কাটা জায়গা থাকলে টমেটো সেবন করার মাধ্যমে শরীরের কাটা স্থান দুটো শুকানো যায়। টমেটোতে রয়েছে লাইকোপিন এন্টি-অক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া কোষ গুলোকে পুনরায় দ্রুত গঠন করতে সাহায্য করে এবং ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা করে।

মধুঃ মধু আমাদের শরীর দু’শ বেশি উপকারে আসে। কাটা ঘা এবং ক্ষত নিরাময় করতে মধুর সাহায্য অপরিসীম। কোন স্থান কেটে গেলে সে জায়গায় মধু ব্যবহার করা যেতে পারে। এছাড়াও প্রতিদিন দুই থেকে তিন চামচ মধু সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে কাটা বা ক্ষত জায়গাটি দ্রুত শুকিয়ে যায়।

আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে সামাজিক মাধ্যম গুলোতে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এছাড়াও আর্টিকেলটি সম্পর্কে কোনো ধরনের তথ্য জানা থাকলে তা আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নিত্য নতুন স্বাস্থ্য টিপস সম্পর্কিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

কাটা ঘা নিয়ে কিছু প্রশ্ন উত্তর:

কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ওষুধের নাম

নিরাময়ের কার্যকরী ওষুধের নাম: Flucloxacillin sodium BP, Fluclox 500mg, Phoylopen DS, Pentids 400mg ইত্যাদি।

ঘা শুকানোর ক্রিম

ঘা শুকানোর ক্রিম এর নাম হলোঃ ব্যাকট্রোসিন ক্রিম, এফান ক্রিম।

Leave a Comment