কোন গ্রহ প্রথম সৃষ্টি হয়

প্রাচীনকাল থেকেই সৌরজগৎ সম্পর্কে আমাদের নানা ধরনের ভুল ধারণা ছিল। তৎকালীন বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করতেন এবং মানুষ সেগুলোকেই বিশ্বাস করতেন। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে আমরা সঠিক তথ্য পেয়েছি। ১৭৮১ সালে তৎকালীন জ্যোতিষ বিজ্ঞানীর মতে সৌরজগতের প্রথম গ্রহ হচ্ছে ইউরেনাস। 

তাই প্রথম কোন গ্রহ সৃষ্টি হয়েছে এই সম্পর্কে সঠিক তথ্য পেতে হলে আমাদেরকে জানতে হবে সৌরজগৎ কি?  

সৌরজগৎ কি 

সৌরজগত বাংলা শব্দ যার ইংরেজি অর্থ হল সোলার সিস্টেম (sollar system)। ইংরেজি Soll শব্দটির অর্থ হল সূর্য, যা প্রাচীন রোমান ভাষা থেকে এসেছে। সৌরজগত হল সূর্যকে কেন্দ্র করে গড়ে ওঠা জাগতিক সোলার সিস্টেম। মহাবিশ্বের মহাকাশের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধুমকেতু, নীহারিকা, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি জ্যোতিষ্ক মিলে সৌরজগৎ গঠিত।

সৌরজগৎ হল গ্রহ, উপগ্রহ, ও গ্রহাণুপুঞ্জ নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে অক্ষবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি সৌর ব্যবস্থা। সৌরজগৎ মুলত ৮ গ্রহ, ১৬৬ উপগ্রহ ও অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে। 

সৌরজগৎ মুলত মহাকাশ ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে অবস্থিত মহাগ্রহের ব্যবস্থাটি। সৌরজগতের সৌরজগতের প্রত্যক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণ বস্তুগুলোর মধ্যে বৃহত্তম ০৮ টি গ্রহ। 

প্রথম কোন গ্রহ আবিষ্কৃত হয়

১৭৮১ সালে উইলিয়াম হার্শেল নামক জ্যোতিষ বিজ্ঞানী প্রথম সৌরজগতের সীমানা প্রসারিত নিয়ে তার আবিষ্কারের ঘোষণা করেছিলেন। ইউরেনাস হল প্রথম গ্রহ যা টেলিস্কোপ ব্যবহার করে আবিষ্কৃত হয়েছিল। তারপর থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার হওয়া শুরু হয়। এক পর্যায়ে জানা যায় যে সৌরজগৎ মহাকাশে জুড়ে বিস্তৃত এবং এখন পর্যন্ত মোট ৮টি গ্রহ ও ১৬৬ টি উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। 

সৌরজগতের গ্রহ গুলোর নাম 

মহাকাশে সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দূরত্বে একই সমতলে একই দিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে সকল গ্রহ, উপগ্রহ, ধুমকেতু, উল্কাপিন্ডের সমন্বয়ে গঠিত সৌরজগৎ।  সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। যেমন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। 

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম 

সৌরজগতে মোট আটটি গ্রহ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। যার মধ্যে সবচাইতে বৃহত্তম গ্রহ বা গ্রহের মহারাজ বলা হয় বৃহস্পতি(Jupiter) গ্রহকে। পৃথিবী থেকে প্রায় ১৩০০ গুন বড় এই বৃহস্পতি গ্রহ। এই গ্রহের অবস্থান সূর্য থেকে প্রায় ৭৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ১২ বছর। 

আশা করি আপনারা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে সৌরজগৎ কি এবং সৌরজগতের প্রথম কোন গ্রহ আবিষ্কৃত হয়েছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পেরেছেন।   

Leave a Comment