কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়?

স্বর্ণ ও রুপা প্রধানত সম্পদের অন্তর্ভুক্ত এবং অর্থনীতির মেরুদন্ড হিসেবেই পরিচিত। আল্লাহর এ সম্পদের অপূর্ণতা শ্রেষ্ঠত্বের কারণে প্রাচীনকাল থেকেই বহুজাতিক এ দুটি ধাতু দ্বারা মুদ্রা তৈরি করেছে এবং দ্রব্যমূল্যের মান হিসাবে গ্রহণ করছে। আর এ কারণে ইসলামী শরীয়াহ মতে স্বর্ণ ও রৌপ্যের এর উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে যার উপর যাকাত ফরজ করেছে। 

আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম বলেছেন, ২০ দিনারের কম স্বর্ণের ওপর যাকাত ফরয নয়। যদি কোন ব্যক্তির কাছে ২০ দিনার পরিমাণ স্বর্ণ এক বছর যাবত থাকে, তবে তার জন্য অর্ধ দিনার যাকাত দিতে হবে। এরপরে যা বৃদ্ধি পাবে তার হিসাব ওইভাবেই হবে।

কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়?

হাদীসে বর্ণিত রয়েছে ০১ দিনার সমান ৪.২৫ গ্রাম স্বর্ণ, অর্থাৎ ২০ দিনার সমান ৮৫ গ্রাম স্বর্ণ। ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম হলে, ৮৫ গ্রাম স্বর্ণে ( ৮৫/ ১১.৬৬) সমান ৭.২৯ ভরি স্বর্ণ। অতএব কোন ব্যক্তির কাছে উল্লেখিত পরিমাণ স্বর্ণ এক বছর যাবত থাকলে তার ওপর বর্তমান বাজার মূল্যের হিসাব অনুযায়ী কোন সম্পদের ২.৫% যাকাত দেওয়া ফরজ।

১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩

শুধু মাত্র সেই ব্যাক্তির জন্য যাকাত দেয়া ফরজ হবে যার কাছে সাড়ে সাত (৭.৫) ভড়ি স্বর্ণের সমপরিমান অর্থ রয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি এক বছরে জন্য ৭.৫ ভড়ি স্বর্ণের সমপরিমান অর্থ থাকে তাহলে আপনাকে সেই অর্থের জন্য ২.৫% হারে যাকাত দিতে হবে।

আরো দেখুন>>>

এই হিসাবে ১ ভড়ি স্বর্ণের দাম যদি হয় ৮০ হাজার টাকা তাহলে ৭.৫ ভড়ি স্বর্ণের জন্য বাংলাদেশের টাকা হবে ৮০০০০*৭.৫= ৬ লক্ষ্য টাকা। এ ক্ষেত্রে আপনাকে প্রতি ভড়ি স্বর্ণের জন্য যাকাত দিতে হবে ৮০০০০*২.৫% = ২০০০ টাকা।

যাকাত প্রদানের শর্ত

একজন পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারী যাকাত আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। তবে যাকাত আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমনঃ

১. সম্পদের উপর নিজের বা আপনার পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। 

২. আপনার কাঙ্খিত সম্পদ উৎপাদনশীল ও বর্ধনশীল হতে হবে।

৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 

৪. আপনার সারাবছরের মৌলিক চাহিদা মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলে সেক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে। 

যাকাত বন্টনের খাত

আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে থাকে। আমাদের যাদের যাকাত দেওয়ার ক্ষমতা রয়েছে তারা সমাজের কোন শ্রেণীর মানুষকে যাকাত দিবে, সে ক্ষেত্রে আমাদের মাঝে সব সময়ই মতভেদ রয়ে যায়। চলুন তাহলে জেনে নেই সমাজের সেই সকল শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের উপর যাকাত দেওয়া আমাদের কর্তব্য। যেমন,

১. ফকির,

২. মিসকিন,

৩. যাকাত আদায়ের নিয়োজিত ব্যক্তি,

৪. নব মুসলিম,

৫. বন্দিমুক্তি,

৬. ঋণগ্রস্ত ব্যক্তি,

৭. আল্লাহর রাস্তায় মুজাহিদ, মুবাল্লিগ, মুয়াল্লিম, মুতাআল্লিম,

৮. মুসাফির। 

কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়

৮৫ গ্রাম স্বর্ণে

১ ভরি স্বর্ণের যাকাত কত ২০২৩

আপনার যদি সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমান অর্থ থাকে তাহলে সেই অর্থের উপরে আপনাকে ২.৫% হারে যাকাত দিতে হবে।
বিস্তারিত

Leave a Comment