কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে?

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে যাকাত. মূলত রমজান মাসেই সাধারণ মানুষ যাকাত প্রদান করে থাকে বা যাকাত সম্পর্কে জানার আগ্রহ বেশি থাকে। কিন্তু যাকাত আসলে কত টাকা দিতে হয়? এই সম্পর্কে সঠিক ধারণা জেনে নিন।  

বর্তমান বাজারব্যবস্থা অনুযায়ী আপনার কাছে যদি ৭০ থেকে ৭৩ হাজার টাকা থাকে, তাহলে আপনার জন্য যাকাত ফরজ। তবে এটা নির্ভর করবে আপনার বর্তমান রুপার বাজার মূল্যের উপর। রুপার মূল্য যদি বেশি থাকে তাহলে আপনার যাকাতের পরিমাণ একটু বেশি হবে সর্বনিম্ন ৫৮৫ গ্রাম রুপার মূল্য সমান অর্থ থাকলে আপনার জন্য যাকাত ফরজ। 

কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে তার হিসাব

দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের হিসাব নির্ধারণী সোনা-রূপা হলো পরিমাপক। এক্ষেত্রে ফকির মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক, সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করায় শরীয়তের নির্দেশ। যেমন। সোনার পরিমাণ হলো : ৭.৫ তোলা= ৯৫.৭৪৮ গ্রাম প্রায় এবং রুপার পরিমাণ হলো: ৫২.৫ তোলা= ৬৭০.২৪ গ্রাম প্রায়। 

সুতরাং মুদ্রা বা পণ্যের ক্ষেত্রে বর্তমানে রুপা পরিমাপক হিসেবে গণ্য করা হয়। তাই যার কাছে ৫২.৫ তোলা সমমূল্যের দেশি অথবা বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুদ থাকবে তার উপর যাকাত ওয়াজিব হবে।

আরো পড়ুন >>>

কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়

১০০ টাকার যাকাত কত টাকা

 যে সম্পদের উপর যাকাত ফরয তার চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ২.৫% যাকাত দেওয়া ফরজ।  সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা আড়াই টাকা বা হাজারে ২৫ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড়চোপড় বা অন্য কোন প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলে তা যাকাত হিসাবে আদায় হবে। 

মহান আল্লাহ তা’আলা বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো যাকাত আদায় করো তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্যে আগে পাঠাবে আল্লাহর কাছে তা থাকবে তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন। 

যাকাত কি

যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। যাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ কর্‌ দারিদ্র বিমোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় হচ্ছে যাকাত।

যাকাত প্রদানের শর্ত

একজন পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারী যাকাত আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। তবে যাকাত আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন,

১. সম্পদের উপর নিজের বা আপনার পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। 

২. আপনার কাঙ্খিত সম্পদ উৎপাদনশীল ও বর্ধনশীল হতে হবে।

৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 

৪. আপনার সারাবছরের মৌলিক চাহিদা মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলে সেক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে। 

কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে? সম্পর্কিত কিছু প্রশ্নত্তর

কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে?

সোনার ৭.৫ তোলা=৯৫.৭৪৮ গ্রাম বা রুপার ৫২.৫ তোলা=৬৭০.২৪ গ্রাম সমপরিমান টাকা মালিক হলে যাকাত দিতে হবে।

কতো টাকা থাকলে জাকাত দিতে হবে?

৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রুপার সমপরিমান টাকা মালিক হলে যাকাত দিতে হবে।

যাকাত দেয়া কি ফরজ?

হ্যা যাকাত দেয়া ফরজ।

সঞ্চয়ের উপর কি যাকাত ওয়াজিব?

হ্যাঁ, যাবতীয় সঞ্চয়ের উপর যাকাত ওয়াজিব।

যাকাত কত টাকার উপর প্রযোজ্য

নিসাবের উপরে থাকা সম্পদের 2.5% যাকাত প্রদেয়। নিসাব হলো ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রুপার সমপরিমান টাকা।

যাকাত মাসিক নাকি বাৎসরিক

যাকাত বাৎসরিক। যাকাত বছরে একবার ফরজ।

ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে যাকাত কি?

হ্যা

Leave a Comment