মাগরিবের নামাজ কয় রাকাত?

নামাজ বেহেশতের চাবি কাঠি, নামাজ সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীস শরীফে বহুবার বলা হয়েছে। মাগরিবের নামাজ কত ওয়াক্ত এবং কিভাবে আদায় করতে হয় সেই সম্পর্কে অনেকেই জানেন না। আজ আমরা আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে, মাগরিবের নামাজ কত রাকাত, মাগরিবের নামাজ কখন আদায় করতে হয়। মাগরিবের নামাজ কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

মাগরিবের নামাজের সময়?

মহান রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। সে সময়ের মধ্যে নামাজ আদায় করে নিতে হয়। সূর্য যখন অস্ত যায় তখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং আকাশের সাফাত অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজের ওয়াক্ত অবশিষ্ট রয়ে যায়।

মাগরিবের নামাজ কয় রাকাত?

উত্তরঃ মাগরিবের নামাজ ৭ রাকাত।

শাফাক বলতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন যে, সূর্য অস্তমিত হওয়ার পর পশ্চিমাকাশে যে লাল বর্ণের দেখা যায় তাকে শাফাক বলে। এছাড়াও শাহবাগের বর্ণনা দিতে গিয়ে ইমাম আবু হানীফা রহমতুল্লাহি আলাইহি বলেন যে  সূর্যের লালবর্ণ অদৃশ্য হয়ে যাওয়ার পর যে সাদা বর্ণ আকাশ হয় তাকে শাফাক বলে।

যদিও মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পর থেকে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত আদায় করা যায়। তবে আজান হওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নামাজ আদায় করে নেওয়া সর্বোত্তম। এছাড়া যদি কোন ব্যক্তি অহেতুক মাগরিবের নামাজ দেরি করে আদায় করে, তাহলে মাকরুহ হয়ে যাবে। তাই আজান হওয়ার পর পরই মাগরিবের নামাজ আদায় করা উত্তম।

মাগরিবের নামাজ কত রাকাত

অনেকের মনে প্রশ্ন জাগে মাগরিবের নামাজ ৫ রাকাত না ৭ রাকাত? দুটি প্রশ্নই সঠিক রয়েছে। বেশী সংখ্যক মানুষ এই পাঁচ রাকাত নামাজ আদায় করে থাকেন। ফরজ তিন রাকাত এবং সুন্নত দুই রাকাত। মূলত মাগরিবের নামাজ সর্বমোট ৭ রাকাত। এর মধ্যে ফরজ নামাজের সংখ্যা ৩ রাকাত, সুন্নত নামাজের সংখ্যা দু রাকাত এবং নফল নামাজের সংখ্যা দু’ রাকাত।

প্রথমত ফরজ নামাজ আদায় করে নিতে হয়। এরপর সুন্নত নামাজ এবং শেষে নফল নামাজ। নফল নামায কেউ চাইলে দু’রাকাত এরও বেশি আদায় করে নিতে পারবে। নফল নামাজের ক্ষেত্রে কোন ধরা বাধা নেই।

সবচেয়ে উত্তম কাজ হল মসজিদে গিয়ে ইমামের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। কেন না জামাতের সঙ্গে নামাজ আদায় করলে ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই বেশি বেশি করে চেষ্টা করতে হবে যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি।

মাগরিবের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করার হাদিস

মাগরিবের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করতে বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি প্রতিদিন পড়তে নিষেধ করেছেন, যাতে করে কেউ তা সুন্নতে মুয়াক্কাদা ভেবে না নেয়।

হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফা রাদিয়াল্লাহু তালা হতে বর্ণিত যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, তোমরা মাগরিবের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত নফল নামাজ আদায় করবে। একথা তৃতীয়বার বলার সময় মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন যে ব্যক্তি ইচ্ছা করে আদায় করবে। এতে আমি আশঙ্কা করলাম যে যাতে মানুষ সুন্নতে মুয়াক্কাদা মনে করে না ফেলে তাই তিনি একথা বলেছেন। (বুখারী ও মুসলিম)

আরোও দেখুন>>

মাগরিব ফজরের নামাযের পূর্বে দু’রাকাত নামায সুন্নতে মুয়াক্কাদা না হলেও সাহাবীগণ রা তা আদায় করে নিতেন। কিন্তু পরবর্তীতে ফকিহরা মাসালা সম্পর্কে লোকদের অজ্ঞতা এবং জামায়াতের অসুবিধা সৃষ্টির কারণে তার পক্ষে অভিমত ব্যক্ত করেন।

 মাগরিবের নামাজ পড়ার নিয়ম

প্রথমে জামাতের সহিত তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। এছাড়াও জায়নামাজে দাঁড়ানোর সময় নিয়ত করতে হয় কেউ যদি আরবীতে নিয়ত করতে না পারে তাহলে বাংলায় নিয়ত করতে হবে।

  • যে আমি মাগরিবের নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে তিন রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য দাড়াইলাম, আল্লাহু আকবার।
  • এরপর ছানা পাঠ করতে হবে।
  • তারপর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে প্রথম দু’রাকাত নামায আদায় করে নিতে হবে। এবং প্রথম বৈঠক থেকে ওঠার পর। শুধু সূরা ফাতিহা দিয়ে পড়ে রাকাত নামাজ আদায় করে নিতে হবে। 
  • প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ার পর রুকুতে যেতে হবে। রুকু থেকে উঠে আবার সিজদায় যেতে হবে।
  • দ্বিতীয় রাকাতে একই নিয়মে আদায় করে নিতে হবে এবং সিজদা থেকে উঠে প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করতে হবে।
  • তৃতীয় রাকাতের সময় শুধু সূরা ফাতিহার মাধ্যমে শেষ করতে হবে। এবং দ্বিতীয় বৈঠকের সময় তাশাহুদ, দরুদে ইব্রাহিম ও দোয়ায়ে মাসুরা পড়ার পর সালাম ফেরাতে হবে।
  • সর্বশেষ দোয়ার মাধ্যমে নামাজ আদায় সম্পন্ন করতে হবে।

আশা করি আপনারা আর্টিকেলটি পড়ার মাধ্যমে মাগরিবের নামাজ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে সামাজিক মাধ্যম এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন।

আপনাদের যদি নামাজ সম্পর্কে আরও কোন তথ্য জানার আগ্রহ থাকে এবং ইসলাম বিষয়ক তথ্য জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে তা জানিয়ে দিতে পারেন। আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার।

এছাড়াও নিত্য নতুন নামাজ ও ইসলাম বিষয়ক আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো অথবা বুকমার্ক করে রাখতে পারেন। 

মাগরিবের নামাজ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ

মাগরিবের নামাজ কয় রাকাত?

মাগরিবের নামাজ ৭ রাকাত।

মাগরিবের নামাজের সময়?

সূর্য যখন অস্ত যায় তখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়।

Leave a Comment