মিলাদ শরীফ শব্দের অর্থ কি ? ঈদে মিলাদে হাবীবি

মিলাদ শব্দটির সাথে আমরা সকলে পরিচিত হলেও মিলাদ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। অনেকেই বলছে মিলাদ করা সোয়াবের কাজ। আবার অন্যদিকে অনেকেই মিলাদকে বেদআত হিসাবে আখ্যায়িত করছে। তাই আজকে আমরা মিলাদ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 

মিলাদ শব্দের অর্থ কি?

মিলাদ শব্দটি আরবি শব্দ নাকি বাংলা শব্দ এই নিয়ে অনেক ইসলামী চিন্তাবিদদের মধ্যে তর্ক বিতর্ক সব সময় হয়ে থাকে। মিলাদ একটি আরবি শব্দ। মিলাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম সময় বা জন্ম দিন। মিলাদ, মাওলেদ এবং মাওলুদ এই শব্দ তিনটি পরস্পর একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। এ তিনটি শব্দের আভিধানিক অর্থ হল জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি। 

মিলাদ শব্দের অর্থ কি?

উত্তরঃ মিলাদ একটি আরবি শব্দ। মিলাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম সময় বা জন্ম দিন।

মিলাদ শরীফ শব্দের অর্থ 

মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম সময় বা জন্মদিন। আর শরীফ শব্দের অর্থ হচ্ছে উৎসব। অর্থাৎ মিলাদ শরীফ শব্দের অর্থ দাঁড়ায় জন্ম উৎসব। তাই আমরা মিলাদ শরীফ বলতে বুঝি আমাদের প্রিয় নবী হযরত সাঃ এর জন্মোৎসব উদ্‌যাপন।

মিলাদ শব্দটি জন্মকাল বা জন্মদিন ব্যতীত অন্য কোন অর্থে ব্যবহৃত হয় না। সুতরাং মিলাদুন্নবী, মাওলেদুন্নবী ও মাওলুদুন্নবী শব্দগুলির অর্থ হল, নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা জন্মকাল। 

ঈদে মিলাদে হাবীবি

সাধারণত মিলাদে মুসলিম সম্প্রদায় হযরত মোহাম্মদ সালাহ সালাম এর স্মরণে আমাদের প্রিয় নবীর রওজা সালামের উল্লেখযোগ্য বিভিন্ন তথ্য তুলে ধরে। ইসলামের পরিভাষায় একমাত্র আমাদের প্রিয়নবী হযরত সাঃ জন্ম সংক্রান্ত কাহিনী ও তদসম্বলিত ঘটনাবলী আলোচনা করা।

আরোও দেখুন>

আল্লামা শিহাব উদ্দিন আহমদ ইবনে হাজর মক্কী হায়তামী শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি তাঁর বিশ্বখ্যাত ‘আন নিয়ামাতুল কুবরা’ আলাল আলাম নামক কিতাবে মিলাদ শরীফ পাঠ করার ফজিলত ও উপকারিতা সম্পর্কে কয়েকখানা হাদিস শরীফ ও ইমামদের মতামত বর্ণনা করেছেন। 

প্রিয় পাঠকগণ, আশাকরি আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা নিশ্চয়ই মিলাদ শব্দের অর্থ কি এই সম্পর্কে বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরে বেশ উপকৃত হয়েছেন। ইসলাম সম্পর্কে আপনার কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

আর আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার আশেপাশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে, অন্যকে তথ্যগুলো সংগ্রহ করার সুযোগ করে দিবেন। 

মিলাদ শরীফ নিয়ে কিছু প্রশ্ন উত্তর:


মিলাদ শব্দের অর্থ কি?

মিলাদ একটি আরবি শব্দ। মিলাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম সময় বা জন্ম দিন।

মিলাদ শরীফ শব্দের অর্থ ?

মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম সময় বা জন্মদিন। আর শরীফ শব্দের অর্থ হচ্ছে উৎসব।

Leave a Comment