মসজিদ শব্দের অর্থ কি? 

আমরা সকলেই মসজিদ শব্দটির সাথে খুবই পরিচিত। কিন্তু আমরা অনেকেই মসজিদ শব্দের অর্থ কি জানিনা। আপনি যদি মসজিদ শব্দের অর্থ জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। 

মসজিদ শব্দের অর্থ

মসজিদ একটি আরবি শব্দ। যা মোশেয়া শব্দ থেকে উৎপত্তি হয়েছে। মসজিদ এর আভিধানিক অর্থ হল শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করার স্থান। যেখানে মুসলমানরা নির্দিষ্ট সময়ে দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা। 

আমরা জানি মসজিদ শব্দটি দ্বারা পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের জন্য নির্মিত বিশেষ পবিত্র স্থানকে বুঝায়। মসজিদ এর বহুবচন শব্দ হল মাসাজেদ। মসজিদ শব্দটির মূল অর্থ হল কপাল রাখার স্থান হয়। কিন্তু মসজিদ শব্দটির সাথে আরবি জিম যবর যোগ করলে এর অর্থ হবে সেজদা করার স্থান।

মসজিদ শব্দের অর্থ কি

উত্তরঃ মসজিদ এর আভিধানিক অর্থ হল শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করার স্থান।

মুসলিম সম্প্রদায় আল্লাহর নির্দেশে পাঁচ ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য নির্দিষ্ট স্থান হিসাবে বিভিন্ন স্থাপনা তৈরি করে এবং সেগুলোর নাম দেওয়া হয় মসজিদ বা সেজদা করার স্থান। 

 মসজিদ কাকে বলে 

প্রত্যেক মুসলিম নর-নারীর উপর সালাত ফরজ করা হয়েছে। মহান আল্লাহতালা মুসলিম সম্প্রদায়কে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছে। এই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার জন্য মুসলিম সম্প্রদায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে এবং যেগুলোকে পরবর্তী সময়ে মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয়। 

অর্থাৎ সহজ ভাষায় মসজিদ বলতে বোঝায় মহান আল্লাহ তালার নির্দেশে নামাজ পড়া বা সেজদা করার পবিত্র স্থানকে। যে সকল ইবাদত বা স্থাপনায় মুসলিম সম্প্রদায় একত্র হয়ে দৈনিক নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকে মসজিদ বলে। মসজিদে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় কার্যাবলী সম্পাদন করার অন্যতম প্রধান কেন্দ্র। মসজিদগুলোতে বর্তমান সময়ে প্রার্থনা ছাড়াও বিভিন্ন ধর্মীয় কার্যাবলী সম্পাদন করা হয়। যেমন, শিক্ষা গ্রহণ, তথ্য বিতরণ এবং বিভিন্ন বিরোধ নিস্পত্তি করা হয়। 

মসজিদ কত প্রকার 

ইসলামি পরিভাষায় স্থায়ীভাবে সালাত আদায়ের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে তাকে মসজিদ বলে। মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রথম মসজিদ হিসাবে পরিচিত। স্বয়ং মুহাম্মদ সাঃ হিজরতের পর কুবা মসজিদের ভিত্তি স্থাপন করেন।  

পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদ নির্মাণ করা হয়। মসজিদগুলোকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন, পাঞ্জেগানা মসজিদ ও জামে মসজিদ। 

১. পাঞ্জেগানা মসজিদঃ পাঞ্জেগানা মসজিদ হল যেখানে বৃহৎ জনগোষ্ঠী একত্রিত হয়ে নামায আদায় করা যায়, পবিত্র ও পরিচ্ছন্ন, আবেষ্টনযুক্ত স্থান বা ঘর। এই মসজিদে জুমার নামাজ ব্যতীত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়।

২. জামে মসজিদঃ জামে মসজিদ হল যে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুম্মার নামাজ আদায় করা যায়।  

আপনারা নিশ্চয়ই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে মসজিদ সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পেরেছেন। আমাদের এই আর্টিকেলটি আপনার কাছে ভাল লেগে থাকলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে। অন্যকে তথ্যগুলো সংগ্রহ করার সুযোগ করে দিবেন। 

মসজিদ শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

মসজিদ শব্দের অর্থ কি?

মসজিদ এর আভিধানিক অর্থ হল শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করার স্থান।

মসজিদ কাকে বলে ?

মসজিদ বলতে বোঝায় মহান আল্লাহ তালার নির্দেশে নামাজ পড়া বা সেজদা করার পবিত্র স্থানকে।

মসজিদ কত প্রকার ও কি কি?

মসজিদ গুলোকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন, পাঞ্জেগানা মসজিদ ও জামে মসজিদ। 

Leave a Comment