অব্যয় কাকে বলে?

বাংলা ব্যাকরণ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না থাকলে আমরা কখনই বাংলা বিষয়ে ভালো নাম্বার অর্জন করতে পারব না। তেমনি বাংলা ব্যাকরণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো অব্যয় পদ। আমরা যারা অব্যয় পদ সম্পর্কের কম বুঝি বা আরও বেশী জ্ঞান অর্জন করতে চাই। তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। 

অব্যয় পদ কাকে বলে?

ইংরেজিতে অব্যয় পদকে Adverb বলা হয়। সহজ ভাষায় যে শব্দ বা পদের কোনাে অবস্থাতেই পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যেমন, কিন্তু, সৎ, কেমন, যেমন, বরং, ব্যতীত ইত্যাদি এই সকল পদের কোনো পরিবর্তন হয় না। 

অব্যয় পদ কাকে বলে?

উত্তরঃ ইংরেজিতে অব্যয় পদকে Adverb বলা হয়। সহজ ভাষায় যে শব্দ বা পদের কোনাে অবস্থাতেই পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে।

বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো স্থান কাল ভেদে  অর্থের কোনো পরিবর্তন হয় না। তবে বাংলা ভাষা নিয়ে বিশ্লেষণকারী বিভিন্ন চিন্তাবিদ অব্যয় পদ কে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করেছেন।  যেমন, ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাক্যগত উক্তিকে এবং বাক্যের পদ গুলো পারস্পারিক সম্বন্ধকে স্থান-কাল-পাত্র প্রকার বিষয়ে সুস্পষ্ট করে দেয় যে পথগুলো তাদেরকে সাধারণত অব্যয় পদ বলে। 

অব্যয় পদ কত প্রকার ও কি কি?

বাংলা ব্যাকরণ মতে অব্যয় পদ সাধারণত পাঁচ প্রকার। যথা, সম্বন্ধবাচক অব্যয় পদ, অনন্বয়ী অব্যয় পদ, অনুসর্গ বা কারক অব্যয় পদ, অনুকার অব্যয় পদ ও উপসর্গ অব্যয় পদ।

১. সম্বন্ধবাচক অব্যয় পদঃ  যে সব অব্যয় দুটি পদ বা বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সম্বন্ধবাচক অব্যয় বলে। যেমন– রবি ও রাজিব নামাজ পড়ে।

আরোও দেখুন>

২. অনন্বয়ী অব্যয় পদঃ অনন্বয়ী অব্যয় পদ হল যে পদ বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যের ভাব প্রকাশ করে। যেমন, ছিঃ ছিঃ এমন কাজ কেউ করে! বাহ, দৃশ্যটি কী সুন্দর।

৩. অনুসর্গ বা কারক অব্যয় পদঃ  যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির ন্যায় কাজ করে এবং অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে অনুসর্গ বা কারক অব্যয় বলে। যেমন– তোমাকে দিয়ে এই কাজ হবে না।

৪. অনুকার অব্যয় পদঃ যে পদ মাধ্যমে ধ্বনির অনুকরণ বা ধ্বনি প্রকাশের জন্য গঠিত হয়, তাকে অনুকার অব্যয় পদ বলে। যেমন, রিমঝিম বৃষ্টি পড়ে। 

৫. উপসর্গ অব্যয় পদঃ যে শব্দ বা পদ গুলো ধাতু বা শব্দের পূর্বে বসে পদের অর্থের পরিবর্তন করে, তাকে উপসর্গ অব্যয় বলে। যেমন, প্র, পরা, সম, অপ, পর ইত্যাদি।

অব্যয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর:


অব্যয় পদ কাকে বলে?

ইংরেজিতে অব্যয় পদকে Adverb বলা হয়। সহজ ভাষায় যে শব্দ বা পদের কোনাে অবস্থাতেই পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে।

অব্যয় পদ কত প্রকার?

বাংলা ব্যাকরণ মতে অব্যয় পদ সাধারণত পাঁচ প্রকার।

Leave a Comment