অনলাইনে ভোটার তালিকা দেখার উপায় কি জানুন ২০২৩

ভোটার তালিকা একটি নির্বাচনী এলাকার নির্বাচনের সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি ইউনিয়ন অথবা পৌরসভার প্রাপ্তবয়স্ক ভোটারদের নাম ও ঠিকানা ভোটার তালিকায় উল্লেখ থাকে।

আপনারা যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তারা নিশ্চয়ই NID Card অর্থাৎ জাতীয় পরিচয় পত্র করার জন্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে আপনার নাম লিখিয়েছেন। এখন আপনার নিজের ভোটার আইডি কার্ড তৈরি সম্পন্ন হয়েছে কি না তা আপনি কিভাবে জানতে পারবেন?

এর জন্য অবশ্যই আপনাকে আপনার এলাকায় সদ্য তৈরি ভোটার তালিকা সংগ্রহ করতে হবে এবং সেটা দেখে আপনার জাতীয় পরিচয় পত্র বা NID Card তৈরি হয়েছে কি না তা জানতে পারবেন। বর্তমান যুগে ভোটার তালিকা দেখার একমাত্র সহজ পদ্ধতি হলো অনলাইন ওয়েবসাইট।

এখন, আপনি কিভাবে অনলাইন ওয়েবসাইট থেকে ভোটার তালিকা দেখতে পারবেন? আজকের এই লেখা থেকে অনলাইনে ভোটার তালিকা দেখার উপায় কি জানুন ২০২৩ সাল অনুযায়ী।

অনলাইনে ভোটার তালিকা দেখার উপায়ঃ 

অনলাইনে আপনার এলাকার Voter List দেখার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে৷

এরপর সরকার কতৃক পরিচালিত “বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন” নামক ওয়েবসাইটিতে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটি হোম পেজ আপনার সামনে আসবে। যেখানে সবার উপরে কিছু অপশন দেয়া থাকবে।

৮ বিভাগে ক্লিক করুন

সেখান থেকে আপনাকে ৮ বিভাগ নামজ অপশনে ক্লিক করতে হবে এবং যে বিভাগের আন্ডারে আপনি ভোটার হয়েছেন সে বিভাগ টি আপনাকে সিলেক্ট করতে হবে।

আপনার বিভাগের নামে ক্লিক করুন

বিভাগ সিলেক্ট করা হয়ে গেলে এক এক করে আপনার জেলা, উপজেলা এবং ইউনিয়ন সিলেক্ট করতে হবে।

বিভাগের পরের ঘরে জেলার নাম লিখুন

সব সিলেক্ট করা হয়ে গেলে পেজে থাকা ‘পরবর্তী’ অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি যে ইউনিয়নের ভোটার তালিকা দেখতে চাচ্ছেন সেই ইউনিয়নের ভোটার তালিকার ওয়েবসাইটটি আপনার সামনে আসবে।

সেখান থেকে “বিভিন্ন তালিকা” নামক অপশন টি সিলেক্ট করতে হবে  আপনার ইউনিয়নের Voter List দেখার জন্য।

এরপর আবার পেজে থাকা Voter List অথবা চূড়ান্ত ভোটার তালিকা অপশন টি তে ক্লিক করলে আপনি আপনার এলাকার Voter List টি দেখে নিতে পারবেন।

যদি বিভিন্ন তালিকা নামক অপশনের মধ্যে Voter List দেয়া না থাকে তাহলে হোম পেজের অন্যান্য মেনুর মধ্যে খুঁজে দেখবেন Voter List কোথায় দেয়া রয়েছে। এরপর সেখানে থেকে Voter List খুঁজে বের করে আপনার ইউনিয়নের Voter List টি দেখে নিতে পারবেন। যদি Voter List টি কোথাও না পান তাহলে বুঝতে হবে আপনার ইউনিয়নের ভোটার তালিকা এখনো অনলাইন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

অনলাইন গুগলে সার্চ করে ভোটার তালিকা দেখার উপায়ঃ 

অনলাইনে Voter List দেখার উপায় হিসেবে অন্যতম একটি উপায় হলো বিশ্বব্যাপী জনপ্রিয় গুগল ওয়েবসাইট। গুগলে আপনি আপনার ইউনিয়নের নাম লিখে সার্চ করার পর প্রথম দিকেই আপনার সামনে আপনার ইউনিয়নের নাম চলে আসবে।

সেখান থেকে আপনার ইউনিয়নটি সিলেক্ট করতে হবে। এরপর আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটের মেনু বার থেকে ভোটার তালিকা সিলেক্ট করতে হবে। এরপর সেখানে ভোটার তালিকা থেকে আপনার ইউনিয়নের এবং আপনার ওয়ার্ডের Voter List দেখতে পারবেন। তবে সকল ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ভোটার তালিকা এখনো এড করা হয়নি। তাই আপনার ইউনিয়নে Voter List টি গুগলে নাও থাকতে পারে।

অনলাইনে বাংলাদেশ ওয়েবসাইটে ভোটার তালিকা দেখার উপায়ঃ

অনলাইনে Voter List দেখার জন্য আরেকটি উপায় হলো বাংলাদেশ ওয়েবসাইট৷ যদি আপনার এলাকার ভোটার তালিকা এই ওয়েবসাইটে দেওয়া থাকে শুধুমাত্র তাহলেই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভোটার তালিকা দেখতে পারবেন।

কোনো কোনো এলাকার Voter List এখনো ওয়েবসাইটে সংযুক্ত করা হয়নি। তাই আগে আপনাকে ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে যে আপনার এলাকার ভোটার তালিকা অনলাইন ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে কি না। ভোটার তালিকা বের করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ ওয়েবসাইটের লিংকে  প্রবেশ করতে হবে।

ওয়েব সাইটের লিংকটি হলো bangladesh.gov.bd

ওয়েবসাইট টি তে প্রবেশ করার পর একটি হোম পেজ আপনার সামনে আসবে যেখানে পেজের একটু নিচের দিকে ডান সাইডে ‘সকল বাতায়ন’ নামে একটি লেখা থাকবে। তার নিচে চারটি অপশন থাকবে যেখানে প্রথম অপশনে আপনি আপনার নিজের বিভাগটি বাছাই করতে পারবেন।

এরপর দ্বিতীয় অপশনে আপনি আপনার জেলা বাছাই করতে পারবেন। এরপর তৃতীয় অপশনে আপনাকে আপনার উপজেলা বাছাই করতে হবে এবং সর্বশেষ তথা চতুর্থ অপশনে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ বাছাই করে নিতে হবে।

এক এক করে সবগুলো বাছাই করা হয়ে গেলে ইউনিয়ন লেখার পাশে দেখতে পাবেন ‘চলুন’ লেখা রয়েছে। সেখানে ক্লিক করলে আপনি আপনার ইউনিয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন।

যেমনঃ ইউনিয়ন সর্ম্পকিত, ইউনিয়ন পরিষদ, সরকারী অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন তালিকা, প্রকল্পসমূহ এবং সেবাসমূহ।

আরো দেখুনঃ

এসব তথ্য থেকে আপনাকে বিভিন্ন তালিকা নামক অপশনটি সিলেক্ট করতে হবে। বিভিন্ন তালিকা অপশনে ক্লিক করা হয়ে গেলে অন্য একটি পেজ আপনার সামনে আসবে। যেখানে আরো অনেক তথ্য সম্পর্কিত ভিন্ন ভিন্ন তালিকা রয়েছে যার মধ্যে একটি থাকবে ‘চূড়ান্ত ভোটার তালিকা‘।

তবে কোনো কারণে যদি আপনার ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা এই ওয়েবসাইটে দেওয়া না থাকে তাহলে আপনি এই লেখাটি দেখতে পারবেন না। আর যদি এই ওয়েবসাইটে আপনার এলাকার ভোটার তালিকা প্রকাশ করার হয়ে থাকে তাহলে আপনি চূড়ান্ত ভোটার তালিকা অপশন টি দেখতে পাবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার সামনে আপনার Voter List এর একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন।

যেখানে আপনার এলাকার সমস্ত ভোটারদের একটি তালিকা দেখতে পাবেন। এভাবেই বাংলাদেশ ওয়েবসাইটে আপনি আপনার এলাকার Voter List দেখতে পারবেন।

বিকল্প পদ্ধতিঃ

উপরোক্ত উপায়ের যে কোনো একটিতেও যদি ভোটার তালিকা না পান তাহলে আপনাকে উপজেলা পরিষদ বরাবর ৫০০ টাকা ফি সহকারে ভোটার তালিকা দেখার জন্য আবেদন করতে হবে। তখন উপজেলা পরিষদ থেকে আপনাকে একটি সিডি বা পেনড্রাইভ দেয়া হবে সেখান থেকে ভোটার তালিকা কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারবেন।

ভোটার তালিকা ইউনিয়ন পরিষদের মেম্বারের নিকট বা জরিপের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা হাইস্কুলের প্রধান শিক্ষক এদের কাছেও সংরক্ষিত থাকে। আপনি চাইলে সেখান থেকেও আপনার এলাকার ভোটার তালিকা সংগ্রহ করতে পারেন।

সর্বশেষঃ

উপরে উল্লিখিত সকল উপায় ছাড়াও অনলাইনে ভোটার তালিকা দেখার উপায় কি জানুন ২০২৩ সম্পর্কে আরো তথ্য পেতে ইন্টারনেট ওয়েবসাইটে এটি লিখে সার্চ করুন। কিংবা ভোটার তালিকা দেখার উপায়, ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা দেখার উপায়, নতুন ভোটার তালিকা দেখার নিয়ম ইত্যাদি লিখে সার্চ করলেও আপনি অনলাইনে ভোটার তালিকা দেখার উপায় কি জানুন ২০২৩ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

Leave a Comment