উশর বলতে কী বোঝায়?

আমরা অনেকেই উশর কি এবং কিভাবে ইসলামি নিয়ম অনুসারে উশর আদায় করতে হয়, সেই সম্পর্কে কম জানি বা অনেকেই জানিনা। তাহলে আমাদের এ পোস্টের মাধ্যমে আপনারা উশর সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

উশর কি

উশর শব্দটি আরবি আশরাতুন(দশ) শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হল এক-দশমাংশ। কৃষিজাত পণ্য, ফল ও ফসলের যাকাতকে ইসলামী পরিভাষায় ওরশ বলে। উশর প্রদান করা যাকাতের মত ফরজ। ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে, যদি বিনা পরিশ্রমে প্রাকৃতিক উপায় কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল উৎপাদিত হয় তবে ওই উৎপাদিত কৃষিজাত পণ্য ফল ও ফসলের দশভাগের একভাগ উশর হিসেবে দিতে হবে। 

আর যদি পরিশ্রম করে কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল ফলানো হয় তবে উৎপাদিত ঐ ফসলের বিশ ভাগের এক ভাগ দিতে হবে। উশর আদায় না করে নিজে ঐ ফসল ভোগ করা সম্পূর্ণ হারাম এবং এতে নিজের গুনাহ হবে। তাই বাধ্যতামূলকভাবে ইসলামী পরিভাষায় উৎপাদিত ফসলের উশর দিতে হবে। 

আরো দেখুন>>>

যুক্তরাজ্যের ট্যাক্স কি যাকাত হিসেবে গণ্য হয়

কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে

কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়

যাকাত প্রদান করলে যেমন মাল সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্রতা হাসিল হয়। আর যাকাত প্রদান না করলে সম্পদ ধ্বংস এবং ওই ব্যক্তি জাহান্নামে হয়। একইভাবে ফল ও ফসলের যাকাত আদায় না করাও ধ্বংসের কারণ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী শরীয়ত মতে ওই বিধান অনুযায়ী উশর দান করার তৌফিক দান করুক।

Leave a Comment