Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?

হ্যালো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো Parts of Speech কাকে বলে, Parts of Speech কত প্রকার ও কি কি। Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি? সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত পড়ুন।

পার্ট অফ স্পিচ কাকে বলে?

Part অর্থ অংশ এবং Speech অর্থ বাক্য। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ (Parts of Speech) বলে। Each word used in a sentence is called a part of speech. অথবা, বাক্য গঠন করার জন্য যেসকল শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা হয় ঐসকল শব্দ বা ওয়ার্ড কে পার্ট অফ স্পিচ বলা হয়।

Parts of Speech কাকে বলে?

উত্তরঃ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্ট অফ স্পিচ(Parts of Speech) বলে।

Example:

  1. Motiur Rohman is a Good Boy.
  2. he goes to school every day.
  3. Suja Eats Rice.

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হলো পার্ট অফ স্পিচ চলুন উদাহরণ সহকারে জেনে নেওয়া যাক। Motiur,Rohman, is, a, Good, Boy এখানে প্রতিটি শব্দ এক এক টি পার্ট অফ স্পিচ (Parts of Speech)। এখানে প্রত্যেকটি বাক্যের একেকটি করে অংশ।

নোটঃ  আপনাদের মনে রাখতে হবে যে, প্রত্যক শব্দ গুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ। আমরা আলাদা ভাবে কোন একটা শব্দকে পার্ট অফ স্পিচ(Parts of Speech) বলতে পারি না। আপনাদের জানিয়ে রাখি যে সকল পার্ট অফ স্পিচ(Parts of Speech) এই word কিন্তু সকল ওয়ার্ড এ পার্ট অফ স্পিচ(Parts of Speech) নয়।

পার্ট অফ স্পিচ(Parts of Speech) বলতে বাক্যের অংশ বুঝায়। ওয়ার্ড (word) কে যতক্ষণ না বাক্যে পরিণত করা হয় তাকে পার্ট অফ স্পিচ(Parts of Speech) বলা যাবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে,  Eats এইটি কোন পার্ট অফ স্পিচ(Parts of Speech) নয়। যেহেতু, এটি কোন একটি বাক্যের অংশ নয় বাক্যটি পরিপূর্ণ হলে তখন তাকেপার্ট অফ স্পিচ(Parts of Speech) বলা হবে। যেমন- Suja Eats Rice তাহলে এখানে  Eats টি একটি পার্ট অফ স্পিচ (Parts of Speech)।

Parts of Speech কত প্রকার ও কি কি?

পার্ট অফ স্পিচ (Parts of Speech) আট প্রকার। তা আমরা নিচে ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করবো।

Parts of Speech কত প্রকার

উত্তরঃ পার্ট অফ স্পিচ (Parts of Speech) আট প্রকার।

Parts of Speech কি কি?

  1. Noun-নাউন (বিশেষ্য)
  2. Pronoun- প্রোনাউন (সর্বনাম)
  3. Adjective-এডজেকটিভ (নাম বিশেষণ)
  4. Verb-ভার্ব (ক্রিয়া)
  5. Adverb-এডভার্ব (ক্রিয়া বিশেষণ)
  6. Preposition-প্রিপজিশন (পদান্বয়ী অব্যয়)
  7. Conjunction-কনজাকশন (সংযোজক অব্যয়)
  8. Interaction-ইন্টার্যেকশন (আবেগ সূচক অব্যয়) 

Noun কাকে বলে?

যে ওয়ার্ড(word) দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন(Noun) বলে। নাউন(Noun) দ্বারা কোন ব্যক্তি,বস্তু,প্রাণী,স্থান ও ঘটনা ইত্যাদিকে বুঝায়। যেমন- Suja Eats Rice এখানে Suja একটি Noun। 

Pronoun কাকে বলে?

যে সকল শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন(Pronoun-) সর্বনাম বলে। যেমন- He, She, We Etc.

Adjective কাকে বলে?

যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম এর দোষ-গুণ,সংখ্যা,পরিমাণ,অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষ বলা হয়। 

যেমন- 

  • Shapon is a Good boy (এখানে Noun এর গুন বুঝাচ্ছে)
  • He has two books (এখানে Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
  • Arif is  (এখানে Noun এর অবস্থা বুঝাচ্ছে)

Verb কাকে বলে?

যে বাক্য দ্বারা কোনো কাজ বা হওয়া বুঝায় তাকেই Verb বা ক্রিয়া বলে। যেমন- eat, go, sleep, run, sell, buy etc.

Adverb কাকে বলে?

যে সকল বাক্য Adjective ও Verb বা অন্য Adverb কে মডিফাই(Modify) বা সংযুক্ত করে তাকে Adverb বা ক্রিয়া বিশেষ বলে। যেমন- Very, Shlowly, Well, Carefully Etc.

Preposition কাকে বলে?

Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান। বাক্য যে সকল বাক্য Noun বা pronoun-এর আগে-পরে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশ গুলো সাথে ওই  Noun বা pronoun-এর সম্পর্ক স্থাপন করে তোলে  তাকে Preposition বা পদান্বয়ী অব্যয় বলে। যেমন- In, or, under, at, over, of, by etc.

Conjunction কাকে বলে?

যে সকল ওয়ার্ড একাধিক শব্দ বা বাক্য কিংবা Clause সংযুক্ত করে তাকে Conjunction বা সংযোজক অব্যয় বলে। যেমন- And, or, but, for, nor, becouse etc.

Interaction কাকে বলে?

যে সকল বাক্য মনের আবেগ কিংবা অনুভূতি পরিবর্তনকে বোঝায় তাকে Interaction বা আবেগ সূচক অব্যয় বলে। যেমন- Hurrah, Alas, oh, bravo etc.

আশা করি আমার লেখা আর্টিকেলটির মাধ্যমে Parts of Speech সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছেন।

আমার আর্টিকেলটি পড়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন। তাহলে আর্টিকেলটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। 

এছাড়াও পোস্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নিত্য নতুন আর্টিকেল লিখতে অনুপ্রেরণা যোগায়। শিক্ষামূলক নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট টি সেভ বা বুক মার্ক করে রাখুন।

Leave a Comment