পীর শব্দের অর্থ কি এবং পীর কাকে বলে?

পীর শব্দটির সাথে আমরা কমবেশি সকলেই বেশ পরিচিত। পীর শব্দের অর্থ হলো গুরু, আউলিয়া, মুর্শিদ ও শায়খ। বর্তমান আধুনিক সমাজে পীর শব্দ নিয়ে বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তাই আজকে আমরা পীর শব্দের অর্থ কি এবং পীর কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। 

পীর শব্দের অর্থ কি ?

পীর শব্দটি একটি ফার্সি শব্দ। পীর শব্দটি  আরবীতে শাইখ বলা হয়। সাধারণত শব্দগত  অর্থ বুঝাতে পীর মানে হল জ্ঞানি। কুরআন শরীফ ও হাদিছ শরীফের মতে পীর শব্দের বাংলা অর্থ হল আউলিয়া, মুর্শিদ ও শায়খ।

পীর শব্দের অর্থ কি ?

উত্তরঃ কুরআন শরীফ ও হাদিছ শরীফের মতে পীর শব্দের বাংলা অর্থ হল আউলিয়া, মুর্শিদ ও শায়খ।

আরবীতে বলা হয় মুরশীদ। মুরশীদ শব্দের অর্থ হল পথপ্রদর্শক। যিনি মহান আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণ দেন তাকে মুরশীদ বা পথপ্রদর্শক। যাকে ফার্সীতে বলে পীর।

আরববাসী যখন ইসলাম প্রচারের জন্য ভারত উপমহাদেশে প্রবেশ করে তখন ভারতের তৎকালীন ইসলামের বিভিন্ন আউলিয়াদের পীর বা গুরু হিসাবে  সম্মাননা করতেন। যেহেতু বিভিন্ন বিদেশি ভাষা বাংলা ভাষার সাথে মিলিত হয়ে বর্তমানে বাংলা ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তেমনি একটি ফারসি শব্দ হচ্ছে পীর। 

পীর কাকে বলে?

যিনি মহান আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণ দেন তাকে পীর বলে। পাক ভারতে ইসলামের প্রচার-প্রসার তথা স্থানীয় বিধর্মীদের মুসলমান হওয়ার ক্ষেত্রে ফার্সি ভাষাভাষি আউলিয়ায়ে কিরামদের ভূমিকাই মুখ্য। যে কারণে এ স্থানে মুসলমানদের বন্দিগী জীবনে ফার্সির অনেক পরিভাষাই ব্যবহৃত হয়। তখন থেকে পীর শব্দের প্রচলন।

আরোও দেখুন>

সাধারণ ভাষায় পীর হল আরব দেশ থেকে আগত ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেসকল আউলিয়া বা গুরু ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেছে। ব্যবহারিক ভাবে বৃদ্ধ-বৃদ্ধা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ উভয়কেই পীর বলা হয়। মূলত সূফীবাদী বা তাসাওউফপন্থীদের গুরুকে পীর নামে অভিহিত করা হয়। 

বর্তমান হিসাব অনুযায়ী আমাদের দেশে প্রায় ০২ লক্ষ ৯৮ হাজার পীর রয়েছে। যেমন, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, সুরেশ্বরী, ফরীদপুরী, এনায়েতপুরী, চন্দ্রপুরী, কামাল্লার ভন্ডপীর, মাইজভান্ডারী, কেল্লাবাবা, খাজাবাবা, রেজভী, লেংটা বাবা, তালা বাবা, শিকল বাবা ইত্যাদি এমন আরো বিভিন্ন নামে ঈমান বিধ্বংসী ভন্ড পীর রয়েছে।

পীর নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:


পীর শব্দের অর্থ কি ?

কুরআন শরীফ ও হাদিছ শরীফের মতে পীর শব্দের বাংলা অর্থ হল আউলিয়া, মুর্শিদ ও শায়খ।

পীর কাকে বলে?

যিনি মহান আল্লাহ তালার আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণ দেন তাকে পীর বলে।

Leave a Comment