প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালে ০১ই অক্টোবর বাংলা ভাষাকে রক্ষা করার জন্য গঠন করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের কাছ থেকে বাংলা ভাষার পূর্ণ মর্যাদা অর্জনের জন্যে সেই সময়কার বাঙালি কিছু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। বাংলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। 

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

১৯৪৭ সালের ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং বাংলাদেশ-পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। যার কারণে বাংলাদেশের নাম করা হয় পূর্ব পাকিস্তান।  কিন্তু ১৯৪৭ সাল থেকে পাকিস্তান সরকার বাংলাদেশের দায়িত্ব পাকিস্তান সরকারের হাতে চলে যায়। তৎকালীন সময়ে পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের ভাষা ছিল উর্দু ও বাংলা। 

সময়ের সাথে সাথে পাকিস্তান সরকার পূর্ব-পাকিস্তানের অসহায় মানুষদের মাতৃভাষা ও বিভিন্ন সরকারি কার্যকলাপ ক্ষেত্রে বিভিন্ন অন্যায় ও নির্যাতন চালিয়ে যায়। যেহেতু পূর্ব-পাকিস্তানের দায়িত্ব তৎকালীন পাকিস্তান সরকারের হাতে ছিল। তাই বাংলা ভাষাকে অবজ্ঞা করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

বাঙালি জাতির মাতৃভাষা রক্ষা

কিন্তু বাঙালি জাতির মাতৃভাষা রক্ষা করার জন্যে এবং বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সম্মানে স্বীকৃতি দেওয়ার জন্য তৎকালীন কিছু বাঙালি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের পরামর্শে ১৯৪৭ সালের ১ই অক্টোবর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সংগঠন গঠন করা হয়। 

১৯৪৭ সাল পূর্ব বাংলার রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই আধিপত্য ছিল পাকিস্তানের। এ কারণে বাঙালি মুসলমানরা সে সময় মুসলিম জাতীয়তাবাদের উদ্ভব সৃষ্টি করে। এটি ছিল ধর্মভিত্তিক রাজনীতি বা জাতীয়তাবাদ। 

পাকিস্তান জন্মের পর এদেশের ন্যায্য আধিকার পাওয়ার আশা অনেকটাই কমতে থাকে। পাকিস্তানের রাষ্ট্রীয় পরিমণ্ডলে বাঙ্গালীদের তেমন কোনো আধিপত্য ছিল না। তারা নির্যাতিত ও শোষণ বঞ্চনার শিকার হতে লাগল। পাকিস্তানের দুই অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আকাশ-পাতাল ফারাক দেখা দিলো। নানা শোষণের শিকার হয়ে তারাই এবার পাকিস্তানের দিকে দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল। বাঙালি জাতির নিজেরাই বিভিন্ন সংগঠন এবং ন্যায্য দাবী ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একত্রিত হতে শুরু করল। 

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালে ০১ই অক্টোবর বাংলা ভাষাকে রক্ষা করার জন্য গঠন করা হয়। বাংলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। এছাড়াও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য পদে যারা ছিলেন শামসুল আলম, আবুল খায়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ এদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। 

আরো দেখুন>>>

এখন আশা করা যায় আপনারা এই আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এবং পরিষদের দায়িত্বরত পদে যারা ছিলেন সেই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্পর্কে আপনার কোন তথ্য জানার আগ্রহ থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 

Leave a Comment