প্রত্যয় কাকে বলে?

প্রিয় শিক্ষার্থীগণ বাংলা ব্যাকরণ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে পরীক্ষায় আপনি প্রত্যাশিত নাম্বার কখনোই অর্জন করতে পারবেন না। তাই বাংলা ব্যাকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অনেক প্রয়োজনীয় একটি বিষয়। বাংলা ব্যাকরণের একটি বিশেষ অংশ হচ্ছে প্রত্যয়। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে প্রত্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 

প্রত্যয় কাকে বলে?

সাধারন ভাষায়  প্রত্যয় হল যে সকল ধ্বনি শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে। তবে বাংলা ব্যাকরণ মতে, যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থের পরিবর্তন করে, সেই সকল বর্ণ বা বর্ণসমষ্টিকে প্রত্যয় বলে।

প্রত্যয় কাকে বলে?

উত্তরঃ সাধারন ভাষায়  প্রত্যয় হল যে সকল ধ্বনি শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে।

যেমন,গম + অন = গমন। এখানে গম ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে ‘গমন’ শব্দটি গঠিত হয়েছে। আবার মিতা+ আলি = মিতালি। এখানে ‘মিতা’ শব্দের সঙ্গে ‘আলি’ প্রত্যয় যুক্ত হয়ে ‘মিতালি’ শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ কোন বাক্যে প্রত্যয় যুক্ত হয় শব্দের অর্থের পরিবর্তন করে নতুন অর্থবোধক শব্দ প্রকাশ করে। 

প্রত্যয় কাকে বলে ?

সাধারণত প্রত্যয় হল অর্থবোধক ধ্বনি বা ধ্বনিসমষ্টি যা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে ও পদের পরিবর্তন ঘটায়। মুলত দুইটি উৎস থেকে মূল ক্রিয়া পদের সঙ্গে প্রত্যয়ের মাধ্যমে যেসব শব্দ গঠিত হয়। কখনো ধাতু আবার কখনো নাম শব্দ বা কখনো ধাতুর শেষে প্রত্যয় যোগে নতুন শব্দ ও শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

প্রত্যয় সাধারণত দুই প্রকার। যথা, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। 

আরোও দেখুন>

১. কৃৎ প্রত্যয়ঃ যে সকল শব্দ বা ধ্বনি ধাতু মূল ক্রিয়াপদের পরে বা সঙ্গে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, গম্+অনট্ = গমন, শ্রু+অনট্= শ্রবণ, দৃশ+তি= দৃষ্টি, কৃ+তব্য=কর্তব্য ইত্যাদি।

২. তদ্ধিত প্রত্যয়ঃ যে সকল শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।  যেমন, পৃথা+ষ্ণ=পার্থ, অদিতি +ষ্ণ=আদিত্য, ঘর + আমি =ঘরামি ইত্যাদি। 

প্রত্যয়ের প্রয়োজনীয়তা

বাংলা ভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হলে প্রত্যয়ের  প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রত্যয় নতুন শব্দ গঠন করে এবং শব্দের পরিবর্তন ঘটায়। প্রত্যয় এর মাধ্যমে মূল ধাতু ও নাম ধাতু দিয়ে ভাষার পূর্ণতা আসে, শব্দকে সৃজনশীল করতে এবং বহুমুখী ভাব প্রকাশক শব্দ গঠনে প্রত্যয়ের গুরুত্ব অত্যধিক। প্রত্যয় কখনো ধাতু বা নাম শব্দের পরে যুক্ত হয়ে শব্দের পরিবর্তন ঘটায় বা নতুন শব্দ গঠন করতে সাহায্য করে।  তাই প্রত্যয় হলো ভাষার নতুন শব্দ গঠনের বিজ্ঞান সম্মত কৌশল। 

প্রত্যয় নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:

প্রত্যয় কাকে বলে?

সাধারন ভাষায়  প্রত্যয় হল যে সকল ধ্বনি শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি করে।

প্রত্যয় কত প্রকার ও কি কি?

প্রত্যয় সাধারণত দুই প্রকার। ১. কৃৎ প্রত্যয়। ২. তদ্ধিত প্রত্যয়।

Leave a Comment