রাষ্ট্র কি ও প্রধান উপাদান কি কি? 

রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যা কোন একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকা এবং ঐ এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। রাষ্ট্র হচ্ছে একগুচ্ছ জাতিগোষ্ঠী বা গ্রামের সম্বনয়কারী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভেতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য কিছু নিয়ম নীতি তৈরি করে।

রাষ্ট্র কি?

ইংরেজি স্টেট শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে রাষ্ট্র। ইংরেজি স্টেট শব্দটি মূলত ল্যাটিন স্ট্যাটাস শব্দ থেকে এসেছে যার অর্থ অবস্থা। সাধারন অর্থে রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমষ্টিকে বোঝায়, যারা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বসবাস করে, তাদের একটি সরকার আছে এবং সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বতোভাবে মুক্ত থাকে।  

গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের মতে, রাষ্ট্র হচ্ছে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। 

ব্লন্টসলির মতে,  কোন নির্দিষ্ট ভূখন্ড রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজে হলো রাষ্ট্র। 

উইড্রো উইলসন বলেন, কোন নির্দিষ্ট ভূখন্ড আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। 

রাষ্ট্রের প্রধান উপাদান 

একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র গঠনের মূলত প্রধান চারটি উপাদান থাকে। যেমন, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড সরকার ও সার্বভৌমত্ব। 

১. জনসমষ্টিঃ জনসংখ্যা বা জনসমষ্টি হল রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। কারণ জনগণ ছাড়া রাষ্ট্রের কথা ভাবাই যায় না। আবার তেমনি জনগণের জন্য রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়। মানুষ তার নিজস্ব প্রয়োজনই রাষ্ট্র গঠন করে। কখনোই জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। 

২. নির্দিষ্ট ভূখন্ডঃ একটি রাষ্ট্র গঠনের দ্বিতীয় অন্যতম উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখন্ড। আমরা ভূখন্ড বলতে শুধু স্থলভাগকে বুঝিনা। নির্দিষ্ট ভূখন্ড বলতে কোন ভৌগলিক সীমানা স্থলভাগ, নদনদী, আন্তর্জাতিক স্বীকৃতি সাগর-মহাসাগরের সীমানায় উপরিভাগের বায়ুমন্ডলকে বোঝানো হয়েছে। 

৩. সরকারঃ একটি নির্দিষ্ট ভূখণ্ডে কিছুসংখ্যক বা বিপুলসংখ্যক জনসমষ্টি বসবাস করে এবং ঐ সকল জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্যে অবশ্যই একজন সরকারের প্রয়োজন রয়েছে। তাই রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান হচ্ছে সরকার। 

৪. সার্বভৌমত্বঃ রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব ছাড়া শুধু জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার গঠন করা সম্ভব হয় না। সার্বভৌমত্ব ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এবং নির্দিষ্ট ভূখন্ড বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখা। 

আরো দেখুন>>>

আমাদের এই আর্টিকেল সম্পর্কে আপনার কোন মতামত বা উপদেশ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। 

Leave a Comment