RFL Web Do BD কি? RFL Web Do Order Entry কিভাবে করতে হয়?

RFL Web Do BD সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। RFL Web Do BD আসলে কি? এর কাজ কি? এর কাজ কিভাবে করতে হয় কিংবা RFL Web Do Order Entry কিভাবে করতে হয়? এই সকল প্রশ্নের উত্তর হিসেবে এই লেখা টি লেখা হলো।

যেখানে আপনাদের জানানো হবে RFL Web Do BD কি? RFL Web Do order Entry কিভাবে করতে হয়৷ আপনারা যদি rfl web do: RFL Web Do BD কি? RFL Web Do Order Entry কিভাবে করতে হয় – জানতে চান তাহলে এই সম্পূর্ণ লেখা টি মনোযোগ সহকারে পড়ে নিন।

RFL web do: RFL Web Do BD কি?

RFL একটি ডিলার গ্রুপ প্রতিষ্ঠান। RFL গ্রুপের ডিলার হলো বাংলাদেশের অন্যতম ও প্রধান ডিলার প্রতিষ্ঠান।  RFL Web Do হলো প্রাণ আরএফএল গ্রুপের একটি ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালে প্রাণ আর এফ এল ডিলাররা অনেক সু্যোগ সুবিধা পেয়ে থাকেন। যেখানে প্রাণ আরএফএল এর সকল পণ্য ডিলারদের জন্য বিস্তারিত তথ্য সহ থাকে এবং চাইলে প্রাণ আরএফএল ডিলাররা RFL Web Do তে পণ্য ও ডিমান্ড সম্পর্কে সেই সকল যাবতীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন।

কিভাবে RFL Web Do তে কাজ করবেন?

RFL Web Do প্রাণ আরএফএল এর একটি জনপ্রিয় ওয়েব সাইট পোর্টাল।  আরএফএল ওয়ব ডিও তে চাইলেই সকলে প্রবেশ করতে পারেন না। এই ওয়েব সাইট টি তে কেবল আরএফএল ডিলাররাই এক্সেস করতে পারেন। এছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করার কোনো উপায় নেই।

আরএফএল ওয়েব ডিও তে কাজ করতে গেলে মোবাইল বা কম্পিউটার নির্দিষ্ট কোনো কিছুর প্রয়োজন নেই। চাইলে যে কোনো একটির মাধ্যমে আরএফএল ডিও – তে কাজ করা সম্ভব।

সেক্ষেত্রে একজন আর এফ এল ডিও ইউজার অথবা ডিলার হিসেবে আপনি আপনার নির্দিষ্ট স্মার্ট ফোন অথবা ল্যাপটপের সাহায্য নিতে পারেন। আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং সেখানের সার্চ বক্সে ক্লিক করুন।

তারপর সার্চ বক্সে “RFL Web Do” অথবা “আর এফ এল ওয়েব ডিও” লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনার সামনে Runner RFL Web Do এর দুইটি লিংকের একটি হোম পেজ আসবে।

আপনি চাইলেই আর এফ এল ওয়েব ডিও’র উভয় লিংকে প্রবেশ করতে পারবেন না অথবা আপনার ইচ্ছে মতো যেকোনো লিংকে ঢুকতে পারবেন না। এক্ষেত্রে কোম্পানি আপনাকে যে লিংকে প্রবেশ করার অধিকার দিবে আপনি কেবল সেই লিংকে প্রবেশ করতে পারবেন। যেমনঃ

এখানে লিংকের নাম এক হলেও প্রথম এবং দ্বিতীয় লিংকের কাজ কিছু ক্ষেত্রে ভিন্ন রয়েছে। যেখানে প্রথম লিংক টি থাকবে তুলনামূলক সহজ।

সেই লিংক টি তে আপনি আপনার ইউজার নেইম অথবা আর এফ এল ওয়েব ডিও’র পাসওয়ার্ড প্রদান করবেন। প্রতিটি ডিলারের জন্য প্রাণ আর এফ এল গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। যেগুলো একজনের সাথে আরেকজনের কোনো মিল থাকে না।

এক্ষেত্রে ইউজার নেইম এবং পাসওয়ার্ড ৫ ডিজিটের হতে হবে। যা অফিশিয়ালি প্রাণ আর এফ এল এর পক্ষ থেকে ডিলারদের প্রদান করা হয়ে থাকে। ইউজার নেইম এবং পাসওয়ার্ড প্রদান করার পরই আপনি সেখানে প্রবেশের অনুমতি পাবেন এবং সেখান থেকে আপনার দায়িত্বে থাকা যে কোনো কাজ সম্পাদন করতে পারবেন।

RFL Web Do Order Entry কিভাবে করতে হয়?

আপনি যদি আর এফ এল ওয়েব ডিও থেকে কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে আপনি কিভাবে অর্ডার করবেন? সেক্ষেত্রে আপনাকে RFL Web Do Order Entry কিভাবে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

  • প্রথমত আপনি আপনার পণ্যের অর্ডার লিস্ট সাজাতে হবে। সেই জন্য আর এফ এল ওয়েব ডিও এর order entry তে ক্লিক করুন।
  • যে পণ্যগুলো  আপনি অর্ডার করবেন তার নাম লিখবেন না। কেননা আর এফ এল ওয়েব ডিও তে প্রত্যেক টা পণ্যের একটি করে ইউনিক কোড আছে।
  • এখন আপনি যে ডিলার এর মাল সাজাতে যাচ্ছেন‌ তার একটি product info তে প্রোডাক্ট কোড নামক ওয়েবসাইটে পাবেন।
  • সেখানে যাবতীয় প্রোডাক্টের কোড নম্বর উল্লেখ করা থাকে। যার কারণে অর্ডারের সময় পণ্যের নাম প্রয়োজন না হয়ে সেই পণ্য কোড টি প্রয়োজন হয়।
  • তাই অর্ডার লিস্ট লেখার সময় আপনার কাঙ্খিত পণ্যের কোড টি লিখুন।
  • প্রত্যেক পণ্যে ভিন্ন কোড আছে৷ তাই খেয়াল করে Order Entry তে প্রোডাক্ট আইটেম কোড বসিয়ে অর্ডার করবেন।
  • এতে খুব সহজেই আর এফ এল কোম্পানির কাছে আপনার অর্ডার পৌছে যাবে।

তবে কোম্পানির কাছে আপনার অর্ডার পৌছাতে আপনাকে আরেকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। সেটি হলো আরএফএল ওয়েব ডিও তে আপনার পণ্য গুলো সিলেক্ট করার পর Active Order করতে হবে। অন্যথায় আপনার অর্ডার কোম্পানির কাছে পৌছাবে না।

পণ্যের Active order কিভাবে করবেন?

RFL Web Do সাইটে Active Order এর কাজ হচ্ছে আপনার পণ্য অর্ডারের ডিও টা কে পাশ করার জন্য আবেদন করার একটি প্রক্রিয়া।

আপনি আপনার যাবতীয় Order Entry সাজানোর পর একটিভ বাটনে ক্লিক করে আপনার পণ্যের অর্ডারটি আর এফ এল কোম্পানিকে জানাবেন অর্থাৎ আপনার পক্ষ থেকে কনফার্ম করে দিবেন। তাহলেই আপনার পণ্যের Active Order পর্যায় টি সম্পন্ন হবে।

RFL Web Do Order entry সম্পর্কে আরও কিছু তথ্য:

আপনারা RFL Web Do তে প্রবেশ করে order entry বাটনে প্রেস করলে দেখতে পাবেন নতুন একটি পেজ ওপেন হয়েছে। যেখানে আপনার ইইজার নেইম অথবা ডিলারের নাম সবার উপরে শো করছে এবং আর এফ  গ্রুপের প্রোডাক্টের Code, Group, Balance, MR, CREDIT ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্যের আপডেট দেওয়া আছে। যেখানে আপনি আপনার ইচ্ছে মত যে কোনো তথ্যের নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন।

আরো দেখুন >>>

এছাড়াও আর এফ এল ডিলারের SR Assign অথবা item Code quantity সম্পর্কেও জানতে পারবেন। item Code quantity অপশন টি তে প্রেস করলে কোন কোন product গুলো available রয়েছে সেটা সম্পর্কে জানা যায়। যদি আপনার প্রয়োজনীয় কোনো product available না থাকে তাহলে প্রোডাক্টের Web do active করা সম্ভব হয় না। আর যদি আপনার প্রয়োজনীয় product available থাকে তাহলে খুব সহজে আপনি RFL Web Do একটিভ করে নিতে পারবেন।

এছাড়াও RFL Web Do সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইন্টারনেট ওয়েবসাইটের সার্চ বারে RFL কি, RFL Product এর তথ্য, RFL Web Do কি? RFL Web Do এর কাজ কি?

RFL Web Do তে কাজ করা হয় কিভাবে? RFL Web Do BD কি?  RFL Web Do তে Order Entry কি? RFL Web Do তে Order Entry কিভাবে করতে হয়? ইত্যাদি লিখে সার্চ করুন। তাহলে আপনি খুব সহজেই rfl web do: RFL Web Do BD কি? RFL Web Do Order Entry কিভাবে করতে হয় সম্পর্কে জানতে পারবেন।

Leave a Comment