ঋণ থাকলে যাকাত দেয়া যাবে কি না?

পবিত্র রমজান মাস আসলেই আমাদের অনেকের মনে নানা ধরনের প্রশ্নের উত্তর জানার আগ্রহ সৃষ্টি হয়, আজকে আমরা জানবো ঋণ থাকলে যাকাত দেওয়া যাবে কি না?  

যাকাত কি

যাকাত শব্দের আরবি হওয়া অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ইত্যাদি। পারিভাষিক অর্থে যাকাত বলতে ধনীদের ধন-সম্পদে মহান আল্লাহর নির্ধারিত অংশকে যাকাত বলে। যাকাত সম্পদকে পবিত্র করে, বিত্তশালীদের পরিশুদ্ধ কর্‌ দারিদ্র বিমোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় হচ্ছে যাকাত।

যাকাত প্রদানের শর্ত

একজন পূর্ণবয়স্ক এমন মুসলিম নর-নারী যাকাত আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। তবে যাকাত আদায়ের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন,

১. সম্পদের উপর নিজের বা আপনার পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। 

২. আপনার কাঙ্খিত সম্পদ উৎপাদনশীল ও বর্ধনশীল হতে হবে।

৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 

৪. আপনার সারাবছরের মৌলিক চাহিদা মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলে সেক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে।

ঋণ থাকলে যাকাত দেয়া যাবে কি না

যদি আপনার কোন বড় ঋণ থাকে এবং সেই ঋণ পরিশোধ করার মত ক্ষমতা আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনাকে আপনার মোট সম্পত্তি ও সঞ্চয়ের আড়াই শতাংশ যাকাত হিসেবে সমাজের ফকির-মিসকিন ও অসহায় মানুষকে দিতে হবে।

আর যদি আপনার সেই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আপনার না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে না। সহজ ভাষায় যে ব্যক্তি এমন ঋণগ্রস্থ যে, ঋণ পরিশোধ করার পর তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে না। তাহলে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করার জন্য যাকাত গ্রহন করতে পারবে। 

আরো দেখুন>>>

যুক্তরাজ্যের ট্যাক্স কি যাকাত হিসেবে গণ্য হয়

কত টাকার মালিক হলে যাকাত দিতে হবে

কত গ্রাম স্বর্ণ থাকলে যাকাত দিতে হয়

Leave a Comment