শিয়া শব্দের অর্থ কি? কাদেরকে শিয়া বলা হয়?

শিয়া একটি আরবি শব্দ। শিয়া শব্দের বাংলা আভিধানিক অর্থ অনুসারী। মূলত শিয়া শব্দটি উৎপত্তি এবং কাদেরকে শিয়া বলা হয় এই সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে, আমাদের এই আর্টিকেলটি শুধু আপনার জন্য। 

শিয়া শব্দের অর্থ 

হরযত মোহাম্মদ সাঃ এর জীবন দর্শায় শিয়া শব্দটির উৎপত্তি হয়। শিয়া একটি আরবী শব্দ, যার বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অনুসারী বা কাউকে অনুসরণ করে চলা। হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা অনুসারীদেরকে শিয়া বলা হয়। 

ইলম শব্দের অর্থ কি?

উত্তরঃ ইলম এর বাংলা অর্থ হলো জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি। 

বর্তমান মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা প্রায়শই বিভিন্ন ভাগে বিভক্ত হতে দেখি। বিভিন্ন সময় আমরা খবরের কাগজে বা টিভি চ্যালেনে দেখতে পাই যে মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া-বিবাদ হচ্ছে। 

শিয়া কি 

বর্তমানে শিয়া হল ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়। যে সকল মুসলিম শিয়া ইসলাম অনুসরণ করে তাদেরকে শিইতি বা শিয়া বলা হয়। শিয়া হল ঐতিহাসিক বাক্য শিয়াতু আলি এর সংক্ষিপ্ত রূপ, যার অর্থ আলি অনুগামীরা বা আলির দল।

অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাহ সালামের মৃত্যুর পর যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহার পথ অনুসরণ করে বা তার দেখানো পথে ইসলামের সমস্ত কার্যক্রম পরিচালনা করে তাদেরকে মূলত শিয়া সম্প্রদায় বা শিয়া বলা হয়। 

শিয়া সম্প্রদায়ের মুসলিমগণ বিশ্বাস করে যে আমাদের প্রিয় নবী হরযত মোহাম্মদ সালাহর সালাম ছিলেন আল্লাহ কর্তৃক নিয়োজিত শেষ নবী, তেমনি নবীদের উত্তরসূরিদের নিযুক্ত করার যে বিশেষ ক্ষমতা তার একমাত্র আল্লাহ তালার আছে। তারা বিশ্বাস করে যে স্বয়ং মহান আল্লাহ তালা আলী রাদিয়াল্লাহু আনহা কে ইসলামের উত্তরসূরী হিসাবে ইসলামের প্রথম খলিফা হিসাবে বাছাই করেছিলেন।

কিন্তু আমাদের প্রিয় নবীর ইন্তেকালের পর জনগণের জনপ্রিয়তা এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা কে ইসলামের প্রথম খলিফা হিসেবে ঘোষণা করা হয়। আর এ কারণেই ক্ষুব্দ হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু উত্তরসূরীরা নিজেদেরকে আলাদা সম্প্রদায়ে বিভক্ত করেন এবং তারা নিজেদেরকে শিয়া মুসলমান হিসেবে দাবি করেন। 

আরোও দেখুন

ইসলামি পরিভাষায় শিয়া হল মুসলমানদের সেই সম্প্রদায় যারা বিশ্বাস করেন, রাসূল (সা.) জীবিত অবস্থায় গাদির খুম নামক স্থানে ১০ম হিজরীর সময় হযরত আলী (আ.)কে নিজের প্রতিনিধি নির্ধারণ করেন। তাদের মতামত অনুযায়ী বিশ্বনবী (সা.) তাঁর মৃত্যুর পর হযরত আলী (আ.)কে সুস্পষ্টভাবে নিজের রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধি এবং খলিফা নির্ধারণ করা হবে। কিন্তু এমন না হওয়ার কারনে তারা নিজেদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা অনুসারী বা শিয়া সম্প্রদায় হিসাবে আলাদা হয়ে যায়। 

শিয়া ও সুন্নি মুসলিম সম্প্রদায়ের মধ্যে পার্থক্য

আমাদের রব একজন, আমাদের ধর্ম একটি এবং আমাদের প্রিয় নবী হচ্ছেন হরযত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সম্প্রদায় হচ্ছে শিয়া সম্প্রদায় ও সুন্নি সম্প্রদায়। 

নিচে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে কিছু বিশেষ পার্থক্য তুলে ধরব, 

১. সুন্নি মুসলিম সম্প্রদায় হরযত মোহাম্মদ সালাহ সালাম ইন্তেকালের পর ইসলামের প্রধান চার খলিফাতে বিশ্বাস করেন। প্রধান চার খলিফা হলেন, হযরত আবু বক্কর রাঃ, হযরত ওমর ফারুক রাঃ, হযরত উসমান রাঃ, হযরত আলী রাঃ। 

অন্যদিকে শিয়া সম্প্রদায় শুধুমাত্র ইসলামের প্রধান খলিফা ও একমাত্র খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা কে বিশ্বাস করেন। 

২. সুন্নী মুসলিমরা বিশ্বাস করে বিশ্বাসের ও সত্যের সাথে সাক্ষ্য দিতে হবে। অন্যদিকে শিয়ারা প্রয়োজনে বিশ্বাস গোপন রাখাকে জায়েজ মনে করে। 

৩. সুন্নী সম্প্রদায় আরো বিশ্বাস করেন যে ইমাম মাহদী আসবেন মুসলিম জাতিকে রক্ষা ও সারা বিশ্বকে নেতৃত্ব দিতে। অন্যদিকে মাহদি হবেন ১২শ ইমাম এবং ইমাম মাহদিকে তারা অতি সম্মানার্থে মাহদির পরে আলাইহিস সালামও বলে। 

৪. সুন্নী সম্প্রদায়ের মতে, দুনিয়ার সর্বত্র নামাযের সিজদা করা যাবে। কিন্তু শিয়াদের মতে, কারবালার মাটিতে তৈরি বস্তু সামনে রেখে সেটার উপর সিজদার সময় কপাল রাখা হয়। 

৫.  সুন্নী সম্প্রদায়ের মতে, পাঁচ বারে পাঁচ ওয়াক্তে নামাজ পড়া হয়। অন্যদিকে তিন বারে ও পাঁচ ওয়াক্ত আদায় করা যায়। যেমন, ফযর,  জোহর+আসর,  মাগরিব+এশা। 

প্রিয় পাঠকগণ আপনারা নিশ্চয়ই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে শিয়া শব্দের অর্থ কি, কাদেরকে শিয়া বলা হয় এবং শিয়া ও সুন্নিদের মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পেরে বেশ উপকৃত হয়েছে। 

শিয়া শব্দের অর্থ কি নিয়ে কিছু প্রশ্নের উত্তর

শিয়া শব্দের অর্থ কি?

শিয়া একটি আরবী শব্দ, যার বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অনুসারী বা কাউকে অনুসরণ করে চলা।

শিয়া কি?

যে সকল মুসলিম শিয়া ইসলাম অনুসরণ করে তাদেরকে শিইতি বা শিয়া বলা হয়।

Leave a Comment